কিয়ারা–সিদ্ধার্থের স্নিগ্ধ সাজপোশাকে মুগ্ধ সবাই, মনীশের প্রশংসা দিকে দিকে

বিয়েতে কিয়ারা–সিদ্ধার্থ সেজেছিলেন হালকা রঙে। নিজেদের ভালো লাগা ও ভালোবাসা ফুটিয়ে তুলেছেন সাজপোশাকের প্রতিটি স্তরে।

ভক্তদের জন্য প্রকাশ করেন এই ছবি
ছবি: সংগৃহীত

অবশেষে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার পর কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ের ছবি প্রকাশ পেল সামাজিক মাধ্যমে। তিনটি ছবিতেই তাঁরা নিজেদের বিয়ের দিনটি তুলে ধরেছেন ভক্তদের সামনে। ভারতীয় ডিজাইনার মনীশ মালহোত্রার নকশা করা পোশাক ও গয়না পরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন এই তারকা জুটি। বিয়ের পোশাকের রং এবং সাজে প্রাধান্য পেয়েছে স্নিগ্ধতা ও ছিমছাম ভাব। গতকাল রাজস্থানের সূর্যগড় প্রাসাদে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন কিয়ারা ও সিদ্ধার্থ।

কালিরার নকশায় যোগ করা হয় দুজনের জীবনের গল্প
ছবি: সংগৃহীত

মনীশ মালহোত্রা কিয়ারার পোশাকের রংকে উল্লেখ করেছেন ‘এমপ্রেস রোজ’ হিসেবে। কিয়ারার লেহেঙ্গায় ফুটে উঠেছে রোমান স্থাপত্যের জটিল সূচিকর্মের বিশদ বিবরণ। কারণ, এই দুই তারকারই গম্বুজওয়ালা শহরের প্রতি আছে বিশেষ ভালোবাসা। স্যরাভস্কি স্ফটিক ব্যবহার করে পোশাকের ওপর আনা হয়েছে বাড়তি ঝকমকে ভাব। বিরল জাম্বিয়ান পান্না দিয়ে তৈরি করা হয়েছে কিয়ারার গলার, হাতের ও কানের অলংকার। সূক্ষ্ম হাতের কাজ করা গয়না দিয়ে বিশেষ দিনটিতে সাজতে চেয়েছিলেন কিয়ারা। হাতের কালিরায় রাতেও দেখা গেছে বিশদ নকশা।

অন্য দিকে সিদ্ধার্থ মালহোত্রার পোশাক সম্পর্কে ফেসবুকে বিশদ বিবরণ দিয়েছেন মনীশ মালহোত্রা। এই স্বপ্নীল শেরওয়ানিতে ছিল নিখুঁত কাজ করা।

সূক্ষ নকশার কাজ প্রাধান্য পেয়েছে দুজনের পোশাকেই
ছবি: সংগৃহীত

ধাতব সোনালি রঙের শেরওয়ানির সঙ্গে সোনালি রঙের পাগড়ি বেঁধেছিলেন মাথায়। সেখানেও ছিল তিনটি ফুলের একটা গয়না।

আইভরি রঙের সুতার কাজ, সোনার জারদৌজি এবং বাদলার কাজ অত্যন্ত সূক্ষ্মতার সঙ্গে তুলে ধরা হয়েছিল। নিখুঁত রাজকীয় চেহারার সাজ সম্পূর্ণ করেছে মনীশ মালহোত্রা পোলকি জুয়েলারি, যাতে ব্যবহার করা হয়েছে আনকাট হিরা।

মেহেদি, হলুদ এবং অন্যান্য বিয়ে–পূর্ব অনুষ্ঠানের জন্যও মনীশ মালহোত্রার পোশাক পরেছিলেন কিয়ারা–সিদ্ধার্থ। দুজনের পরিবারের সদস্যদের পোশাকও তৈরি করেছেন মনীশ। সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারার প্রেমের গল্প এবং পছন্দকে মাথায় রেখেই সাজ, পোশাক ও গয়না বেছে নিয়েছেন এই ডিজাইনার। তাঁর নকশার প্রশংসায় সবাই পঞ্চমুখ। আধুনিক যুগের নবদম্পতিদের জন্য স্টাইল স্টেটমেন্টের নতুন একটা মান যেন নির্ধারণ করে দিলেন মনীশ।