‘নকশা’ সব সময় নাজিফা তুষির কাছে বিশেষ কিছু

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৪-এ প্রথম রানারআপ হওয়ার পর নাজিফা তুষি প্রথম ‘নকশা’য় কাজ করার সুযোগ পান
ছবি : কবির হোসেন

ছোটবেলা থেকেই ‘নকশা’ পড়তাম, তবে লুকিয়ে। আব্বু যদি জানত যে আমি ‘নকশা’ পড়ছি, ভাবত যে সময় নষ্ট করছি। ‘নকশা’ সংগ্রহ করে বিভিন্ন তথ্য জানতে চাইতাম। লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৪-এ প্রথম রানারআপ হওয়ার পর প্রথম ‘নকশা’য় কাজ করার সুযোগ পাই। মনে আছে সেটা নিয়ে বেশ উত্তেজিত ছিলাম। যেটা দেখে বড় হয়েছি, অনুসরণ করতাম, সে জায়গায় কাজ করতে যাচ্ছি। বিষয়টি আনন্দের ছিল।

নকশার শুটে নাজিফা তুষি
ছবি : কবির হোসেন

প্রতিযোগিতা থেকে বের হওয়ার পর সেটা আমার প্রথম কাজ ছিল, ২৫ বছর শেষে আবার কাজ করছি। শম্পা রেজার সঙ্গে একসঙ্গে কাজ করতে পারছি, এটা আমার জন্য অনেক বিশেষ। ‘নকশা’র বিভিন্ন কাজ আমার ভালো লেগেছে। ‘নকশা’ বিশেষ কোনো থিম ধরে যখন কাজ করেছে, সেটা বেশ ভালো লেগেছে।

নকশা’ সব সময় তুষির কাছে বিশেষ
ছবি : কবির হোসেন

‘নকশা’ এখন পর্যন্ত যেভাবে ছবি ও তথ্যের গুণগতমান ধরে রেখেছে, প্রত্যাশা সামনেও সে ধারাবাহিকতা ধরে রাখবে। ‘নকশা’ সব সময় আমার কাছে বিশেষ। আমার সঙ্গে আজকের শুটটি শম্পা আপুর সঙ্গে করা হবে যখনই জানা হবে, আমি খুশি। আজকের দিনটি আমার জন্য মনের মধ্যে স্থায়ী, কিছুটা হলেও শম্পা রেজার মতো অভিনেত্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে।