অস্কারের লালগালিচায় সবচেয়ে বাজে ৫ পোশাক

আরিয়ানা গ্রান্ডেছবি: রয়টার্স

বাংলাদেশ সময় ভোরেই বসেছিল চলচ্চিত্রের অন্যতম জমকালো আসর ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডস। এর পর থেকেই সেদিকেই এখন সারা বিশ্বের বিনোদনপ্রেমীদের চোখ। সেরা সিনেমা, অভিনয়শিল্পীর পাশাপাশি আরও নানা দিক নিয়ে চলছে আলোচনা।

ইতালিয়ান ব্র্যান্ড জামবাতিস্তা ভালির নকশা করা একটি বাবল ড্রেস পরে এসেছিলেন আরিয়ানা গ্রান্ডে
ছবি: রয়টার্স

এর মধ্যে রেড কার্পেটে তরুণ গায়িকা আরিয়ানার পোশাক নিয়ে চলছে সমালোচনা। নিজের চমৎকার কণ্ঠ দিয়ে কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিলেও ফ্যাশনে এবার ধরা খেয়ে গেছেন এই তারকা। অস্কার মঞ্চের সবচেয়ে খারাপ পোশাকের তকমা এরই মধ্যে জুটে গেছে আরিয়ানার কপালে। একাধিক ফ্যাশন ও লাইফস্টাইল সাইটের বিচারে এবার রেড কার্পেটে হাঁটা তারকাদের মধ্যে আরিয়ানার পোশাকটি সবচেয়ে ‘বাজে!’

ইয়াহু লাইফ রেড কার্পেটের একাধিক তারকার ছবি দিয়ে একটি লাইভ পোলের (অনলাইনে সরাসরি ভোট) আয়োজন করে। সেখানে শীর্ষ পাঁচ বাজে পোশাকের তালিকায় শীর্ষে আছেন আরিয়ানা গ্রান্ডে। অর্ধেকের বেশি ভোগ পেয়েছেন এই তারকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ হাজার ২৩৩টি ভোটের মধ্যে ৫১ শতাংশই পেয়েছেন গ্রান্ডে। তাঁর পোশাকটি দেখে শুরুতেই ফ্যাশনিস্তাদের মনে প্রশ্ন জাগবে, কী বুঝে এই পোশাকটি পরেছেন তিনি?

আরিয়ানার পোশাকটি দেখে মনে হবে বার্বির প্রেস ট্যুরের স্টাইল বুক ঘেঁটে এই নকশাটি বেছে নিয়েছেন তিনি
ছবি: রয়টার্স

ইতালিয়ান ব্র্যান্ড জামবাতিস্তা ভালির নকশা করা একটি বাবল ড্রেস পরে এসেছিলেন আরিয়ানা গ্রান্ডে। তাঁর পোশাকটি দেখে মনে হবে বার্বির প্রেস ট্যুরের স্টাইল বুক ঘেঁটে এই নকশাটি বেছে নিয়েছেন তিনি। সেটা পরে আরিয়ানা যখন রেড কার্পেটে হেঁটেছেন, তাঁকে খুঁজেই পাওয়াই কঠিন হয়ে পড়েছিল।

মেলিসা ম্যাককার্থি
ছবি: রয়টার্স
খারাপ পোশাকের আলোচনায় ২১ শতাংশ ভোট পেয়েছেন মেলিসা ম্যাককার্থি
ছবি: রয়টার্স

আরিয়ানার পাশাপাশি আরও যাঁদের পোশাক নিয়ে সমালোচনা চলছে, তার মধ্যে ২১ শতাংশ ভোটে দ্বিতীয় অবস্থানে আছেন মেলিসা ম্যাককার্থি, অস্কারের রেড কার্পেটে ক্রিস্টিন সিরিয়ানোর নকশা করা পোশাকে এসেছিলেন মেলিসা। খারাপ পোশাকের আলোচনায় ২১ শতাংশ ভোট পেয়েছেন মেলিসা ম্যাককার্থি।

বাজে পোশাকের দিক থেকে তিন নম্বরে আছেন সিনথিয়া এরিভো, বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড লুই ভুঁতোর লেদারের সবুজ গাউন পরেও তাঁর শেষ রক্ষা হয়নি
ছবি: রয়টার্স

বাজে পোশাকের দিক থেকে তিন নম্বরে আছেন সিনথিয়া এরিভো, বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড লুই ভুঁতোর লেদারের সবুজ গাউন পরেও তাঁর শেষ রক্ষা হয়নি। ১৩ শতাংশ ভোট পেয়েছেন সিনথিয়া।

ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টের পোশাকটি আছে চতুর্থ অবস্থানে
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টের পোশাকটি আছে এর পরের অবস্থানে। বাজে পোশাকের তালিকায় ১০ শতাংশ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে আছেন তিনি।
গত বছরের অন্যতম আলোচিত ছবি বার্বি। তাই সেই সিনেমার অভিনেত্রী হিসেবে মার্গো রবির ওপরে যে বিশেষ নজর থাকবে ফ্যাশনিস্তাদের, সেটা বলাই বাহুল্য।

সরাসরি ভোটের ৪ শতাংশ পেয়ে বাজে পোশাকের তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছে মার্গো রবি
ছবি: রয়টার্স

তবে রেড কার্পেটে আসার সঙ্গে সঙ্গে যেন সেই আশার গুড়ে বালি ঢেলে দিয়েছেন এই অভিনেত্রী। মার্গো রবির পোশাকটি মোটেও তাঁকে স্যুট করেনি। তাই সরাসরি ভোটের ৪ শতাংশ পেয়ে বাজে পোশাকের তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছে এই অভিনেত্রীর নাম।

সূত্র: ইয়াহু, উইম্যানসওয়্যার ডেইলি