কালো রঙের পার্টিতে সাদায় অভিজাত দীপিকা
মা হওয়ার পর আবার আলোচনায় এলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ক্যারিয়ারের ২৫ বছর উদ্যাপনে ২৫ জানুয়ারি রাতে ভারতের মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় বর্ণাঢ্য ফ্যাশন শো। যেখানে তিনি তুলে ধরেছেন নতুন সংগ্রহ। এই অনুষ্ঠানে সব ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে দীপিকার অভিজাত লুক। এখন পর্যন্ত নেতিবাচক মন্তব্য দেখা বা শোনা যায়নি তেমন, প্রশংসিতই হচ্ছে দীপিকার বেশভূষার।
ফ্যাশন শো শুরু হয় দীপিকাকে দিয়েই। এখানেই চমকে যান আগত অতিথি আর নেটিজেনরা। ওয়াইড লেগড প্যান্টের সঙ্গে সাদা শার্ট ও ওভারসাইড ট্রেঞ্চ কোট পরেছিলেন দীপিকা। চামড়ার হাতমোজা, বুট ও চশমা ছিল কালো রঙের। গয়নার মধ্যে নজর কেড়ে নেয় ক্রুশাকৃতির লকেট ও হেডব্যান্ডটি। লম্বা চেইনে লাগানো ক্রুশাকৃতির লকেটের সঙ্গে চোকারও পরেছিলেন। হাতমোজার ওপরে ছিল চওড়া বালা ও ব্রেসলেট। লিপস্টিক ছিল বার্গেন্ডি রঙের, যা পুরোপুরি ট্রেন্ডি। তবে অনুষ্ঠানের অন্য অতিথিরা পরে এসেছিলেন কালো রঙের পোশাক।