বিটিএস সদস্য জিন এখন সামরিক বাহিনীতে

বিখ্যাত কোরিয়ান পপ ব্যান্ড বিটিএসের সবচেয়ে বয়স্ক সদস্য এবং ব্যান্ডটির গায়ক কিম সকজিন দেশটির সামরিক বাহিনীতে প্রশিক্ষণের জন্য যোগ দিয়েছেন। বিটিএস দল থেকে এই প্রথম কোনো সদস্য যোগ দিলেন সামরিক বাহিনীতে। এ জন্য মাথার চুলগুলোও সব ছেঁটে ফেলতে হয়েছে ক্রু কাটে।

জিনের পুরোনো হেয়ার স্টাইল আর নেই!
ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহের মঙ্গলবার তালিকাভুক্ত হওয়ার আগে ৩০ বছর বয়সী এই তারকা চুল কেটে নিজের একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজের নতুন লুক সম্পর্কে বলেছেন, ‘আমার প্রত্যাশার চেয়ে সুন্দর দেখাচ্ছে।’ যেহেতু দক্ষিণ কোরিয়া এখনো প্রতিবেশী উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে রয়েছে, তাই প্রত্যেক সুস্থ–সবল দেহের পুরুষকে সেনাবাহিনীতে কাজ করতে হয়।

আপাতত স্টাইলকে বলেছেন বিদায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে

জিন উত্তর কোরিয়ার সীমান্তের কাছে একটি বুটক্যাম্পে পাঁচ সপ্তাহের প্রশিক্ষণ শুরু করেছেন। এরপর তাঁকে সম্মুখযুদ্ধের একটি ইউনিটে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। এ খবর তাঁর লাখো ভক্তকে চিন্তায় ফেলে দিয়েছে। অনলাইনে এরই মধ্যে হাজারো ভক্ত জিনকে বার্তা পাঠিয়েছেন। জিনের অনুপস্থিতি তাঁরা কতটা অনুভব করবেন, বার্তায় তা-ই উঠে এসেছে।

উত্তর কোরিয়ার সীমান্তের কাছে একটি বুটক্যাম্পে পাঁচ সপ্তাহের প্রশিক্ষণ শুরু করেছেন জিন
ছবি: ইনস্টাগ্রাম থেকে

যে বুটক্যাম্পে জিনের নাম নথিভুক্ত করা হয়েছে, সেখানে ৩০ সদস্যের দল একটি ঘরেই মেঝেতে মাদুর পেতে ঘুমায়। যুদ্ধকালীন পরিস্থিতিতে অস্ত্র ও গোলাবারুদ কীভাবে পরিচালনা করতে হয়, তা শেখানো হয় এখানে।

বিটিএস সদস্য কিম সকজিন
ছবি: ইনস্টাগ্রাম থেকে

কিন্তু বিটিএসের জিনকে প্রশিক্ষণের সময় অন্যান্য অনেক কিছুর পাশাপাশি ঠান্ডার সঙ্গেও লড়াই করতে হবে। মালিয়াহ লিয়া নামের এক ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় তারকাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘দয়া করে নিজের যত্ন নেবেন। পর্যাপ্ত গরম কাপড় ও ওষুধ নিয়ে যাবেন। আমি আশা করি, আপনার সহকর্মীরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে। আমরা আপনার প্রত্যাবর্তনের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করব।’

সূত্র: বিবিসি

প্রশিক্ষণ শেষে জিনের ফিরে আসার জন্য অপেক্ষা করছে ভক্তরা
ছবি: ইনস্টাগ্রাম থেকে