৫০০ ফুলের মৎস্যকন্যা গাউনে ডেমি

চলছে ‘ফাইনাল টাচ’, সবুজ–সাদা কার্পেটে পা রাখতে প্রস্তুত ডেমি মুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে

২০১৬ সালে প্রথম মেট গালায় দেখা দেন মার্কিন পপ তারকা ডেমি লোভাটো। প্রতিবছর আয়োজিত এই উৎসবে টানা আট বছর ডেমির অনুপস্থিতির কারণ রাগ, অভিমান, নাকি অন্য কিছু? সেটি খোলাসা না হলেও এ বছর সবাইকে যেন খানিক চমকে দিয়েই মেটের গালিচায় ধরা দিয়েছেন ৩১ বছর বয়সী এই গায়িকা। তবে শুধু ধরা দিয়েছেন বললে ভুল হবে, তাঁর সাজপোশাকের জন্য জোরদার প্রস্তুতিও নিয়েছেন।

গাউনের পেছনে ছিল লম্বা ট্রেন, সেখানে ছিল ধাতব ফুল
ছবি: ইনস্টাগ্রাম থেকে

এ বছরের ড্রেসকোড ‘গার্ডেন অব টাইম’-এর কথা মাথায় রেখে পরেছেন পুরোদস্তুর মানানসই পোশাক। ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ডেমি বলেন, ‘একটি বাগানের কথা ভাবলে আমার মাথায় আসে বিবর্তন, পুনর্জন্ম আর প্রস্ফুটিত হওয়ার কথা। আমার ক্যারিয়ারও অনেকটা সে রকম। অনেক সময় পেরিয়েছে। আর আমি অনুভব করি, আমি আমার প্রথম মেটের পর থেকে অনেক বড় হয়েছি। তাই সত্যিই এই বছর মেট গালায় যোগ দেওয়ার জন্য উন্মুখ ছিলাম।’

নেপালি-মার্কিন ফ্যাশন ডিজাইনার প্রবাল গুরুংয়ের সঙ্গে ডেমি
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ডেমি লোভাটোর পোশাকটা তৈরি করেছে নেপালি-মার্কিন ফ্যাশন ডিজাইনার প্রবাল গুরুং। ডেমি জানান, বছরের শুরুতে তিনি প্রবালের সঙ্গে দেখা করেন। এর মধ্যে বেশ কয়েকবার হোয়াটসঅ্যাপে পুরোনো বন্ধুর মতোই চ্যাটিং হয়েছে। ডেমি বলেন, ‘আমার গাউনের ওপর ফুল। ফুল তো নরম একটা অনুভূতি দেয়। অথচ সেটা তৈরি মেটালে। মেটাল তো শক্ত পদার্থ। আমার ব্যক্তিত্ব আর গান যে রকম নরম আর শক্ত, ভঙ্গুর আর টেকসই, এই সবকিছুর একটা সহাবস্থান—পোশাকটিও তেমন।’ ডেমির সঙ্গে সাদা-সবুজগালিচায় ফ্যাশন ডিজাইনার প্রবালও সঙ্গ দিয়েছেন।  

ডেমির সঙ্গে সাদা-সবুজগালিচায় ফ্যাশন ডিজাইনার প্রবালও সঙ্গ দিয়েছেন
ছবি: রয়টার্স

মেটের আবহের সঙ্গে মিলিয়ে ডেমির সাদা রঙের চোখধাঁধানো মারমেইড (মৎস্যকন্যা) গাউন পোশাকের বর্ণনা না দিলেই নয়। এই কাস্টম কোটুর গাউনজুড়ে ছিল ছোট-বড় ৫০০টি রুপালি ফুল, যার সব কটিই হাতে কেটেছেন এই নকশাকার। ডেমি বলেন, ‘প্রবাল এবং আমি মিলে ঠিক করেছিলাম, পোশাকের মাধ্যমে শক্তির সঙ্গে প্রকাশিত হবে নমনীয়তাও।’ সেই পরিকল্পনা থেকেই ডেমির জন্য শক্ত এবং নরম দুই ধরনের কাপড়ের মিশ্রণে প্রবাল তৈরি করেছেন এই টেকসই পোশাক। তা ছাড়া পোশাকের মাধ্যমে গায়িকা হিসবে ডেমির আত্মবিশ্বাস এবং স্থিতিস্থাপকতার প্রকাশও জরুরি মনে করেছিলেন প্রবাল। এ ব্যাপারে তাঁকে অবশ্য সফল বলা যায়।

মেট গালায় ডেমি মুর
ছবি: রয়টার্স

স্নিগ্ধ নরম সিল্ক কাপড়জুড়ে শক্ত সিকোয়েন্স ও ক্রিস্টালের কারুকাজ যেমন জানান দেয় ডেমির শক্তিশালী গায়িকা সত্তার, তেমনি তাতে বসানো নরম ফুলগুলো ডেমির মেয়েলি সত্তার নমনীয়তার বহিঃপ্রকাশ।          

সজ্জার বেশির ভাগটা পোশাকের মাধ্যমে উপস্থাপন করতেই যেন সাজে আহামরি আর কিছু যুক্ত করেননি ডেমি। ন্যুড-মেকআপ আর পিঠজুড়ে ছেড়ে রাখা লম্বা কালো চুল, গাউনের সঙ্গে মিলিয়ে গলায় ও কানে ঝকঝকে সাদা হিরের গয়না সম্পূর্ণ করেছে ডেমির লুক।  

সূত্র: ভোগ

ডেমি মুর
ছবি: রয়টার্স