অনলাইনে বসন্ত শাড়ির হালচাল

বসন্ত উদ্‌যাপনে বাজারের বিভিন্ন দোকান তো আছেই, অনলাইনভিত্তিক দোকানগুলোও কম যাচ্ছে না। এই প্রতিষ্ঠানগুলোর করা শাড়িতে নানা রং আর মোটিফের ভিন্নতা লক্ষনীয়।

শাড়িতে বসন্তের রংমডেল: নিহা ও প্রিয়মনি, শাড়ি: ১২ হাত গল্প ও ঈহা, ব্লাউজ: সুতলি ও বাঙাল, গয়না: গ্লুড টুগেদার, সাজ: পারসোনা, ছবি: কবির হোসেন

এ সময়ের ফুলের রঙের শেষ নেই, শুরু আছে। ফুল আর গাছের পাতার এসব রংই এ সময়ের শাড়িতে ঘুরেফিরে বেড়াচ্ছে। বসন্তকে সামনে রেখে নকশা করা এসব শাড়ির পসরা নিয়ে প্রস্তুত বাজারের বিভিন্ন দোকান। অনলাইনভিত্তিক প্ল্যাটফর্মগুলোও বসে নেই। শাড়িতে নানা রং আর মোটিফের ভিন্নতা নিয়ে তারাও হাজির। ভিন্নধর্মী কিছুর খোঁজে ক্রেতারাও অনলাইনের দিকে ঝুঁকছেন বেশি করে। চলুন এই বসন্তে কেমন ধারার শাড়ি চলবে, তার খোঁজ করা যাক।

শাড়ির রংবদল

ছবি: কবির হোসেন

শর্ষে বা গাঁদা ফুলের জন্যই কি না কে জানে, একসময় শাড়িতে হলুদ রঙের প্রাধান্য ছিল বেশি। কিন্তু আগেই বলেছি, রং নিয়ে এখন বেশ নিরীক্ষা হচ্ছে। হলুদ-লালের বৃত্ত ভেঙে অন্যান্য রঙের দিকেও নজর দিয়েছেন নকশাকারেরা। ক্রেতারাও এই রংবদল সাগ্রহে গ্রহণ করেছেন। অনলাইন ফ্যাশন হাউস ঈহার স্বত্বাধিকারী মৌরি নাজনীন জানান, ‘এই সময়টা চারদিকে এত রং, পোশাকের ক্যানভাসে সেটাকে তুলে ধরতে চেষ্টা করি আমরা। রং আসে প্রকৃতি থেকে, মোটিফটাও তা-ই। বাংলাদেশের প্রকৃতি ও ঐতিহ্য এত সমৃদ্ধ যে প্রতিটা ঋতুতেই আলাদা আলাদা মোটিফে কাজ করার সুযোগ থাকে। সাদা শাড়ির জমিনের ওপর বিভিন্ন রঙের ব্যবহার করা হয়েছে। কচি সবুজ, কমলা, হলুদ, ম্যাজেন্টা, লাল রং এগিয়ে আছে। পিছিয়ে নেই নীল, বেগুনি, বাঙ্গি, গোলাপি রং। তবে নতুন নতুন রঙের দেখা মিললেও ফাল্গুনে হলুদের আবেদন কিন্তু কমেনি। অনেক ফ্যাশন হাউস হলুদ জমিন শাড়ির ওপর ছোট ছোট সাদা ফুলের কাজ করেছে। সাদা কাপড়ের ওপর হলুদ রঙের ফুলও বসন্তের বার্তা দিচ্ছে। অনেকগুলো রং দিয়ে শাড়িতে স্ট্রাইপের নকশাও করা হয়েছে।

সবুজ রংগুলো গাছের পাতা চুঁইয়ে পড়ে যেন শাড়ি রাঙিয়ে দিচ্ছে। শাড়ি: মাতৃক ও বি জে এন এস, ব্লাউজ: বাঙাল
ছবি: কবির হোসেন

রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথা শাড়িতে তুলে ধরেছেন ‘ন হন্যতে’র স্বত্বাধিকারী এবং ডিজাইনার নাঈমা আক্তার। স্ক্রিনপ্রিন্টের পাশাপাশি ব্লকেও সুতি, হাফসিল্ক, মসলিন শাড়ির ওপর ‘ফুলে ফুলে ঢলে ঢলে, বহে কিবা মৃদু বায়’ কথাটি ফুলের মাঝে নানা রং দিয়ে লেখা হয়েছে।

