যেসব বিষয় মেনে চললে এই গরমে বাইরে বের হলেও মিলবে আরাম

এই আবহাওয়ায় দেশীয় কিংবা পাশ্চাত্য-পোশাকটার কাট-ছাঁট যেমনই হোক না কেন, কাপড় হতে হবে পাতলা। ফ্যাশনের সঙ্গে সঙ্গে যেন আরামটাও পুরোপুরি পাওয়া যায়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

১ / ৪
পোশাকের ক্ষেত্রে এ সময় হালকা রং বেছে নিন। হালকা রঙের কাপড় শরীরে তাপ ধরে রাখে না আর এতে মনেও আসে প্রশান্তি।
ছবি : কবির হোসেন
২ / ৪
যাঁরা বাইরে কাজ করেন, তাঁদের জন্য সুতি ও ভয়েল কাপড় বেশি উপযোগী।
ছবি : কবির হোসেন
৩ / ৪
ছেলেরা সুতি কাপড়ের ফতুয়া বা শার্ট পরতে পারেন।
ছবি : কবির হোসেন
৪ / ৪
বাইরে থাকলে পানি ও পানিজাতীয় ফল খান। পারলে একবেলা শুধু তরমুজই খান।
ছবি : কবির হোসেন