ইশা আম্বানির ১৫০ মিলিয়ন ডলারের গয়নাটি কি পরিচিত লাগছে
আজ ৬ মে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত হয়ে গেল ফ্যাশন–জগতের সবচেয়ে জমকালো আয়োজন মেট গালা। দুনিয়ার সব ফ্যাশনিস্তা অপেক্ষায় থাকেন এই আয়োজনের জন্য। মে মাসের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আসর বসে দুনিয়ার সেরা তারকাদের। এ বছরের মেট গালার থিম ছিল ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। তারকাদের ঝলমলে উপস্থিতির মধ্যে অনেকেই প্রশংসিত হয়েছেন সাজের কারণে।
ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি। তবে তিনি এখন নিজ যোগ্যতায় পরিচিত। রিলায়েন্স জিও ইনফোকমের পরিচালক ইশা আম্বানি যে গয়নাগুলো পরেছিলেন, বেশির ভাগই ছিল মা নিতা আম্বানির। সবকিছু ছাপিয়ে নজর কাড়ে ইশার গলায় থাকা হীরার বড় গয়নাটি। দেখে পরিচিত মনে হচ্ছে? এ নেকলেসটি নিয়েই তৈরি হয়েছিল ওশানস ৮ ছবিটি। ওশেনস ৮-এ অ্যান হ্যাথওয়ের জন্য বিখ্যাতভাবে পুনর্নির্মাণ করা হয়েছিল নেকলেসটি (জিরকোনিয়াম অক্সাইড দিয়ে)। গয়নার বর্তমান দাম ১৫০ মিলিয়ন ডলার (১ হাজার ৮২০ কোটি ৪৮ লাখ টাকা)। হাতের আংটিটি শুধু টেফানি থেকে ধার নেওয়া।
তাঁর ব্যক্তিগত সংগ্রহ থেকে পরা গয়নাগুলো শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে নওয়ানগরের মহারাজের প্রতি। ভিনটেজ-অনুপ্রাণিত নেকলেসে ৪৮১ দশমিক ৪২ ক্যারেট ওজনের ৮৯টি পাথর রয়েছে; নেকলেসের কুশনের মধ্যে সবচেয়ে বড় হীরাটি ৮০ দশমিক ৭৩ ক্যারেট হীরা কেটে তৈরি। ইশা আম্বানি মেট গালায় এ বছরের থিমকে পুরোপুরিভাবে তুলে ধরেছেন তাঁর পোশাক ও সাজের মাধ্যমে। জানিয়েছেন ভারতীয় কারুশিল্পের প্রতি শ্রদ্ধা। আম্বানির পোশাকটি ভারতীয় ডিজাইনার অনামিকা খান্না তৈরি করেছেন। কারিগরেরা পোশাকটি তৈরিতে ১৫ হাজার ঘণ্টার বেশি সময় ব্যয় করেছেন। পোশাকটিতে ছিল সাদা জ্যামিতিক নকশার করসেট, কালো টেইলর কাটের প্যান্ট ও সাদা রঙের ক্যাপ। পুরো সাজটিতেই ছিল ছিমছাম ও পরিপাটি ভাব। এ ছাড়া তাঁর কোটের পেছনের দিকে হীরার বোতাম রয়েছে। কোমরে হীরার মাথার খুলি, চুলে মুক্তাখচিত পাখির আনুষঙ্গিক ছিল। আম্বানির স্টাইলটি করেছিলেন আনিতা শ্রফ আদাজানিয়া।