একটি বড় মালায় বদলে যাবে সাজ

এখন নতুন করে এসেছে এই বড় মালা বা হার পরার চল। মডেল : শবনম ফারিয়া
ছবি : নকশা

ফেসবুকে ডিজাইনার ঊর্মিলা শুক্লার একটি ছবিতে সম্প্রতি কমেন্টের বন্যা বয়ে গেছে। বিয়ের একটি নিমন্ত্রণে অফহোয়াইট শাড়ি পরে গিয়েছিলেন তিনি। গলাজুড়ে ছিল বিডসের মালা। ছিমছাম পোশাকের সঙ্গে এই মালা সবারই নজর কেড়েছিল। আর এই অলংকারটির জন্যই প্রশংসার বন্যা।

বন্ধুদের সঙ্গে আড্ডায়, পার্টিতে বা ক্যাম্পাসে আজকাল বড় মালা ফ্যাশন ট্রেন্ড হয়ে উঠেছে। মালা যদিও বেশ পুরোনো অলংকার। তবে এখন নতুন করে এসেছে এই বড় মালা বা হার পরার চল। মালায় এখন নানা ধরনের উপকরণের ব্যবহার হচ্ছে। এই যেমন ফুল, পুঁতি, সুতা, কাঠ, শঙ্খ, ধাতু কিংবা পিতল দিয়ে এখন তৈরি হচ্ছে মালা।

ছিমছাম পোশাকের সঙ্গে ডিজাইনার ঊর্মিলা শুক্লার এই মালা সবারই নজর কেড়েছিল
ছবি : সংগৃহীত

কোথায় যাচ্ছেন, তার ওপর নির্ভর করবে এই মালার ধরন। গয়নার অনলাইন শপ ‘ঋ’-র স্বত্বাধিকারী ও ডিজাইনার মাধুরী সঞ্চিতা বলছিলেন, যেকোনো পোশাকের সঙ্গেই ফ্যাশন সচেতনরা বেছে নিচ্ছেন বড় মালা। শাড়ির সঙ্গে তো বটেই, যাঁরা স্কার্ট কিংবা প্যান্ট টপ পরছেন, তাঁরাও এই ধরনের মালা বেছে নিচ্ছেন। একরঙা শাড়ির সঙ্গে এই ধরনের মালা বেশি ভালো লাগে। এতে মালাটা আরও বেশি করে চোখে পড়ে।

মেটালের গয়না পরলেই সাজে আসবে অভিজাত আমেজ। মডেল : প্রিয়াম
ছবি : নকশা

‘গ্লুড টুগেদার’-এর প্রতিষ্ঠাতা মেহনাজ আহমেদ জানালেন, হালকা নকশার যেকোনো পোশাকের সঙ্গে মানিয়ে যাবে জমকালো নকশার নেকলেস বা হার। কানে দুল পরতে না চাইলেও সমস্যা নেই। অক্সিডাইজ অথবা অ্যান্টিক মেটালের গয়না পরলেই সাজে আসবে অভিজাত আমেজ। মেহনাজ আহমেদ আরও জানান, তাঁদের নেকলেসগুলো এমনভাবে তৈরি যেন সব পোশাকের সঙ্গেই মানিয়ে যায়।

বড় হার বা মালা পরার ক্ষেত্রে সাজ পোশাক হতে হবে মানানসই। পোশাক বা সাজ খুব জমকালো না হলেই ভালো লাগবে। আবার পোশাকের সঙ্গে মালার রং খুব ম্যাচিং না হয়ে বিপরীত রঙের হলেই বেশি আকর্ষণীয় হবে।

বড় মালা পরার জন্য বড় গোল গলার পোশাক বেছে নিতে হবে। মডেল : সুনিধি
ছবি : নকশা

শাড়ি হোক বা টপ বড় মালা পরার সময় নেকলাইনটা খেয়াল করা জরুরি। এতে মালার সৌন্দর্য ফুটে উঠতে সাহায্য করবে। বড় নেকলেস বা মালা পরার উপযুক্ত নেকলাইন হলো বোট নেক, হাই নেক বা বড় গোল গলা। এতে সুন্দরভাবে আপনার গলার সঙ্গে মালাটা বসে থাকবে।