সাজ
মঙ্গল আর বুধবার সাজতে পারেন এই সাজে
সপ্তাহের সাত দিনে সাত সাজে সেজে উঠুন। কুর্তা থেকে শাড়ি, দেশি থেকে পশ্চিমা—সব ধরনের পোশাকই থাকতে পারে তালিকায়। একঘেয়েমি কাটবে, সাজেও আসবে ভিন্নতা। আজ দেখে নিন মঙ্গল আর বুধবারের সাজ।
কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়েন, সাজপোশাকের মাধ্যমে কিছুটা হলেও দূরে সরাতে পারবেন অবসাদ। একঘেয়েমি কাটাতে সাজ ভালো হাতিয়ার। সাজলে মন ভালো থাকে, কাজেও আসে উদ্যম। সপ্তাহের শুরু থেকে শেষ—সাত দিনই কিন্তু সাজা যায় সাতভাবে। খালি দরকার একটু পরিকল্পনা।
মঙ্গলবারে শাড়ি
সপ্তাহের মাঝের দিন। এক দিন শাড়ি পরা যেতেই পারে। নীল রঙের হাফসিল্কের শাড়িটি সারা দিনের ছোটাছুটির মধ্যেও আরাম দেবে। গরমের জন্য হাতাকাটা বা ছোট হাতার ব্লাউজ বেছে নিন।
বুধবারে শার্ট
বুধবারটি কেটে যাক আবার পাশ্চাত্য পোশাকে। শার্ট এখন অফিসে কিংবা বাইরে বেশ জনপ্রিয়। যেকোনো ধরনের প্যান্টের সঙ্গেই চটজলদি পরে ফেলা যায়।