‘লুডোর বোর্ড’ গায়ে চাপিয়ে ছক্কা মারলেন কীর্তি সুরেশ
তামিল, তেলেগু, মালয়ালমের আঙিনা পেরিয়ে বলিউডেও নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছেন কীর্তি সুরেশ। অভিনয়–প্রতিভায় দর্শকের মনে যেমন জায়গা করে নিয়েছেন, তেমনি তাঁর সাজপোশাকও মুগ্ধ করছে ফ্যাশন অনুরাগীদের। অ্যামাজন প্রাইমে তাঁর তেলেগু সিনেমা ‘উপ্পু কাপ্পুরামবু’ মুক্তি পেয়েছে চলতি জুলাই মাসেই। তাই এখন তিনি ব্যস্ত সেই সিনেমার প্রচারে। এরই অংশ হিসেবে আজ বুধবার ৩০ জুলাই ফেসবুকে দিলেন নিজের নতুন কিছু ছবি। আর এসব ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পোশাকটির নকশা একেবারেই অন্য রকম। দেখে মনে হচ্ছে, লুডো বোর্ডই গায়ে চাপিয়েছেন যেন!
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