পূজায় ছোটদের কী পোশাক এল

সুতি বা লিনেন কাপড়ের পোশাকে আরাম পাবে শিশু। মডেল : অনির ও নীলাঞ্জনা, পোশাক : লা রিভ
ছবি : সাবিনা ইয়াসমিন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমবেশি প্রতিটি ফ্যাশন হাউসেই ছোটদের জন্য থাকছে নানা রঙিন পোশাকের আয়োজন।

আবহাওয়ার বিষয়টিকে প্রাধান্য দিয়ে শিশুর পূজার পোশাক নির্বাচন করা ভালো। পূজায় যেহেতু এখনো গরম থাকার আশঙ্কা আছে, তাই ঢিলেঢালা পোশাক বেছে নেওয়া হবে বুদ্ধিমানের কাজ। সুতি বা লিনেন কাপড়ের পোশাকে আরাম পাবে শিশু। জমকালো পোশাকগুলো রাতে ঘুরে বেড়ানোর জন্য তোলা থাক। দিনে বা রাতে যে সময়ই বের হোন না কেন, শিশুর জন্য ফুল হাতার পোশাক বেছে না নেওয়াই ভালো।

মেয়েশিশুদের জন্য থাকছে শর্ট টপের আয়োজন
ছবি : সাবিনা ইয়াসমিন

মেয়েশিশুদের পোশাক

ফ্যাশন হাউসগুলো ঘুরে দেখা গেল, মেয়েশিশুদের জন্য এবার ফ্রকের আয়োজন থাকছে বেশি। একছাটের ফ্রক চলছে বেশি। ফ্রকের নিচে দেখা গেল ফ্রিলের ব্যবহার। জামার হাতের প্যাটার্নে ফুটিয়ে তোলা হয়েছে উৎসবের আবহ। কোনো কোনো পোশাকের হাতায় থাকছে ফ্রিলের ব্যবহার আবার কোনো পোশাকে কাফতান ছাট।

সারা দিনের ঘোরাফেরায় শিশু যেন অস্থির হয়ে না পড়ে এবং পোশাকগুলোয় যাতে সহজেই বাতাস চলাচল করতে পারে, পোশাকের ছাট নির্বাচনের সময় এসব বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ছোটদের জন্য স্লিভলেস পোশাকও চলছে। এ ছাড়া নানা রকম শর্ট টপ-কুর্তার আয়োজন থাকছে।

ছোটদের পোশাকে এবার মোটিফ হিসেবে ফুলেল নকশাকে প্রাধান্য দেওয়া হয়েছে
ছবি : সাবিনা ইয়াসমিন

ফ্যাশন হাউস লা রিভের বিক্রেতারা জানান, ছোটদের পোশাকে এবার মোটিফ হিসেবে ফুলেল নকশাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ব্যবহার করা হয়েছে উজ্জ্বল রং। সুতির পাশাপাশি পোশাকে এবার লিনেন কাপড়ের ব্যবহার হয়েছে বেশি। এ ছাড়া শিশুদের জন্য থাকছে পার্টি ফ্রক, যেখানে সফট নেটের কাপড় ব্যবহার করা হয়েছে। ইয়েলো, সেইলরের মতো ফ্যাশন হাউসগুলোয় এ ধরনের পোশাক পাওয়া যাচ্ছে।

ক্লাব হাউসে দেখা গেল, ধুতি সালোয়ারের সঙ্গে মেয়েদের জন্য রয়েছে নানা রকম কামিজ আর কুর্তি। কামিজ আর কুর্তিতে থাকছে স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি, ব্লক, চুমকি, সুতা আর জরি লেসের কাজ।

খুঁত আর দেশাল তাঁদের নিজস্ব ধারার নকশায় তৈরি করেছে ছোটদের পোশাক। সুতার কাজ আর হ্যান্ডপেইন্টে পোশাকে ফুটিয়ে তোলা হয়েছে পূজার আবহ। গরমে সারা দিন ঘুরে বেড়ানোর জন্য এ ধরনের পোশাক বেশ আরাম দেবে।

প্রতিটি ফ্যাশন হাউসেই ছোটদের জন্য থাকছে নানা রঙিন পোশাকের আয়োজন
ছবি : সাবিনা ইয়াসমিন

ছেলেশিশুদের পোশাক

ছেলেশিশুদের পোশাকের আয়োজনে পাঞ্জাবি প্রাধান্য পাচ্ছে বেশি। সঙ্গে ফতুয়া। ছেলেশিশুদের পোশাকে প্রাধান্য পেয়েছে সুতি কাপড়। কিছু কিছু ফ্যাশন হাউস এনেছে উজ্জ্বল রঙের শার্ট। সঙ্গে থ্রি কোয়ার্টার প্যান্ট। ছেলেদের পোশাকে হলুদ, বেগুনি, সবুজের মতো রংকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। টি–শার্টে আছে মজার মজার নকশা। পাঞ্জাবিতে এমব্রয়ডারি ছাড়া থাকছে প্যাচওয়ার্কের কাজও। ছেলেদের প্রায় প্রতিটি ফ্যাশন হাউসে থাকছে কোটির আয়োজন। ব্লক ও বাটিকের কাজের পাশাপাশি কোটিতে থাকছে ভেজিটেবল ডাইয়ের ব্যবহার।