দেখে নিন এবারের আর্কা ফ্যাশন উইকের রানওয়ের একঝলক

তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে গত ৫ থেকে ৭ ডিসেম্বর বসেছিল আর্কা ফ্যাশন উইকের শীতকালীন আয়োজন আর্কা ফ্যাশন উইক উইন্টার-২০২৫। তিন দিনের এই আয়োজনে ছিল ফ্যাশন শো, মার্কেটপ্লেস, মাস্টারক্লাস, ফুড জোনসহ আরও অনেক কিছু। প্রতিবারের মতো এবারও আর্কা ফ্যাশন উইকের ফ্যাশন শো ছিল দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে।

১ / ১০
আর্কা ফ্যাশন উইক উইন্টার–২০২৫–এর প্রথম দিন নিজেদের নকশা করা পোশাক প্রদর্শন করে স্লো ফ্যাশন ব্র্যান্ড রয়েল বেঙ্গল কতুর। ছেলেদের জ্যাকেটে দেখা গেছে ভিন্নধর্মী কালার ও নকশা।
ছবি: সুমন ইউসুফ
২ / ১০
নারীদের ফরমাল পোশাক নিয়ে কাজ করা ব্র্যান্ড পৌষীর ব্যাগী স্ট্রেইট কাট প্যান্ট, টপ ও ফার জ্যাকেটে মডেল।
ছবি: সুমন ইউসুফ
৩ / ১০
ফ্যাশন ব্র্যান্ড দানিয়ার সংগ্রহে ছিল বিভিন্ন ধরনের শীতপোশাক।
ছবি: সুমন ইউসুফ
আরও পড়ুন
৪ / ১০
‘কাঁঠাল’–এর এবারের পোশাকের সংগ্রহে প্রাধান্য ছিল কালো রঙের। কাঁঠালের প্যান্ট, টি-শার্ট ও জ্যাকেটে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা মার্কিন আবসার।
ছবি: সুমন ইউসুফ
৫ / ১০
এবারের থিম ছিল জামদানি। দ্বিতীয় দিনের ফ্যাশন শো শুরু হয় ‘স্টুডেন্ট রানওয়ে’ নামের নবাগত ফ্যাশন ডিজাইনারদের নকশা করা পোশাকের ফ্যাশন শোর মাধ্যমে।
ছবি: সুমন ইউসুফ
৬ / ১০
এতে অংশ নেন ২০ জন উদীয়মান ফ্যাশন ডিজাইনার। জামদানি দিয়ে তৈরি লো-ওয়েস্ট স্কার্ট, টপ ও হ্যাটে পশ্চিমা লুক।
ছবি: সুমন ইউসুফ
আরও পড়ুন
৭ / ১০
ব্যবহৃত ব্যানার দিয়ে পোশাক তৈরি করেছেন একজন নবাগত ডিজাইনার
ছবি: সুমন ইউসুফ
৮ / ১০
বল গাউনে নকশিকাঁথার কাজ দেখা গেছে ফ্যাশন ব্র্যান্ড সিজের সংগ্রহে।
ছবি: সুমন ইউসুফ
৯ / ১০
ফ্যাশন ব্র্যান্ড সেলউইনের পোশাক।
ছবি: সুমন ইউসুফ
১০ / ১০
রানাউ–এর লাল রঙের গাউন। মডেলের মুখ ঢাকা হয়েছে নেট দিয়ে।
ছবি: সুমন ইউসুফ
আরও পড়ুন