তিশা–ফারুকী যেমন পোশাক পরতে ভালোবাসেন

মোস্তফা সরয়ার ফারুকীর কোটির প্রতি বিশেষ দুর্বলতা আছে, নুসরাত ইমরোজ তিশা ভালোবাসেন শাড়ি। পোশাক: ওটু ও ড্রেসিডেল, সাজ: অরা বিউটি লাউঞ্জ, গয়না : গ্লুড টুগেদার, স্থান কৃতজ্ঞতা: প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁও
ছবি : কবির হোসেন

দেশ–বিদেশে যেখানেই তাঁরা যান না কেন, পোশাক–আশাকে সব সময়ই থাকে স্নিগ্ধ ছিমছাম একটা ভাব। জবরজং পোশাক এড়িয়ে বরং রুচিশীল পোশাকের দিকেই তাঁদের নজর থাকে বেশি। যদিও খুব একটা মিলিয়ে পরা হয় না, তারপরও দুজনেরই পছন্দের রং সাদা–কালো। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা আর পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী জানান, যে পোশাকে আরাম পান, সেই পোশাকেই তাঁরা স্বাচ্ছন্দ্য। হতে পারে সেটা বড় কোনো ব্র্যান্ডের পোশাক, আবার হতে পারে সেটা সাধারণ কোনো জায়গা থেকে কেনা।

পোশাকের মতো তিশার সাজেও খুব একটা বাহুল্য থাকে না। ফারুকী ভালোবাসেন ক্যাজুয়াল থাকতে।
ছবি : কবির হোসেন

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘নকশা’র আয়োজনে প্রচ্ছদের ছবি তুললেন তিশা-ফারুকী দম্পতি। শুটের সময় পোশাক নিয়ে বেশ খুনসুটিতে মেতেছিলেন এই জুটি। কোন শার্টের সঙ্গে কোন প্যান্ট বা জুতা পরবেন, তা নিয়ে হোটেলের রুমে ফারুকীকে বারবার নির্দেশনা দিচ্ছিলেন তিশা। ফারুকীও কম যান না। নিজের পছন্দের ব্যাপারে তিনি বেশ অনড়। দুজনের এমন মজার মজার খুনসুটির মধ্যেই ‘নকশা’র জন্য ছবি তোলা হলো সেদিন।

তিশা-ফারুকী দুজনেরই পছন্দের রং কালো।
ছবি : কবির হোসেন

আগেই বলেছি, তিশা-ফারুকী দুজনেরই পছন্দের রং কালো। এই রঙের পোশাক দিয়েই শুরু হলো ছবি তোলা। কালো মসলিনের সালোয়ার–কামিজের সঙ্গে নো মেকআপ লুকে অভিনেত্রী তিশাকে দেখাচ্ছিল আরও সতেজ, আরও স্নিগ্ধ। এই শুটে ফারুকী পরলেন কালো শার্ট। ওপরে জড়িয়ে নিলেন নীল রঙের ফুলেল মোটিফ কোটি। কথায় কথায় জানা গেল, কোটির প্রতি তাঁর বিশেষ দুর্বলতা আছে।

আরামদায়ক পোশাকে স্বাচ্ছন্দ্য খুঁজে পান এই জুটি।
ছবি : কবির হোসেন

‘আসলে পোশাক নির্বাচনের ক্ষেত্রে কোথায় যাচ্ছি, ফ্যামিলি প্রোগ্রাম না প্রফেশনাল প্রোগ্রাম—এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা পোশাক নির্বাচন করে থাকি,’ বলছিলেন তিশা। সাধারণত পারিবারিক অনুষ্ঠানগুলোয় তিশা শাড়ি পরতেই ভালোবাসেন, কখনো কখনো অনুষ্ঠানের মুডের ওপর নির্ভর করে সালোয়ার–কামিজ। যদিও পাশ্চাত্য পোশাকে খুব একটা স্বাচ্ছন্দ্য খুঁজে পান না, তারপরও কখনো কখনো প্রফেশনাল অনুষ্ঠানগুলোয় এ ধরনের পোশাকও বেছে নেন। পোশাকের মতো সাজেও তিশার খুব একটা বাহুল্য থাকে না। চোখে মাসকারা আর ঠোঁটে লিপস্টিক—ব্যস, এই দুটো প্রসাধনীতেই পূর্ণতা পায় তাঁর সাজ। কানে বড় দুল পরতে ভালোবাসেন তিশা। তাই পোশাকের সঙ্গে মিলিয়ে কানে পরেন সোনা, রুপা অথবা তামার দুল।

চরকির ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ দিয়ে পর্দায় প্রথমবারের মতো জুটি বাঁধলেন তিশা-ফারুকী দম্পতি
ছবি : কবির হোসেন

ওদিকে পাঞ্জাবি, শার্ট—সবকিছুর সঙ্গেই কোটি পরতে ভালোবাসেন মোস্তফা সরয়ার ফারুকী। পছন্দের ব্র্যান্ড ওটু, তানজীম। পাঞ্জাবি বা শার্ট, যা–ই পরেন না কেন, সঙ্গে ক্যাজুয়াল প্যান্ট পরতে ভালোবাসেন। মোদ্দাকথা, ক্যাজুয়াল থাকতেই ভালোবাসেন সব সময়। যেমন শুটের সময় পায়ে থাকা স্যান্ডেল পরেই ছবি তুলতে নেমে যেতে চাচ্ছিলেন ফারুকী। জুতা পরিবর্তনের কথা বলতেই জানালেন, ‘আসলে আমি যাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, সেটাই তো আমার ফ্যাশন হওয়া উচিত।’ অবশেষে বেছে নিলেন সাদা কেডস। নিজের ফিটনেসের ব্যাপারে ফারুকী যদিও খুব একটা সচেতন নন, তারপরও বেশ মজা করেই বলছিলেন, ‘তিশার সঙ্গে প্রেম করার পর আমার খাওয়ার অভ্যাসে বেশ পরিবর্তন এসেছে। এর আগপর্যন্ত আমার ফুড হ্যাবিট খুব খারাপ ছিল। তিশা আমাকে নিয়ম করে শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে দেয়।’ আরও জানান, শরীরচর্চা তেমন নিয়ম মেনে না করলেও ঘরের এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত ৩০ মিনিট ধরে দৌড়ান তিনি।

চোখে মাসকারা আর ঠোঁটে লিপস্টিক—ব্যস, এই দুটো প্রসাধনীতেই পূর্ণতা পায় তিশার সাজ
ছবি : কবির হোসেন

ইদানীং এই দম্পতির ব্যস্ততার বেশির ভাগজুড়েই থাকে তাঁদের মেয়ে ইলহাম। মেয়ের সঙ্গে সময়ের সামঞ্জস্য করে কাজ করছেন তাঁরা। চরকির ওয়েব ফিল্ম সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি দিয়ে পর্দায় প্রথমবারের মতো জুটি বাঁধলেন তিশা-ফারুকী দম্পতি। পর্দায় ফারুকীর প্রথম অভিনয়। এ জন্য নিজের লুকেও বেশ পরিবর্তন এনেছেন তিনি। পাশাপাশি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা মা হওয়ার
পর এই ফিল্মের মধ্য দিয়ে পুনরায় কাজে ফিরলেন। ‘নকশা’র পক্ষ থেকে এই জুটির জন্য থাকল শুভকামনা।