রুনা খান, পিয়া ও পূজাদের সাজ কেমন ছিল

৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো মেরিল–প্রথম আলো পুরস্কার–২০২২। এই অনুষ্ঠানে কেমন ছিল তারকাদের সাজপোশাক, এ নিয়ে নকশার বিশেষ আয়োজন।

সাদা পরি পূজা চেরি

সাদা গাউনে পূজা চেরি
ছবি: সাবিনা ইয়াসমিন

সাদা রঙের সিল্কের তৈরি এই গাউন নিকাহ বাই কিবরিয়া রাতুল ব্র্যান্ডের। পোশাকটির পেছনের লম্বা অংশটি বেশ খানিকটা জায়গা নিয়ে নিজের উপস্থিতির কথা জানাচ্ছিল। সেজেছেন জাহিদ খানের কাছে।

পূজার পোশাক অনুষ্ঠানে নজড় কেড়েছে
ছবি: খালেদ সরকার

পিয়ার পোশাক বানাতে লেগেছে ২০০ ঘন্টা

জমকালো জ্যাকেটে পিয়া
ছবি: কবির হোসেন

মডেল জান্নাতুল পিয়ার কালো কাপড়ের ওপর হাতে সেলাই করে বসানো হয়েছে রংবেরঙের ছোট-বড় প্রায় ১ হাজার ২০০ পাথর। রাত-দিন এক করে ২০০ ঘণ্টায় কোটটি তৈরি করেছে ব্র্যান্ড সোমালিসিয়াস। চুল ছিল টেনে খোঁপা বাঁধা। গলায়, কানে ও হাতে পরেছেন সবুজ হিরের গয়না। চুলের সাজ ও মেকআপ নিয়েছেন ল্যাভিশ বুটিক স্যালন থেকে।

নিচের অংশে কোনো কাজ ছিল না
ছবি: খালেদ সরকার

পিয়ার ওপরের অংশটি যতটা ভারী জমকালো ছিল, নিচের প্যান্টি ছিল ততটাই স্বচ্ছ এবং হালকা। নেটের তৈরি প্যান্টের ভেতরে হাঁটু অবধি টাইটস পরেছিলেন, ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে।

তিনজন একই ব্র্যান্ডে

রুনা খানের পোশাকে ছিল কালো চুমকির কাজ
ছবি: সাবিনা ইয়াসমিন

অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী, রুনা খান এবং মডেল মীম মানতাশার পোশাক তৈরি করা হয়েছে মেহের বাই সামিনা সারা থেকে। গোলাপি ড্রেসটি ঐশী যখন পছন্দ করে রেখেছিলেন, তখনো বার্বি নিয়ে এত হইচই শুরু হয়নি। গাউনে পকেট থাকায় আলাদা করে ব্যাগ নেননি ঐশী।

বার্বি লুকে ঐশী
ছবি: কবির হোসেন
মীম মানতাশার শুভ্র সাজ
ছবি: কবির হোসেন

অভিনেত্রী রুনা খান পরেছিলেন কালো রঙের গাউন। পুরো গাউনেই ছিল বিডসের কাজ। এ অনুষ্ঠানের জন্যই পোশাকটি তৈরি করেছেন। এক মাস ধরে তৈরি হয়েছে মীম মানতাশার গাউন। সাদা গাউনে ছিল কালো রঙের বেল্ট ফিতা। চুল ছিল উঁচু খোঁপা করে বাঁধা আর মুখে হালকা মেকআপে ছিলেন মীম মানতাশা।

স্কার্টে শিলা

শিলার স্কার্টে আধুনিক কাট
ছবি: কবির হোসেন

মেরিল-প্রথম আলোর জন্য বেশ রয়েসয়েই প্রস্তুতি নিয়েছেন মডেল ও অভিনেত্রী শিরিন আক্তার শিলা। অরগাঞ্জা কাপড়ের পোশাকে ছিল গোলাপি রঙের নানা ধাঁচ। হাতাছাড়া টপসের সঙ্গে ঘেরওয়ালা স্কার্ট। কানে পরেছেন প্রজাপতির পাখার মতো দুল। তাঁর পোশাক ও গয়নার নকশা করেছেন ফ্যাশন ডিজাইনার ফারদিন বায়েজিদ।

মুক্তার পোশাকে সাফা

মারমেইড গাউনে সাফা কবির
ছবি: কবির হোসেন

অভিনেত্রী সাফা কবির গলার গয়নাটি এনেছিলেন ব্যাংকক থেকে। এ অনুষ্ঠানের জন্য সেই গয়নার নকশা ধরেই গাউনটি তৈরি করে দিয়েছেন হেলিসিয়া বাই ফেস্টিভাইবের ডিজাইনার নাশরিন সুলতানা। মারমেইড কাটের এ গাউনের সঙ্গে চুল বেঁধেছিলেন উঁচু করে। জারা ব্র্যান্ডের জুতা আর ব্যাগ ছিল সঙ্গে।

খোলা চুলে দুজনে

দুজনের পোশাকেই ছিল পাথরের কাজ
ছবি: সাবিনা ইয়াসমিন

নেটের শাড়িতে মুক্তার পাড়, হাতাকাটা ব্লাউজ, কানে ঝুমকা আর হাতে সাদা রঙের পার্স। জনপ্রিয় সংগীতশিল্পী ও ইউটিউবার জেফার রহমানকে বেশ স্নিগ্ধ লাগছিল।

সংগীতশিল্পী শেহতাজ মুনিরা হাশেমের ধূসর রঙের লেহেঙ্গার পুরোটাতেই ছিল সাদা পুঁতির ঘন কারুকাজ, একরঙা ফুলহাতা অফ-শোল্ডার ব্লাউজ টপ, গলায় সাদা হিরের মালা। খোলা চুল এবং হালকা মেকআপে উপস্থিত হয়েছিলেন ।