প্রিয় বন্ধুকে নিজের হাতে বানানো ব্যান্ড উপহার দিতে চাইলে

বন্ধু দিবসে বা বছরের যেকোনো সময় প্রিয় বন্ধুকে নিজের হাতে বানিয়ে দিতে পারেন ব্যান্ড। দেখিয়েছেন রাইবা তাজরীদ

উপকরণ: তিন রঙের উলের সুতা, শক্ত কাগজ, আঠা, কম্পাস।

ছবি: সাবিনা ইয়াসমিন

প্রস্তুতি:

১। উলের সুতাগুলো ৪০ ইঞ্চি লম্বা করে কেটে নিন। এর মধ্যে যেকোনো এক রঙের সুতা চারটি আর বাকি দুই রঙের সুতার দুটি টুকরা কেটে নিন।

ছবি: সাবিনা ইয়াসমিন

২। এবার কেটে নেওয়া সুতাগুলো একসঙ্গে করে মাঝ বরাবর ভাঁজ দিয়ে নিন। অন্য ছোট আকারের একটি সুতা ভাঁজের মাঝে দিয়ে বেঁধে নিন।

ছবি: সাবিনা ইয়াসমিন

৩। শক্ত কাগজে কম্পাসের সহায়তায় ৫ সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত এঁকে নিন। কাঁচির সহায়তায় বৃত্তটি কেটে নিন।

ছবি: সাবিনা ইয়াসমিন

৪। বৃত্তকে আট ভাগে ভাগ করে দিন। এবার পেনসিলের সাহায্যে সেই আট ভাগের প্রতিটি ভাগকে তিন ভাগে বিভক্ত করুন। ছবিতে যেভাবে দেখানো হয়েছে। এখন বৃত্তে মোট ৩২টি ভাগ পাওয়া যাবে। পরবর্তী কাজের সুবিধার্থে প্রতিটি ভাগে ক্রমানুসারে নম্বর (১-৩২) লিখে নিন।

ছবি: সাবিনা ইয়াসমিন

৬। বৃত্তের প্রতিটি ভাগ ১ সেন্টিমিটার করে কেটে নিন।

ছবি: সাবিনা ইয়াসমিন

৭। বৃত্তের কেন্দ্রবিন্দুতে পেনসিলের সাহায্যে ছিদ্র করে নিন।

ছবি: সাবিনা ইয়াসমিন

প্রণালি:

১। ছোট সুতাটি বৃত্তের কেন্দ্রবিন্দুতে করে নেওয়া ছিদ্র দিয়ে ঢুকিয়ে নিন। যেন বড় সুতাগুলো ভেতরে ঢুকে না যায়।

ছবি: সাবিনা ইয়াসমিন

২। এবার ১ ও ২ নম্বর ভাগে বেগুনি সুতা আটকে দিন। দুই ঘর বাদ দিয়ে দুটি কমলা সুতা দিন। দুই ঘর বাদ দিয়ে আবার দুটি বেগুনি সুতা দিন। এভাবে দুই ঘর বাদ দিয়ে দিয়ে বাকি সুতাগুলো বসিয়ে নিন।

ছবি: সাবিনা ইয়াসমিন

৩। ১৮ নম্বর ঘর থেকে সুতা খুলে ৩২ নম্বর ঘরে বসিয়ে নিন এবং ২ নম্বর ঘরের সুতা খুলে ১৬ নম্বর ঘরে বসিয়ে নিন। এভাবে ১৪ নম্বর ঘরের সুতা খুলে ২৮ নম্বরে বসান এবং ৩০ নম্বর ঘরের সুতা খুলে ১২ নম্বরে বসিয়ে নিন।

ছবি: সাবিনা ইয়াসমিন

৪। প্রতিটি সুতার ঘর ক্রমাগত একইভাবে বদল করতে হবে। এই পুনরাবৃত্তি নিচের দিকে ব্যান্ডটি তৈরি করবে।

ছবি: সাবিনা ইয়াসমিন

৫। ব্যান্ডটি পাঁচ থেকে ছয় ইঞ্চি বড় হলে বৃত্ত থেকে সুতাগুলো খুলে নিন। সুতা খুলে নেওয়ার আগে যেকোনো দুইটি সুতা দিয়ে ব্যান্ডের মাঝে একটি গিঁট দিয়ে নিন। ব্যান্ডটি বৃত্ত থেকে বের করে নিন।

ছবি: সাবিনা ইয়াসমিন

৬। দুটি সুতা রেখে বাকি সব বাড়তি সুতা ছোট করে কেটে নিন।

ছবি: সাবিনা ইয়াসমিন

৭। রেখে দেওয়া সুতাগুলো দিয়ে ব্যান্ডের শেষ প্রান্ত ভালোভাবে পেঁচিয়ে নিন।

ছবি: সাবিনা ইয়াসমিন

৮। আঠা দিয়ে ছোট করে কেটে নেওয়া সুতাগুলার শেষ প্রান্ত লাগিয়ে নিন।

ছবি: সাবিনা ইয়াসমিন

৯। দুই প্রান্তের সুতা সমান করে কেটে নিন।

ছবি: সাবিনা ইয়াসমিন

১০। হয়ে গেল বন্ধুর জন্য ব্যান্ড।

ছবি: সাবিনা ইয়াসমিন