কালো রঙে আলো ছড়ালেন সব্যসাচীর অতিথিরা

ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সাড়া জাগানো বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। দেশের গণ্ডি পেরিয়ে হলিউডেও তাঁর পোশাকের কদর বাড়ছে। ২০২৪ সালের মেটগালায় তাঁর পোশাক গায়ে চাপিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। ডিজাইনার নিজেও হাজির হয়েছিলেন সেই অনুষ্ঠানে। আর এসবই সব্যসাচী অর্জন করেছেন ২৫ বছরের পথচলায়। গতকাল শনিবার ২৫ জানুয়ারি ভারতের মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে সব্যসাচী তাই নিজের ব্র্যান্ডের রজতজয়ন্তী উদ্‌যাপন করলেন ফ্যাশন শোয়ের মাধ্যমে, যেখানে তিনি তুলে ধরলেন তাঁর নতুন সংগ্রহ। কালো রঙের ড্রেস কোডে রজতজয়ন্তীর পার্টিতে এসেছিলেন বলিউডের তারকারাও। দেখে নেওয়া যাক, কালোতে আলো ছড়ালেন কারা।

১ / ১০
কালো পোশাকে এসেছিলেন সব অতিথি, তবে সোনম কাপুরকে দেখা গেল একটু অন্যভাবে। সব্যসাচীর পোশাকের সঙ্গে সোনমের হাতে ছিল ডিওরের ব্যাগ
ছবি: সোনমের ইনস্টাগ্রাম থেকে নেওয়া
২ / ১০
বোন রিয়া কাপুর ও অভিলাষা দেভনানি মিলে স্টাইলিং করেছেন এই বলিউড ফ্যাশন কুইনের। সব্যসাচীর ২০২৪ সালের সংগ্রহ থেকে হাতাকাটা সিল্ক টপের সঙ্গে ফর্ম ফিটিং পেনসিল স্কার্ট আর পালকের ওভারকোট পরেছিলেন সোনম
ছবি: সোনমের ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৩ / ১০
অভিনেত্রী শোভিতা ধুলিপালাও এসেছিলেন সব্যসাচীর অতিথি হয়ে। সম্প্রতি নিজের বিয়েতে তিনি পরেছিলেন সব্যসাচীর পোশাক। আর এবার সব্যসাচীর ২৫ বছর উপলক্ষে শোভিতা পরেছিলেন বাঘের ডোরাকাটা নকশার স্লিট গাউন
ছবি: ফেমিনার ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৪ / ১০
অভিনেত্রী আলিয়া ভাট এসেছিলেন শাড়ি পরে। পরেছিলেন লো ওয়েস্ট স্টাইলে।
ছবি: ফেমিনার ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৫ / ১০
কালো মুর্শিদাবাদ সিল্কের শাড়ির সঙ্গে ব্রালেট স্টাইল ব্লাউজ হিসেবে আলিয়া বেছে নিয়েছিলেন মাল্টিকালার স্টোনে ভরা নকশা, যে কারণে আলাদা করে ভারী কোনো গয়না পরেননি গলায়। কানে ছিল চিকন লম্বা দুল।
ছবি: ফেমিনার ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৬ / ১০
কালো রঙের শাড়িতে সোনালি সুতার এমব্রয়ডারি, সঙ্গে ফুলহাতা কালো ব্লাউজ পরেছিলেন বিপাশা বসু। টেনে বাঁধা চুলে সেট করেছিলেন লাল গোলাপ
ছবি: ভিডিও থেকে নেওয়া
৭ / ১০
ভারতীয় তারকা স্টাইলিস্ট ও কস্টিউম ডিজাইনার অনিতা শ্রফ এসেছিলেন সব্যসাচীর নকশা করা স্লিভলেস ড্রেসে। পোশাকটির নিচের অংশে ছিল ফুলের নকশা
ছবি: ফেমিনার ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
অনুষ্ঠানে এসেছিলেন বলিউডের নবদম্পতি অদিতি রাও ও সিদ্ধার্থ। অদিতি আনারকলি ড্রেসের সঙ্গে বেছে নিয়েছিলেন চওড়া দোপাট্টা আর সিদ্ধার্থ পরেছিলেন প্রিন্স কোট
ছবি: ভিডিও থেকে নেওয়া
৯ / ১০
অভিনেত্রী শাবানা আজমি এসেছিলেন কালোতে গোলাপি মেশানো শাড়িতে। মিলিয়ে নিয়েছিলেন কাঁধের ব্যাগ
ছবি: ভিডিও থেকে নেওয়া
১০ / ১০
কালো ইনারের ওপরে পলকা ডটের শ্রাগ পরে এসেছিলেন অভিনেত্রী
ছবি: ইনস্টাগ্রাম থেকে