শনিবারে আয়েশি সাজ
শনিবারটি যেন আয়েশি দিন। সপ্তাহ শুরুর আগের দিন কিছুটা আরামদায়ক পোশাক পরে কাটিয়ে দিতে পারেন। অনেক ধরনের আয়োজন থাকতে পারে এদিন। ছবি দেখা, বাইরে খেতে যাওয়া বা শুধুই ঘুরে বেড়ানো। লম্বা কাটের ম্যাক্সি ড্রেস বেছে নিতে পারেন। কটি ছাড়া বা সহ—দুইভাবেই পরা যেতে পারে। এক পাশে টুইস্ট করে পেছনে চুল আটকানো। আরেক পাশে খোলা চুলের নিচের অংশটি কোঁকড়া করা হয়েছে।