নিবিড় আর মিথিলার হাতে সেরা মডেলের পুরস্কার

যুক্তরাজ্যের লন্ডনের টাওয়ার ব্রিজের দ্য টাওয়ার হোটেল। সেখানে ৩ (বাংলাদেশ সময় ৪) ডিসেম্বর সন্ধ্যায় জমকালো এক আয়োজনের মধ্যে হয়ে গেল ব্রিটিশ বাংলাদেশি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল অ্যাওয়ার্ড ২০২২। ঝলমলে এই রাতে ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলে মোট পুরস্কার দেওয়া হয়েছে ২৪টি। অনুষ্ঠানটির আয়োজন করে ব্রিটিশ বাংলাদেশ ফ্যাশন কাউন্সিল।

সেরা মডেল (পুরুষ) ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন নিবিড় আদনান
ছবি: রফিকুল ইসলাম

ফ্যাশন ও লাইফস্টাইল নিয়ে কাজ করা ব্যক্তি আর প্রতিষ্ঠানের মধ্যে মনোনয়ন দেওয়া হয়েছে ২৫০টি। প্রতি বিভাগে তিন থেকে পাঁচজনকে মনোনয়ন দেওয়া হয়। এ বছর সেরা ফ্যাশন ডিজাইনার হিসেবে পুরস্কার পান সারাহ করিম। সেরা মডেল (পুরুষ) ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন নিবিড় আদনান। অন্যদিকে সেরা মডেল (নারী) হয়েছেন তানজিয়া জামান মিথিলা। এ ছাড়া আজীবন সম্মাননা শোভা পেয়েছে ডিজাইনার মাহিন খানের হাতে।  

সেরা মডেল (নারী) হয়েছেন তানজিয়া জামান মিথিলা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

নিবিড় আদনান জানান, বাংলাদেশে মডেলদের স্বীকৃত ও প্রতিষ্ঠিত তেমন কোনো কমিউনিটি তৈরি হয়নি। সে ক্ষেত্রে মডেল হিসেবে তাঁদের সম্মাননা পাওয়ার সুযোগ কম। এ কারণে এই পুরস্কার তাঁর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আন্তর্জাতিক পুরস্কারে তিনি যারপরনাই সম্মানিত ও আনন্দিত। শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারার আক্ষেপ ঝরে পড়ল এই মডেলের কণ্ঠে, ‘ভিসা জটিলতায় নিজে উপস্থিত হয়ে পুরস্কার নিতে পারলাম না। এটা আমার জন্য খুবই দুঃখজনক। ফ্যাশন ইন্ডাস্ট্রিকে কোনো সীমানার মধ্যে আটকে রাখার সুযোগ নেই। তাহলে এই ইন্ডাস্ট্রির কর্মীদের কেন ভিসা জটিলতায় ভুগতে হবে?’ বেশ কয়েকটি ব্র্যান্ডের শীতপোশাকের ফটোশুটে অংশ নিয়েছেন নিবিড়।

এ বছর সেরা ফ্যাশন ডিজাইনার হিসেবে পুরস্কার পান সারাহ করিম
ছবি: ইনস্টাগ্রাম থেকে

অনুষ্ঠানে তানজিয়া জামান মিথিলাও উপস্থিত থাকতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রামে জানিয়েছেন নিজের অনুভূতি। আনন্দ–উচ্ছ্বাসের সঙ্গে তাঁর ভক্ত, পরিবার ও বন্ধুদের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। এ মুহূর্তে মিথিলা ব্যস্ত অভিনয় ও নাচ শেখা নিয়ে। তিনি জানান, ভবিষ্যতে বড় পর্দায় নিয়মিত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বেশ কিছু ফটোশুটে অংশ নিয়েছেন। জানুয়ারিতে পেশাগত কাজে উড়াল দেবেন যুক্তরাষ্ট্রে।

অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশ ফ্যাশন কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা ফকরুল হক বলেন, ‘ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে অনেকে ফ্যাশন আর লাইফস্টাইল নিয়ে সৃজনশীল ও শৈল্পিক কাজ করছে। তবে এর স্বীকৃতি কম। সে বিষয়গুলো তুলে ধরতে আমাদের এই আয়োজন। পেশা হিসেবে ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক বড়, প্রতিনিয়ত আরও বড় হচ্ছে।’