এই ঈদে যে নকশার জুতা চলছে

পা খোলা জুতায় মিলবে আরাম। জুতা : লা মোড, পোশাক: সাবেরা আনোয়ার, স্থান কৃতজ্ঞতা: বড়‘স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, বড় মগবাজার ঢাকা
ছবি : সুমন ইউসুফ

রঙের পরশ লেগেছে ঈদের অন্যতম অনুষঙ্গ জুতা-স্যান্ডেলেও। গরম আবহাওয়ার কারণে আরামদায়ক জুতা-স্যান্ডেল আনা হয়েছে বাজারে। খোলামেলা ধাঁচের স্যান্ডেল বেশ চলছে, যা স্বাচ্ছন্দ্যদায়ক ও ফ্যাশনেবল। মেমোরি ইনসোলের ব্যবহার করা হয়েছে অনেক জুতা-স্যান্ডেলে, যাতে পায়ের আরাম নিশ্চিত হয় এবং পণ্যটি টেকসই হয়।

জুতায় প্রাধান্য পেয়েছে আরাম আর রং। জুতা: ভাইব্রেন্ট
ছবি : সুমন ইউসুফ

বাটা বাংলাদেশ এনেছে ‘রেড কালেকশন’, যাতে রয়েছে ভিন্ন রকম স্টাইলের সমাহার আর প্রাণবন্ত রঙের দারুণ ব্যবহার। চলতি ধারার এ সংগ্রহে মেয়েদের জন্য রয়েছে পাম্প শু, ফ্ল্যাট স্যান্ডেল, প্ল্যাটফর্ম এবং উঁচু হিলের স্যান্ডেল। পাথরের অলংকরণ আর আকর্ষণীয় সব কারুকাজ ঈদ উৎসবের জন্য দারুণ। ফুলেল নকশার সোল দেখতেও বেশ। বাটা বাংলাদেশের হেড অব মার্কেটিং নূসরাত হাসান বলেন, ছেলেদের জন্য রয়েছে ড্রেস শু, মোকাসিন, স্নিকার আর ক্যাজুয়াল জুতার ফ্যাশনেবল আয়োজন। আরাম আর রং প্রাধান্য পেয়েছে শিশুদের জুতায়। জীবাণুরোধী প্রযুক্তির ব্যবহার হয়েছে সব বয়সীর জুতায়।

জুতায় দেখা যাচ্ছে রং আর নকশার বাহার। মডেল: সাইফ ও তানজিনা, জুতা: ভাইব্রেন্ট
ছবি : সুমন ইউসুফ

পরিবেশবান্ধব পণ্য

ইউএস-বাংলা ফুটওয়্যার লিমিটেডের ব্র্যান্ড ভাইব্রেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মোল্লা জানালেন, প্রাকৃতিক ও পরিবেশবান্ধব উপকরণকে প্রাধান্য দিয়েছেন তাঁরা। বৈশ্বিক ফ্যাশনধারাকে মাথায় রেখে এ দেশের আবহাওয়ার উপযোগী জুতা-স্যান্ডেল থাকছে ঈদসংগ্রহে। গ্রীষ্মের এই আর্দ্র মৌসুমে হুটহাট বৃষ্টিও নামতে পারে। সেটাও ভাবনায় রাখা হয়েছে।  প্রতিষ্ঠানটির বিপণন নির্বাহী সুস্মিতা সাহা যোগ করলেন, লেদার বা সেমি-লেদার ছাড়াও ভেগান উপকরণে তৈরি জুতা এনেছেন তাঁরা। অর্থাৎ যাঁরা প্রাণিজ উপকরণে তৈরি পণ্য বর্জন করতে চান, তাঁদের জন্যও আলাদা আয়োজন আছে ভাইব্রেন্টের।

ঈদের দিন ক্যাজুয়াল শু পরলেও মন্দ লাগবে না। জুতা : লা মোড, পোশাক : গো দেশি
ছবি : সুমন ইউসুফ

বাহারি রং আর নকশা

লাল, হলুদ, কমলা কিংবা হালকা বেগুনির মতো রং আছে মেয়েদের জুতায়। স্নিকার, পাম্প শু আর স্লিপার তো আছেই; দুই ফিতা কিংবা এক ফিতার স্যান্ডেলেও পাওয়া যাবে আরাম। রঙিন জুতায় রয়েছে বাহারি নকশাও। চুমকি, পুঁতি বসানো ঝকমকে স্যান্ডেল পাবেন বাজার ঘুরে। ধাতব উপকরণও যুক্ত হয়েছে নকশায়। কোনোটার হিলের অংশে বাহারি রং, ওপরটা স্বচ্ছ কিংবা হালকা রঙের। ছেলেদের জুতা-স্যান্ডেলে রঙের বাহার একটু কমই দেখা যায়; কালো আর বাদামি রঙেই কিছুটা বৈচিত্র্যময় করা হয়েছে স্লিপার ও জুতা। পাঞ্জাবির সঙ্গে মানানসই স্যান্ডেল তো পাবেনই। শাইনি শু, ফ্রি টাইম শু, ক্যাজুয়াল শু পরলেও মন্দ লাগবে না।

পোশাকের রঙের সঙ্গে মিল রেখেও জুতা নির্বাচন করতে পারেন। জুতা : লা মোড, পোশাক: গো দেশি
ছবি : সুমন ইউসুফ

ভিন্নধারা

লা মোড এনেছে মেয়েদের জন্য ঈদের ভিন্নধারার সংগ্রহ। একটু হালকা রং, সাধারণভাবে যেগুলোকে ‘মিষ্টি রং’ বলা হয় কিংবা হালকা প্যাস্টেল শেডের দেখা মিলবে লা মোডে। অ্যাপেক্সেও আছে নতুন জুতার বিশাল সংগ্রহ। ছেলেদের জন্য পেছনে বেল্টযুক্ত স্যান্ডেল আছে, তবে তরুণদের জন্য দুই ফিতার স্যান্ডেলে এনেছে নতুন নকশা। টি-শার্ট বা ক্যাজুয়াল পোশাকের সঙ্গে মানানসই কেডস, মোকাসিন মিলবে। আছে ফরমাল পোশাকের সঙ্গে পরার মতো জুতাও।

মোটকথা, ঈদ উপলক্ষে এবারও জুতা মিলবে শতাধিক নতুন নকশার। তবে আবহাওয়া আর নিজের পোশাক বুঝে নতুন জুতা কেনার পরামর্শ বিশেষজ্ঞদের।