পুতুলের পোশাকে ‘বারবি’র প্রচারণায় মারগো রবি

১৯৫৯ সালের ৯ মার্চ প্রথম বাজারে আসে বারবি। এরপর নানা চেহারায়, নানা পোশাকে যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি বাড়িতেই ঢুকে পড়ে এই পুতুল। প্রথম যে বারবিগুলো বাজারে ছাড়া হয়েছিল, সেখানে তার স্বর্ণকেশী আর শ্যামাঙ্গিনী উভয় রূপই ছিল। দেড় শর ওপর পেশাজীবী চরিত্রে এখনো জনপ্রিয় এই পুতুল। এ বছর সেই জনপ্রিয়তা যেন তুঙ্গে উঠেছে। কারণ, আগামী ২১ জুলাই মুক্তি পাচ্ছে ‘বারবি’। চলচ্চিত্রটি নিয়ে প্রায় সব বয়সীর মধ্যেই বেশ আগ্রহ দেখা যাচ্ছে। ছবির প্রচারণায় নানা দেশে দৌড়াচ্ছেন মূল চরিত্রে অভিনয়কারী মারগো রবি। একদিন যুক্তরাষ্ট্র, তো আরেক দিন অস্ট্রেলিয়া, পরের দিনই হয়তো মেক্সিকো। ৬৪ বছর ধরে বারবিকে যেসব পোশাকে সাজানো হয়েছে, সেসব থেকে অনুপ্রেরণা নিয়েই ভক্তদের সামনে নিজেকে তুলে ধরছেন মারগো রবি।

কালো পোশাকে মারগো

কালো পোশাকে মারগো
ছবি: বারবির ইন্সটাগ্রাম থেকে

স্ক্যাপারেলির কালো পোশাকটি সবার নজর কেড়েছে। বারবির ১৯৬০ সালের ‘সোলো ইন দ্য স্পটলাইট’ লুক থেকে অনুপ্রাণিত হয়ে লস অ্যাঞ্জেলেস প্রিমিয়ারে পোশাকটি পরেন মারগো রবি। পোশাকটির ঠিক নিচে লাল গোলাপটি বেশ নাটকীয়তা এনেছে। ওপরের অংশে জমাট চুমকির কাজ। কাঁধ নামানো পোশাকটির সঙ্গে পরেছিলেন অপেরা গ্লাভস, হাতে ছিল গোলাপি রুমাল। লরেইন শোয়ার্টজের হিরার চোকার, লাল লিপস্টিক এবং উঁচু করে বাঁধা ঝুঁটি দিয়ে শেষ করেছিলেন লালগালিচার সাজ।

১৯৯২ সালের বারবি লুকে

১৯৯২ সালের বারবিলুকে
ছবি: বারবির ইন্সটাগ্রাম থেকে

খোলা চুলে ১৯৯২ সালের বারবির সাজে মারগো রবি। এমিলিও পুচ্চির ছাপা নকশার পোশাকের সঙ্গে পরেছেন গোলাপি রঙের মানোলো ব্লাহনেক ব্র্যান্ডের হিল, শ্যানেলের ব্যাগ ও টাফিন গয়না।

মারগো গোলাপি গাউনে 

গোলাপি সাজে মারগো
ছবি:এএফপি

এনচান্টেড ইভিনিং নামে পরিচিত এই বার্বি লুকের ওপর ভিত্তি করে সাজটি নেওয়া হয়েছে। ১৯৬০ সালে প্রথম এই লুকে হাজির হয়েছিল বার্বি। ১৯৯৫ সালে এটি আবার বানানো হয় নতুন করে। মারগোর এই পোশাকটি বানিয়েছে গুচ্চি ব্র্যান্ড। হাতে গ্লাভস, গলায় মুক্তার চওড়া চোকার, কানে ছোট টপ এবং এলোমেলো খোঁপায় সম্পূর্ণ হয়েছে মারগোর সাজ।

ভ্যালেন্টিনোর পোশাকে 

বারবির গোলাপি রঙের গাড়ির সঙ্গে মারগো
ছবি: এল ইউকের ইন্সটাগ্রাম থেকে

লস অ্যাঞ্জেলেসে ছবি তোলার সময় ভ্যালেন্টিনো ব্র্যান্ডের পলকা ডট দেওয়া পোশাকটি পরেছিলেন মারগো রবি। পোশাকটির পাশাপাশি হলুদ হাত ব্যাগটিও মূল বারবি থেকে নেওয়া। পায়ে ছিল সাদা মানোলো ব্লাহনিক হিল ও গলায় মুক্তার মালা।

ভারসাচের ধাতব স্কার্টে

ভারসাচের পোশাকে মারগো
ছবি: বারবির ইন্সটাগ্রাম থেকে

সিডনিতে ‘বারবি’র প্রচারণার আরেক অনুষ্ঠানে ভারসাচের পুরোনো একটি লুকে মারগো রবি। সাদা সানগ্লাস এবং সাদা জুতার সঙ্গে গোলাপি মোজা। ভারসাচের ১৯৯৪ সালের সংগ্রহ থেকে নেওয়া ধাতব গোলাপি প্লিটেড স্কার্ট এবং উঁচু গলার সোয়েটারে তাঁকে বেশ স্টাইলিশ লাগছিল।

স্কার্ট-স্যুটে ভক্তদের সামনে  

ভারসাচের আরেকটি পোশাকে
ছবি: বারবির ইন্সটাগ্রাম থেকে

সিউলে ছবির প্রচারণায় প্রিয় ব্র্যান্ড ভারসাচের শরণ নিয়েছিলেন মারগো রবি। আসল বারবি পুতুলের পরা পোশাক থেকে অনুপ্রাণিত হয়ে পরেছিলেন গোলাপি এবং সাদার মিশেলে বানানো স্কার্ট-স্যুট। মাথার হ্যাট, পয়েন্টেড পাম্প, ছোট ব্যাগ এবং হাতে রেখেছিলেন একটি চকচকে গোলাপি ফোন।

খোলা চুলে মারগো রবি

ভক্তদের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত মারগো রবি
ছবি: বারবির ইন্সটাগ্রাম থেকে

ঝিলমিল বডিজ আর টুল স্কার্টে অভিনেত্রী মারগো রবি। এটিও পুতুলের আসল ডিজাইনগুলোর একটির ওপর ভিত্তি করে বানানো। ভারসাচের পোশাকটির সঙ্গে চুল রেখেছিলেন খোলা।

প্রথম বারবির পোশাকে

হার্ভে লেগারের পোশাকে
ছবি: বারবির ইন্সটাগ্রাম থেকে

পোশাকটির মধ্যে দিয়ে মূল বারবির পোশাক থেকে আরেকটি আইকনিক লুক তৈরি করেছেন মারগো রবির স্টাইলিস্ট অ্যান্ড্রু মুকামাল। সাদা ও কালো রঙের সাঁতারের পোশাকটি ১৯৫৯ সালে বারবিকে পরানো হয়েছিল। ২০২৩ সালের হার্ভে লেগারের পোশাকটির ডোরাকাটা নকশা বারবির প্রথম পোশাকটির কথাই মনে করিয়ে দেয়।

বালমার পোশাকে মারগো

২১ জুলাই মুক্তি পাচ্ছে ‘বারবি
ছবি: ভোগের ইন্সটাগ্রাম থেকে

মেক্সিকোতে প্রচারণার সময় গোলাপি রঙের বালমা ব্র্যান্ডের পোশাকটি বেছে নিয়েছিলেন অভিনেত্রী। কানে আর কোমরে ছিল রুপালি রঙের অনুষঙ্গ।