ইনস্টাগ্রামে তারকাদের ফ্যাশন–মুহূর্ত

নানা কিছু নিয়ে সরগরম থাকে সামাজিক যোগাযোগমাধ্যম। তারকাদের সঙ্গে ভক্তদের যোগাযোগের অন্যতম সেরা মাধ্যম এটি। ফ্যাশন, সম্পর্ক, তারকাদের হালনাগাদ তথ্য—এসব ইনস্টাগ্রাম স্ক্রলে সবার আগে জানা যায়। আপনারাও ছবিতে দেখে নিন সে রকম কিছু।
১ / ১২
স্বামী সনি পোদ্দারকে নিয়ে চট্টগ্রামে উড়াল দিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সেখানে রেডিসন ব্লু হোটেল থেকে প্রকাশ করেছেন এই ছবি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১২
ছবি দুটোর ক্যাপশনে মিম লিখেছেন, ‘জীবন’। এরপর এঁকে দিয়েছেন একটি ভালোবাসার চিহ্ন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১২
আবারও কাশ্মীরে বাংলাদেশী অভিনেত্রী তানজিন তিশা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১২
প্যারিস ফ্যাশন উইক ২০২২–এ গ্রেস মুনের পোশাকে বাংলাদেশের মডেল আজিম–উদ্ দৌলা। সম্প্রতি প্রকাশ করেছেন রানওয়ের এই ছবি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১২
রোহিত গান্ধী ও রাহুল খান্না ডিজাইনার জুটির স্বচ্ছ সিল্ক ও মখমলের এই কো–অর্ড শার্টটি নিয়ে ফ্যাশন দুনিয়ায় আলোচনার সৃষ্টি করেছেন ঈশান খাট্টার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১২
অমিত আগরওয়ালের মেটালিক গাউনে বাঙালি অভিনেত্রী শাহানা গোস্বামী। রুবাইয়াত হোসেন পরিচালিত বাংলাদেশি সিনেমা ‘আন্ডার কনস্ট্রাকশন’ ও ‘শিমু: মেড ইন বাংলাদেশ’ সিনেমাতে অভিনয় করেছেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১২
বাংলাদেশি অভিনেত্রী সোহানা সাবার হাতের বটুয়াটি নব্বইয়ের দশকের বাংলা সিনেমার পোস্টার থেকে অনুপ্রাণিত
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১২
বলিউড তারকা মাধুরী দীক্ষিত দেখা দিয়েছেন সোনালি প্যান্ট–টপে। ক্যাপশনে লিখেছেন মার্কিন পোশাকের ব্র্যান্ড অ্যান ক্লাইনের স্লোগান, ‘পোশাক বিশ্ব বদলাতে পারে না। তবে নারীরা সেটি পরে বিশ্ব বদলের কাজটি করেন।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১২
হাউস অব জেনের অফ–শোল্ডার মিনি টপে বলিউড তারকা রাভিনা ট্যান্ডন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১২
মেয়ে মাসাবা গুপ্তার ডিজাইন করা শাড়িতে মা, বলিউড তারকা নীনা গুপ্তা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১২
বলিউড তারকা কালকির পরনের এনিম্যাল প্রিন্টের স্লিভলেস ব্লাউজ আর সিকুইনের কালো শাড়ি। নকশা করেছেন নামকরা বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১২
বলিউড তারকা ভূমি পেড়নেকারের এই কাটআউট স্লিট গাউনটি মার্কিন ফ্যাশন ব্র্যান্ড টনি ওয়ার্ড কুটর থেকে নেওয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে