ভেনিসের সেরা দশ ফ্যাশন, সঙ্গে আরও তিন

লালগালিচায় একসময় দীর্ঘ বা নিরীক্ষামূলক পোশাক গুরুত্ব পেত বেশি। ক্রমশ সেই ধারা থেকে বেরিয়ে আসছে ফ্যাশন–বিশ্ব। লালগালিচাতেও গুরুত্ব পাচ্ছে স্বাচ্ছন্দ্য। এ বছর সব চলচ্চিত্র উৎসবেই তুলনামূলকভাবে ‘সাধারণের ভেতর অসাধারণ’ পোশাকগুলোই প্রশংসিত হচ্ছে বেশি। সদ্য শেষ হলো ৭৯তম ভেনিস চলচ্চিত্র উৎসব। তবে লালগালিচায় ফ্যাশনের আলোচনা এখনো চলছে। বিশ্বের সেরা সব ফ্যাশন ম্যাগাজিন এখনো এই উৎসবের সেরা ফ্যাশন নির্বাচন নিয়ে ব্যস্ত। ‘এলে’ ম্যাগাজিন অনুসারে লালগালিচার সেরা ১০ ফ্যাশন দেখে নেওয়া যাক, সঙ্গে সান্ত্বনা পুরস্কার হিসেবে থাকল আরও তিনটি পোশাক।
১ / ১৩
মেরিলিন মনরোর বায়োপিক ‘ব্লন্ড’–এ দুর্দান্ত অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন ৩৪ বছর বয়সী অ্যানা দে আরমাস। লুই ভুতোর গাউনে লালগালিচায়ও সবার নজর কেড়েছেন কিউবান–স্প্যানিশ এই অভিনেত্রী। জুয়েলারি নিয়েছেন ফরাসি ব্র্যান্ড মেসিকা থেকে। সেরা পোশাকের তালিকায় সবার ওপরে অ্যানাকেই রেখেছে এলে
ছবি: রয়টার্স
২ / ১৩
ভেনিসের লালগালিচায় বেশ কয়েকটি পোশাকে দেখা দিয়েছেন ৩৬ বছর বয়সী ব্রিটিশ অভিনেত্রী ও মডেল জোডি টার্নার-স্মিথ। সেগুলোর সব কটিই পছন্দ করেছে ফ্যাশনের রথী–মহারথীরা। এর মধ্যে দুটি পোশাক নিয়ে আলোচনা হচ্ছে বেশি। প্রথমটি ক্রিস্টোফার জন রজার্সের ডিজাইন করা হলুদ, কমলা, গোলাপি, কলাপাতা রঙের একটি বল গাউন। আর ছিল বুলগারির জুয়েলারি
ছবি: রয়টার্স
৩ / ১৩
গাউনের ডিজাইনে নতুন ভাবনা যোগ করেছে জোডি টার্নার-স্মিথের এই গাউন। আলাদা হাতা, কেপ (পেছনে ওড়নার মতো ছড়ানো অংশ) আর বুকখোলা বডি হাগিং গাউনটিকে ফ্যাশনিস্তারা নিশ্চয়ই টুকে রেখেছেন
ছবি: রয়টার্স
৪ / ১৩
ইতালির ফ্যাশন ব্র্যান্ড ভ্যালেন্তিনোর ঝলমলে কালো গাউনে ২৬ বছর বয়সী ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পো। বিশেষ এই গাইনটি ডিজাইন করেছেন ভ্যালেন্তিনোর পরিচালক, ৫৫ বছর বয়সী বিশ্বখ্যাত ডিজাইনার পিয়ের পাওলো পিচ্চলি নিজে। আর এই পোশাকে নিজেকে ফ্লোরেন্সের মনে হয়েছে ‘শক্তিশালী, গর্বিত, জাঁকজমকপূর্ণ আর স্বাধীন’
ছবি: রয়টার্স
৫ / ১৩
৪৮ বছর বয়সী স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপ ক্রুজ এবারও কম যাননি। বরাবরের মতো এবারও মাতিয়েছেন ভেনিসের লালগালিচা। তাঁর পরনে ছিল ফরাসি লাক্সারি ফ্যাশন হাউস শ্যানেলের একটি সাদামাটা কালো গাউন
ছবি: রয়টার্স
৬ / ১৩
৩৮ বছর বয়সী মার্কিন অভিনেত্রী তেসা থম্পসন ওপর দিক ফোলা চকচকে গাউন আর চাঙ্কি হিল যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে সাবলীলভাবে সামলেছেন, তাতে চমকে উঠেছে ফ্যাশন–বিশ্ব। অদ্ভুত এই গাউনটির ডিজাইন করেছেন মার্কিন ফ্যাশন ডিজাইনার মার্ক জ্যাকব
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৩
মাত্র ২০ বছর বয়সী সেডি এলিজাবেথ সিঙ্কও কেড়েছেন লালগালিচার আলো। চমৎকার এই গাউনটি ব্রিটিশ লাক্সারি ব্র্যান্ড আলেক্সান্ডার ম্যাককুইন থেকে নেওয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৩
গুচির হলুদ সুন্দর একটি পালকের ছড়ানো গাউনে দেখা দিয়েছিলেন অলিভিয়া ওয়াইল্ড
ছবি: রয়টার্স
৯ / ১৩
এই তালিকায় একমাত্র পুরুষ টিমোথি চ্যালামেট। টিমোথির এই পোশাক ফ্যাশন–বিশ্বের জন্য ছিল বড় চমক। পোশাকটির নাম যা–ই হোক, ডিজাইন করেছেন কম্বোডিয়ান–ফ্রেঞ্চ ডিজাইনার হায়দার অ্যাকারম্যান
ছবি: রয়টার্স
১০ / ১৩
রাজকুমারীর বেশে ২৫ বছর বয়সী মার্কিন অভিনেত্রী কুইনটেসা সিন্ডেল। একরঙা টপ, স্কার্ট, ওড়না, চুলের সাজে ফ্যাশন–বিশ্বের নজর কেড়েছেন এই তরুণী
ছবি: রয়টার্স
১১ / ১৩
জোডি টার্নার–স্মিথের তৃতীয় এই গাউনটি এলের বিবেচনায় সেরা দশে স্থান না পেলেও আলাদা করে প্রশংসিত হয়েছে
ছবি: রয়টার্স
১২ / ১৩
২৮ বছর বয়সী ব্রিটিশ অভিনেত্রী মিয়া গোথ দেখা দিয়েছেন ডলচে অ্যান্ড গাবানার কালো বডি হাগিং গাউন, কালো স্কার্ফ আর সানগ্লাসে
ছবি: রয়টার্স
১৩ / ১৩
২৫ বছর বয়সী মার্কিন মডেল গ্রেস এলিজাবেথের এই সাদা অফ শোল্ডার গাউনটি বানিয়ে দিয়েছেন ইতালীয় ফ্যাশন ডিজাইনার অ্যালবার্টা ফেরেত্তি
ছবি: ইনস্টাগ্রাম থেকে