রংধনুর রঙে সাজানো শাড়ি। শাড়ি: হৈম, ব্লাউজ: বাঙাল
ছবি: কবির হোসেন

শাড়িতে পাড় একটি বিশেষ দিক। অনলাইন ফ্যাশন হাউস হরীতকীর ফাল্গুন সংগ্রহে, রানি গোলাপি রঙের শাড়িতে রিকশাচিত্র আঁকা পাড়, হলুদ রঙের শাড়ির পাড়ে কুলা ও পটচিত্র এবং আলপনা নজর কাড়বে। ফ্যাশন হাউসটির স্বত্বাধিকারী ও ডিজাইনার অনিক কুণ্ডু ও বলরাম পাল জানান, ‘ফাল্গুনের শাড়ি ডিজাইন করতে মাথায় রাখতে হয়েছে রং, ফুল ও দেশীয় মোটিফ। সাধারণ ফুল প্রিন্ট না করে ফুলের আঁকা ছবি থেকে মোটিফ তৈরি করা হয়েছে। এরপর প্রিন্ট করে আলাদা কম্পোজিশন তৈরি করা হয়েছে।’

ভূমিসুতার শাড়ির সাদা জমিনে হলুদ, কমলা, গোলাপির টাই-ডাই নজর কাড়ে। অন্যদিকে ন হন্যতের শাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ফুটিয়ে তোলা হয়েছে।
ব্লাউজ: সুতলি ও বাঙাল

টাই-ডাইয়ের মাধ্যমেও ভিন্নতা আনা হয়েছে। নজর কেড়েছে বাটিকের কাজ। করা হয়েছে আলপনা। কিছু শাড়ির আঁচলে টার্সেলের ব্যবহার রয়েছে, শাড়িকে যা উৎসব উপযোগী করে তুলেছে। চাইলে লেসের পাড় দেওয়া অরগাঞ্জা শাড়িও বেছে নিতে পারেন। বাইরের দেশের নকশা থেকেও অনুপ্রাণিত হয়েছেন ডিজাইনাররা। কলম কারির ধাঁচ অনুসরণ করে মাতৃকের স্বত্বাধিকারী এবং ডিজাইনার সুমাইয়া ওয়ালিদ ব্লকে পুরো শাড়িতে ফুল আর লতাপাতার নকশা ফুটিয়ে তুলেছেন। ২৫টা রঙে বসন্তের শাড়িটি বানানো হচ্ছে। হ্যান্ড পেইন্ট, অ্যাপ্লিক, টাই-ডাই, স্ক্রিনপ্রিন্ট, ডিজিটাল প্রিন্ট ও এমব্রয়ডারির ব্যবহারও আছে।

মোটিফ ও নকশায় নতুনত্ব

শাড়িতে পুরোনো আর নতুনের মিশেল চোখে পরবে এ বছর। বাঙালি ঐতিহ্য, প্রকৃতি আর চলমান ধারা—তিনই যেন একসঙ্গে থাকে, শাড়িগুলোতে সেভাবেই নকশা করা হয়েছে। অলংকরণে দেশি মোটিফ যেমন রঙিন ফুল, লতাপাতা বিশেষ স্থান পেয়েছে। এ ছাড়া অনলাইন ফ্যাশন হাউস বিজেন্সের ফাল্গুন শাড়িতে দেখা গেছে বাঁশের বেড়ার বুননের ছাপ, শীতলপাটি, গাজীর পটের নকশা, হাওয়াই মিঠাই, জামদানি মোটিফ, কলকি মোটিফ, ছোট ফুল বা পাতাসদৃশ নকশা।

হাফসিল্কের শাড়িটির জমিনে ডিজিটাল প্রিন্টের নকশা।
শাড়ি: ঈহা, ব্লাউজ: বাঙাল

কোনো শাড়িতে সাদা জমিনের ওপর ব্লক ছাপে ফুটে উঠেছে হলুদ-কমলা গাঁদা ফুল, কোনো শাড়িতে গাঢ় সবুজ কলকি নকশা। আবার কোনো কোনো শাড়িতে ফুলের ছাপ শুধু জমিনে ফুটিয়ে তোলা হয়েছে। কোনো শাড়িতে শুধু পাড়জুড়ে ফুলের নকশা প্রাধান্য পেয়েছে। স্ট্রাইপ নকশার শাড়ি এখন চলতি ধারায় বেশ জনপ্রিয়। চাইলে এই ফাল্গুনে এটাও বেছে নেওয়া যায়।

শাড়ির উপকরণ আর রং মিলিয়ে সাজ

উজ্জ্বল ম্যাজেন্টা রঙের শাড়িতে রিকশাচিত্র
মডেল: হায়াত, শাড়ি: হরীতকী, ব্লাউজ: সুতলি

প্রকৃতি এবং আবহাওয়া বিবেচনা করেই ডিজাইনাররা শাড়ির উপকরণ বাছাই করেছেন। বসন্তের প্রথম দিনটিতে হালকা গরম থাকবে। তাই সুতি তাঁতের শাড়ির প্রাধান্য দেখা যাচ্ছে বেশি। এ ছাড়াও হাফসিল্ক, কোটা, মসলিন কাপড়ের শাড়িও আছে। হালকা সাজ বেছে নিন। চুলে ফুলের ব্যবহার একদমই বেশি বেশি লাগবে না এই দিন।