বউয়ের সাজ এখন কেমন

লালশাড়ি বউ আছে, ছিল, থাকবে।মডেল: অভিনেত্রী নাবিলা, সাজ: ল্যাভিস, শাড়ি: হাউস অফ আহমেদ। ছবি: কবির হোসেন

এই বর্ষাতেও থেমে নেই বিয়ে। আগে যেমন শীত এলেই পাড়ায় পাড়ায় বিয়ের ধুম পড়ে যেত, এখন পুরো বছরটাই হয়ে উঠছে বিয়ের মৌসুম। তাই মৌসুম অনুযায়ী কনের সাজপোশাকেও পরিবর্তন এসেছে। বর্ষার চিটচিটে গরমে নিশ্চয়ই শীতের ভারী ভারী পোশাক পরা যাবে না। একটি ব্রাইডাল ফটোশুটে সম্প্রতি এ সময়ের কনের পোশাক, গয়না থেকে শুরু করে সাজের চলতি ধারা তুলে ধরল বিউটি স্যালন ল্যাভিস।

বিয়ের সাজে দেখা যাচ্ছে সাদা রঙের শাড়ি।
মডেল: জেসিয়া, শাড়ি: ওয়ারাহ্

হোটেল শেরাটনে শুটিংয়ের আয়োজন করা হয়েছিল। শুরুতেই সাদা জামদানিতে খোলা চুলে বউ সেজে আসেন মডেল জেসিয়া। কনের লাল লিপস্টিক আর চোখের কাজল সবাইকে মুগ্ধ করে। এই কনের সাজে খোলা চুলে দুই লহরের সীতাপাটির ব্যবহার নজর কাড়ল। ছিমছাম সাজ, তার মধ্যেও আভিজাত্যের ছোঁয়া। ল্যাভিসের ম্যানেজিং পার্টনার জান্নাতুল পিয়া বলছিলেন, যেভাবেই কনে সাজুক না কেন, আভিজাত্য যেন হারিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখাটা জরুরি।

শুধু ছিমছামই নয়, ঐতিহ্যবাহী আর আধুনিক—সব ধরনের লুকের বউসাজই ছিল। ঐতিহ্যবাহী লাল বেনারসিতে চিরায়ত কনে সাজে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী নাবিলা। মাঝখানে সিঁথি করে টেনে বাঁধা হয়েছিল চুল। মাথায় পরেছিলেন টিকলি। গলায় ছিল পুঁতির চোকার। গলায় আরও পরেছিলেন ভিন্ন নকশার দুটি সীতাহার। গয়না থেকে মেকআপ—সবকিছুতেই ছিল দেশজ ছোঁয়া।

বউভাতের অনুষ্ঠানে কনে সাজ
শাড়ি: নাবিলা

দেশি কাপড়ে তৈরি গাউনে কনে সেজেছিলেন অভিনেত্রী নিদ্রা। মিনিম্যাল মেকআপ আর হালকা গয়নায় একটু ভিন্ন মাত্রা পেয়েছিল তাঁর এই কনেসাজ। জান্নাতুল পিয়া বলছিলেন, কনেরা এখন শুধু শাড়ি নয়, লেহেঙ্গা বা গাউনের মতো পোশাকও বিয়ের দিন বেছে নিচ্ছেন। তবে অনেকেই দ্বিধায় থাকেন, এই ধরনের পোশাকের সঙ্গে মিলিয়ে কেমন গয়না পরবেন, মেকআপটাই–বা কেমন হবে। আর যদি বা শাড়িই বেছে নেন, তবে সেখানেও কীভাবে একটু অনন্য হয়ে উঠবেন, সেই ভাবনা নিয়েও দ্বিধায় থাকেন কনে। এ জন্য বিশেষ কনসালট্যান্সিরও ব্যবস্থা করেছে ল্যাভিস বিউটি স্যালন। এখানে একজন কনে বিয়ের আগে তাঁর সাজগোজের ব্যাপারে যাবতীয় পরামর্শ পাবেন। বিভিন্ন বিয়ের সাজের প্যাকেজের সঙ্গে বিনা মূল্যেই দেওয়া হবে এই পরামর্শ, জানালেন জান্নাতুল পিয়া।

লেহেঙ্গায় তুলে ধরা হচ্ছে নানা ধরনের কাজ।
পোশাক: নাবিলা

তবে শুধু সাজ, পোশাক বা গয়নাই নয়, বিয়ের দিনের সাজটা যদি নিখুঁত করতে চান, তাহলে আগে থেকে ত্বক ও চুলেরও যত্ন নিতে হবে। এ জন্য বিয়ের আগে পেডিকিওর, ম্যানিকিওর ও ফেসিয়াল করাটা খুব জরুরি। তবেই বিয়ের দিনে মেকআপ সুন্দর করে বসবে। আর মনের মতো সাজে কনেও হয়ে উঠবেন অনন্য।