ভারতের হয়ে মিস ইউনিভার্সে লড়বেন কে এই শ্বেতা

‘মিস ডিভা ইউনিভার্স–২০২৩’-এর খেতাব জয় করলেন ভারতের চণ্ডীগড়ের শ্বেতা সারদা। ২৭ আগস্ট মুম্বাইয়ে তারকাখচিত এক অনুষ্ঠানে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হয় সেরার মুকুট। আগামী মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি। চলুন ছবিতে ছবিতে শ্বেতা বিষয়ে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক।

১ / ৮
‘মিস ডিভা ইউনিভার্স–২০২৩’ বিজয়ী শ্বেতা সারদার বয়স মাত্র ২২ বছর। জন্ম চণ্ডীগড়ে হলেও মাত্র ১৬ বছর বয়সে স্বপ্নপূরণের লক্ষ্যে মায়ের সঙ্গে মুম্বাই পাড়ি দেন। শ্বেতার জীবনের সবচেয়ে বেশি প্রভাব রাখা মানুষটি হলেন তাঁর মা। ছোটবেলা থেকে একাই মানুষ করেছেন তাঁর মা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৮
ছোটবেলা থেকেই শ্বেতার নাচের প্রতি আলাদা আগ্রহ ছিল। যে কারণে মুম্বাইয়ে পাড়ি দেওয়ার পর থেকেই বিভিন্ন নাচের শোতে নিয়মিত অংশগ্রহণ করেছেন তিনি। ভারতের জনপ্রিয় ড্যান্স রিয়েলিটি শো ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’, ‘ড্যান্স দিওয়ানে’, ‘ড্যান্স প্লাস’–এ অংশ নিয়েছেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ৮
ভারতের আরেক জনপ্রিয় ড্যান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখ লাজা’তে কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেছেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ৮
শুধু তা–ই নয়, বিভিন্ন সিনেমায় নাচের প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন নিয়মিত। বলিউডের বিখ্যাত সব অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে একত্রে কাজ করার সৌভাগ্য তাঁর হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন, সালমান খান, ক্যাটরিনা কাইফ, সিদ্ধার্থ মালহোত্রা, মৌনি রয়ের মতো তারকা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ৮
ছোটবেলা থেকেই সুস্মিতা সেনের কাজ তাঁকে অনুপ্রাণিত করেছে। নাচ কিংবা সৌন্দর্য—সবেতেই সুস্মিতা তাঁর আইডল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ৮
ফাইনালে শ্বেতার পরনে ছিল সোনালি রঙের একটি গাউন। থাই স্লিট গাউনে ছিল শিমারি টাচ। তাঁকে জয়ীর মুকুট পরিয়ে দেন মিস ডিভা ইউনিভার্স–২০২২ বিজয়ী দিভিতা রাই
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ৮
শ্বেতা ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ৮
শ্বেতা ছাড়াও মিস ডিভা সুপার ন্যাশনাল–২০২৩-এর খেতাব জেতেন সোনাল কুকরেজা এবং মিস ডিভা–২০২৩-এর রানার্সআপ টাইটেল জিতে নেন কর্ণাটকের তৃষা শেট্টি
ছবি: ইনস্টাগ্রাম থেকে