দেখুন এই সময়ের হলুদের কনে সাজের ১০টি ছবি

হলুদের আসরে স্বমহিমায় রাজত্ব করছে দেশি উপকরণ। এর মধ্যেই কনে সেজে উঠছেন অনন্য সাজে। দেখুন, এই সময়ের হলুদে কনে সাজের ১০টি ছবি।

১ / ১০
গায়েহলুদের সাজের ধারায় এসেছে অভিনবত্ব।
মডেল: প্রিয়ন্তী উর্বী। ছবি: কবির হোসেন
২ / ১০
হলুদ-শাড়ির বৃত্ত ভেঙে অন্যান্য রঙের শাড়ি বেছে নিচ্ছেন কনেরা।
মডেল: নাভিন। ছবি: সুমন ইউসুফ
৩ / ১০
জমকালো হলুদের কনে।
মডেল: মাসিয়াত। ছবি: সুমন ইউসুফ
৪ / ১০
হলুদের আসরে স্বমহিমায় রাজত্ব করছে দেশি উপকরণ। মডেল: আনশা
ছবি: কবির হোসেন
৫ / ১০
সাদামাটা শাড়ি, রঙিন অনুষঙ্গে বর্ণিল হলুদের কনে।
মডেল: মৌসুম। ছবি: কবির হোসেন
৬ / ১০
ঘরোয়া হলুদের আসরের কনেসাজ।
মডেল: আনশা। ছবি: কবির হোসেন
৭ / ১০
কৃত্রিম ফুলের গয়নায় হলুদের কনে।
মডেল: অন্তরা। ছবি: কবির হোসেন
৮ / ১০
কনে সেজেছেন তাজা ফুলের গয়নায়। তবে উপস্থাপনায় এসেছে নতুনত্ব।
মডেল: প্রিয়াম। ছবি: কবির হোসেন
৯ / ১০
হলুদের সাজে স্নিগ্ধ কনে।
মডেল: সায়েরা। ছবি: কবির হোসেন
১০ / ১০
কেউ যদি গায়েহলুদে তাজা ফুল ও পাতার গয়নায় সাজতে চান, তাহলে দেখে নিতে পারেন এই লুক।
মডেল: তাইন। ছবি: কবির হোসেন
আরও পড়ুন