ফ্যাশন
শীত কিন্তু ফুরিয়ে যায়নি, জেনে নিন শীতপোশাকের নতুন স্টাইল
জ্যাকেট, কোটি, অথবা শাল জড়িয়ে শীতের শেষ কয়েকটি দিন তৈরি করা যাবে নতুন নতুন স্টাইল। দেখুন প্রচ্ছদ প্রতিবেদন
নিজের স্টাইল নানাভাবে তুলে ধরার উপযুক্ত সময় শীতকাল। ফ্যাশনপ্রেমীদের কাছে ঋতুটি তাই ভীষণ প্রিয়। পাওয়া যায় সাজ নিয়ে নিরীক্ষা চালানোর হাজারো সুযোগ। ফ্যাশনের সাধারণ কিছু নিয়ম মেনে সংগ্রহে থাকা পোশাকগুলো একটু উল্টে-পাল্টেই তৈরি করা সম্ভব আলাদা আলাদা স্টাইল স্টেটমেন্ট।
যেমন বেশ পুরোনো একটি কৌশল আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আবার জনপ্রিয় হয়ে উঠেছে। তা হচ্ছে ‘দ্য থার্ড পিস রুল’ বা তৃতীয় পোশাক; অর্থাৎ সাধারণ পোশাকের সঙ্গে যোগ করুন তৃতীয় কোনো পোশাক। আমাদের আবহাওয়ায় এই কৌশল অনুসরণের সবচেয়ে ভালো সময় শীতকাল। জ্যাকেট, কটি, শাল অথবা চোখে পরার মতো কোনো অনুষঙ্গ হতে পারে সেই তৃতীয় পোশাক। তবে যেকোনো কৌশল প্রয়োগ করার আগে ভালোভাবে একবার নিজের শীতের সংগ্রহটি দেখে নিতে হবে। তবেই না তৈরি করা যাবে নতুন সমন্বয়।
‘দ্য থার্ড পিস রুল’ ছাড়াও আছে আরও কিছু কৌশল। যেমন একটির ওপর আরেকটি (লেয়ার আপ) পোশাক পরা, হালকা রঙের সঙ্গে গাঢ় রং (কালার পপ আপ) মিলিয়ে পরা। সাধারণভাবে জ্যাকেট, বোম্বার, হুডি কিংবা লম্বা ওভার জ্যাকেটের সঙ্গে এক রঙের টি-শার্ট বা শার্ট পরার চল বেশি। আবার হুডির সঙ্গে ক্ল্যাসিক ডেনিম জ্যাকেটের লেয়ার আপ তরুণদের মধ্যে জনপ্রিয়। এক রঙা সোয়েটারের ওপর ক্রপ জ্যাকেটও তরুণীদের আকৃষ্ট করছে। যাত্রার জেনারেল ম্যানেজার ইমতেনান মোহাম্মদ জাকি জানান, শীতে তরুণ-তরুণীদের মধ্যে পাশ্চাত্য ধারার পোশাকের সঙ্গে দেশীয় ভাবধারার মিশেলে তৈরি পোশাকের চাহিদা রয়েছে। দেশি মোটিফের ওভারকোট তৈরি করেছে দেশাল। পোশাকটি শাড়ির সঙ্গেও যেমন মানিয়ে যায়, তেমনি পাশ্চাত্য পোশাকের সঙ্গেও মানানসই।
কো-অর্ড এ বছরও জনপ্রিয়। কো-অর্ড হচ্ছে একই নকশার দুটি আলাদা পোশাক, যা একসঙ্গে পরার উপযোগী করে তৈরি। ব্লেজার আর প্যান্টেও এই স্টাইল অনুসরণ করতে পারেন। শীতে ডেনিমের জনপ্রিয়তা ও চাহিদা অনেকটা চিরন্তন। রং এবং ওয়াশে কাছাকাছি, এমন দুটি ডেনিম স্টাইলে আনবে ভিন্নতা। যেমন নিচের দিকে ঢোলা জিনসের সঙ্গে আঁটসাঁট ট্র্যাকার জ্যাকেটের জোড় দুর্দান্ত। এর সঙ্গে স্তর করে পরা যায় একই কিংবা বিপরীত রঙের বাটন আপ শার্ট, টার্টেল নেক সোয়েট শার্ট, টি-শার্ট ইত্যাদি। শালের আবেদনও চিরন্তন। শাড়ি, কামিজ—এমনকি পাশ্চাত্য পোশাকের ওপরও জড়িয়ে নিতে পারেন শাল।