ফিল্মফেয়ারের লালগালিচার সেরা ১০ পোশাক

৩০ আগস্ট রাতে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের এক ছাদের নিচে জড়ো হয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা। উপলক্ষ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। বলিউড তারকাদের অন্যতম বড় রাত। এ বছর অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রণবীর সিং ও অর্জুন কাপুর। একনজরে দেখে নেওয়া যাক, ফিল্মফেয়ার অনুষ্ঠানে কারা নিজেদের হাই ফ্যাশনের রুচি দিয়ে লালগালিচায় কেড়ে নিয়েছেন সব আলো।
১ / ৯
বিয়ের পর থেকেই একটু আড়ালে থাকতেই যেন স্বাচ্ছন্দ্যবোধ করছেন ক্যাটরিনা কাইফ। স্ট্রাপি ব্লাউজে তিনি পরেছিলেন নেটের স্বচ্ছ সবুজ–সোনালিরঙা চুমকি–পাথরের কাজ করা চকমকে শাড়ি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৯
কৃতি শ্যানন একটি চোখধাঁধানো লাল ভেলভেটের গাউনে সবার মনোযোগ কাড়েন। স্ট্র্যাপ দেওয়া গভীর নেকলাইনটি ঠিক ভি কাটের নয়। গাউনের সামনের হাই স্লিট একে আবেদনময় করেছে। লিয়া স্তাবলার ডিজাইন করা এই গাউনের সঙ্গে কৃতি পরেন দিওসা প্যারিস বাই দর্শন দেবের নেকপিস
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ৯
বলিউডে সদ্য এন্ট্রি ঘটেছে ‘পাঞ্জাবের ক্যাটরিনা’ শেহনাজ গিলের। মনীষ মালহোত্রার নকশায় সারা শরীরে চিকেনকারির কাজ করা স্ট্র্যাপি ব্লাউজের একটি সাদা শাড়িতে দেখা দেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ৯
মালাইকা অরোরা লালগালিচায় হাঁটবেন আর তাঁর ফ্যাশন নিয়ে আলোচনা হবে না, তা কি হয়। ফিল্মফেয়ারের লালগালিচা মাড়িয়েছেন আরেক ফ্যাশন আইকন অনিল কাপুরের সঙ্গে। তিনি পরেছিলেন গভীর নেকলাইনের হাতাওয়ালা একটা হলুদ পোশাক। অন্যরা যেখানে শিশিরভেজা–মেকআপ লুকে দেখা দিয়েছেন, সেখানে মালাইকা মেকআপের ক্ষেত্রে কৌশলী ছিলেন। তিনি সূক্ষ্ম নো মেকআপ লুকই বেছে নিয়েছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ৯
সেরা পোশাকের এই সংক্ষিপ্ত তালিকা থেকে রিয়া চক্রবর্তীকে বাদ দেওয়া যাবে না। বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আলোচনায় আসা বলিউডের এই বাঙালি অভিনেত্রী দেখা দিলেন চোখধাঁধানো গোল্ডেন বডি হাগিং ড্রেসে। সেটির সঙ্গী হয়েছিল বেশ কয়েকটি গোল্ডেন নেকপিস
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ৯
প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সর্বশেষ সিনেমার সহযাত্রী সানজানা সংঘী। তিনিও নাম তুলেছেন ‘বেস্ট ড্রেসড’–এর তালিকায়। তিনি পরেছিলেন ডিপ নেকলাইনের একটা রুপালি শিমারি স্বচ্ছ পোশাক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ৯
কিয়ারা আদভানির কমলারঙা গাউনটিও আপনার মন কেড়ে নিতে বাধ্য
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ৯
ম্রুণাল ঠাকুর দেখা দিয়েছেন লেডি বস লুকে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ৯
সানি লিওনের নেভি ব্লু গাউন থেকে চোখ ফেরানো দায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে

রাভিনা ট্যান্ডন যে শাড়ি পরেছেন, সেটা বুঝতে আপনার অনেকটা সময় লেগে যাবে। এবারে অনুষ্ঠিত ফিল্মফেয়ারে রাভিনার ‘কপিরাইট ফ্রি’ কোনো ছবি পাওয়া যায়নি। তাই ইনস্টাগ্রাম লিঙ্কটি জুড়ে দেওয়া হলো।