রুশ ডিজাইনার বললেন, মসলিন তো সত্যিকারের আর্টওয়ার্ক

লেভ এরমিলভ রাশিয়ার তরুণ ফ্যাশন ডিজাইনার। পড়াশোনা ও অভিজ্ঞতা অর্জনের পর হাত দিয়েছেন পোশাকের নকশায়। পাঁচ বছর ধরে কাজ করছেন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। এরই মধ্যে নিজের ভাবনা দিয়ে জিতেছেন তরুণদের মন। রাশিয়ার সম্ভাবনাময় ডিজাইনার হিসেবে ধরা হচ্ছে তাঁকে। গত মার্চে অনুষ্ঠিত মস্কো ফ্যাশন উইকের রানওয়েতে দেখা গেছে তাঁর ব্র্যান্ড ‘এরমি’র পোশাক। ফ্যাশন উইকে তাঁর কাজ দেখে পরে হোয়াটসঅ্যাপে তাঁর সঙ্গে আলাপ করেছেন হাসান ইমাম

প্রথম আলো:

এরমির যাত্রা শুরু হলো কীভাবে?

২০২০ সালের শেষের দিকে, যখন করোনা মহামারি চলছে, তখন যাত্রা শুরু হয় আমার ব্র্যান্ড এরমির। তখন মনে হয়েছিল, পোশাকের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি নতুনভাবে উপস্থাপনের সময় এসেছে।

প্রথম আলো :

এরমি অর্থ কী?

এরমি নামটা নিয়েছি আমার নাম এরমিলভ থেকে। আইসল্যান্ডিক ভাষায় এর অর্থ ‘হাতা’।

এরমির পোশাক ভাবনায় আছে নতুনত্ব
ছবি: মস্কো ফ্যাশন উইকের সৌজন্যে

প্রথম আলো :

রাশিয়ায় আপনার সমসাময়িক তরুণ ডিজাইনাররা কেমন কাজ করছেন?

এর উত্তর দেওয়া কঠিন। কারণ, আমাদের মতো ডিজাইনাররা নিজের কাজের প্রতিই পুরোপুরি মনোযোগ দেন। যাহোক, নতুন সবারই আলাদা দৃষ্টিভঙ্গি ও ধারণা আছে। অপ্রচলিত নানা রকম বিষয় নতুনরা আকর্ষণীয়ভাবে উপস্থাপন করছেন।

প্রথম আলো:

রাশিয়ার ফ্যাশন ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে বলে মনে করেন?

পুরো ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলা কঠিন। তবে এ মুহূর্তে আমাদের ফ্যাশনশিল্প সামগ্রিকভাবে একটি মজবুত ভিত্তির ওপর আছে।

মস্কো ফ্যাশন উইকে এরমির নকশা করা পোশাকে এক মডেল
ছবি: মস্কো ফ্যাশন উইকের সৌজন্যে

প্রথম আলো :

বাংলাদেশি পোশাক সম্পর্কে আপনার কোনো ধারণা আছে?

খুব একটা নেই। তবে শাড়ির কথা অবশ্যই বলতে হয়। কারণ, এটি বেশ পরিচিত পোশাক। এ ছাড়া পুরুষদের পোশাক হিসেবে সারোং–জাতীয় একটা পোশাক আছে (লুঙ্গির কথা বলতে তিনি সারোং বুঝিয়েছেন)। আরেকটি পোশাক সম্পর্কে জানি, তবে এ মুহূর্তে নাম মনে করতে পারছি না। অনেকটা লম্বা শার্টের মতো।

(তিনি মূলত পাঞ্জাবির কথা বলছিলেন)

আরও পড়ুন
প্রথম আলো:

বাংলাদেশের খুবই ঐতিহ্যবাহী কাপড় মসলিন ও জামদানি। যার খ্যাতি বিশ্বজোড়া। এসব সম্পর্কে কি কোনো ধারণা আছে?

অবশ্যই, মসলিন তো চিনিই। মসলিন তৈরির যে প্রাচীন পদ্ধতি, সে সম্পর্কে ধারণা থাকলে এটাকে সত্যিকার ‘আর্টওয়ার্ক’ না বলে উপায় নেই। জামদানির সঙ্গে আমার পরিচয় শুধুই ঐতিহ্যবাহী পোশাকের মাধ্যমে।

এরমির ক্যাজুয়াল পোশাকে মস্কো ফ্যাশন ইউকের মঞ্চে মডেল
ছবি: মস্কো ফ্যাশন উইকের সৌজন্যে

প্রথম আলো :

মস্কো ফ্যাশন উইকে আপনি যেসব পোশাক উপস্থাপন করলেন, সেসব তৈরি করেছেন কোন ভাবনা থেকে?

এখানে আমি দেখাতে চেয়েছি মূলত কাপড়ের বিভিন্ন ধরনের ডাইং কৌশল। যার মাধ্যমে পোশাকগুলো ভিন্ন ভিন্ন রং ও শেডে ধরা দিতে পারে।

প্রথম আলো :

শেষ প্রশ্ন। সামনে আর কী কী কাজ করতে চান?

অনেক আইডিয়া মাথায় নিয়ে ঘুরছি। তবে এখনো কোনটা নিয়ে কাজ শুরু করব, সেটা ঠিক করিনি।

আরও পড়ুন