কানইয়ের ওপর বিরক্তি ঝাড়লেন একজন, পোষা প্রাণীর সঙ্গেও কেউ এমন করে না

রেকর্ডিং একাডেমির ইউটিউব চ্যানেল থেকে গত ১৪ ঘণ্টায় গ্র্যামির লালগালিচায় কানইয়ে ওয়েস্ট ও বিয়াঙ্কা সেনসরির ভিডিওটির ভিউ ১৯ লাখ। কানইয়ে যা চেয়েছিলেন, সেটাই ঘটেছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৭তম আসরে অন্য সব আলোচনা ছাপিয়ে তুঙ্গে আছে বিয়াঙ্কার ওভারকোট খুলে স্বচ্ছ পোশাকে আবির্ভুত হওয়া। তবে তার ঠিক আগে কানইয়ে কী বলেছিলেন?

বিয়াঙ্কাকে নার্ভাস দেখাচ্ছিল
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ঠোঁটের ভাষা পড়ার প্রতিষ্ঠান ‘লিপরিডার’-এর প্রধান বিশ্লেষক নিকোলা হিকলিং জানিয়েছেন পশমের ওভারকোটটা খোলার আগে ৪৭ বছর বয়সী কানইয়ে কী বলেছিলেন। সে সময় বিয়াঙ্কাকে নার্ভাস দেখাচ্ছিল। সেটা ঢাকতে সামান্য হাসতেও দেখা যায় তাঁকে। এরপরই ৩০ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান মডেল সেটাই করলেন, যা উপস্থিত কেউ কল্পনাও করেননি। ডেইলি মেইলকে নিকোলা হেকলিং জানান, কানইয়ে সে সময় বিয়াঙ্কাকে বলেছিলেন, ‘এখন তুমি একটা “সিন ক্রিয়েট” করতে চলেছ।’ এর উত্তরে বিয়াঙ্কা মাথা নাড়েন। এরপর কানইয়ে বলেন, ‘সিন ক্রিয়েট করো। আমি বলছি, চারদিকে হইচই পড়ে যাবে!’

ধারণা করা হচ্ছে, কানইয়ের বুদ্ধিতে ৩০ বছর বয়সী অস্ট্রেলিয়ান মডেল বিয়াঙ্কা যা করলেন, উপস্থিত কেউ কল্পনাও করেননি
ছবি: ইনস্টাগ্রাম থেকে

আদতে জনপ্রিয়তায় ভাটা পড়েছে বলেই আলোচনায় আসতে এসব উদ্ভট কর্মকাণ্ড করছেন কানইয়ে। এর আগে ৫ জানুয়ারি বিয়াঙ্কা সেনসরির ৩০তম জন্মদিনে তাঁর একটা নগ্ন ভিডিও প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানান। যেখানে দেখা যায়, বিয়াঙ্কা বাথটাবে হাঁটু মুড়ে বসে আছেন। অনেকেই বলেছেন, সে মুহূর্তে বিয়াঙ্কা সম্ভবত নেশাগ্রস্ত ছিলেন। এর আগে বিয়াঙ্কার মায়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করার ইচ্ছা প্রকাশ করে আলোচনায় এসেছিলেন কানইয়ে। প্রতিবার এমন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তীব্র সমালোচনার মুখে পড়ছেন তিনি।

আদতে জনপ্রিয়তায় ভাটা পড়েছে বলেই আলোচনায় আসতে এসব উদ্ভট কর্মকাণ্ড করছেন কানইয়ে
ছবি: ইনস্টাগ্রাম থেকে

গ্র্যামির লালগালিচার এ ভিডিওর নিচে সবচেয়ে জনপ্রিয় মন্তব্যগুলোর কয়েকটি তুলে ধরা হলো। একজন লিখেছেন, ‘কানইয়ে, আপনারও কন্যাসন্তান আছে। আপনি নিশ্চয়ই তাদের শরীরের বিনিময়ে নিজের জনপ্রিয়তা অক্ষুণ্ন রাখতে চান না। আপনার মেয়েরা আপনাকে নিয়ে লজ্জিত। বিয়াঙ্কা খুব সুন্দর, তিনি আপনার চেয়ে অনেক ভালো কাউকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার যোগ্য।’

আরেকজন লিখেছেন, ‘পাবলিসিটি স্টান্টের জন্য আপনি যতটা নিচে নেমেছেন, এর চেয়ে নিচে নামা বোধ হয় আর সম্ভব নয়।’

দ্য ক্রিসেন্ট সেলনের আইডি থেকে বিয়াঙ্কার উদ্দেশে লেখা হয়েছে, ‘আপনি কেবল শরীর নন। কেউ আপনাকে কেবল শরীর হিসেবে ব্যবহার করতে চাইলে তা অত্যন্ত অবমাননাকর। আপনি এই মানুষরূপী বিভৎস ইতরশ্রেণির প্রাণীটাকে ছুড়ে ফেলুন। নিজের পেশাজীবনে মনোযোগ দিন।’

গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৭তম আসরে অন্য সব আলোচনা ছাপিয়ে তুঙ্গে আছে বিয়াঙ্কার ওভারকোট খুলে স্বচ্ছ পোশাকে আবির্ভুত হওয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে

আরেকজন লিখেছেন, ‘মেয়েটাকে (বিয়াঙ্কাকে) বিমর্ষ, ভীত আর দ্বিধান্বিত দেখাচ্ছে। আলোকচিত্রীরা তাঁকে এভাবে দেখে হাসছে। কেউ তার স্ত্রীকে জনসমক্ষে এত অবমাননাকর পরিস্থিতিতে ফেলতে পারে? কানইয়ে বিয়াঙ্কাকে তার খেলনা হিসেবে ব্যবহার করে। স্ত্রী তো দূরে থাক, কোনো মানুষ বা কোনো পোষা প্রাণীর সঙ্গেও কেউ এমন করে না!’

আরেকটি মন্তব্য এ রকম, ‘একজন নারী হিসেবে নিতে পারছি না। বিয়াঙ্কা যদি আত্মবিশ্বাসী থাকত, হাসত, স্বাভাবিকভাবে পোজ দিত, তাহলে হয়তো আমার এত খারাপ লাগত না। এটা নিশ্চিত, সে নিজের ইচ্ছায় এ রকম করেনি।’

সূত্র: ডেইলি মেইল ও রেকর্ডিং একাডেমির ইউটিউব চ্যানেল

আরও পড়ুন