গুচির বৈশ্বিক শুভেচ্ছাদূত হলেন আলিয়া ভাট

আলিয়া ভাট
ছবি : ইনস্টাগ্রাম থেকে

একের পর এক সাফল্য ধরা দিচ্ছে আলিয়া ভাটের জীবনে। বিয়ের পর থেকে এখন পর্যন্ত আলিয়ার জীবনে সুসংবাদের অভাব নেই। সেই সাফল্যের ভান্ডার আরও সমৃদ্ধ হলো। বিশ্বের নামকরা ফ্যাশন ব্র্যান্ড গুচির বৈশ্বিক শুভেচ্ছাদূত হতে চলেছেন আলিয়া।
বাবার জোরে বলিউডে ঢুকেছেন—এমন খোঁটা আলিয়াকে শুনতে হয়েছে নিয়মিত। কিন্তু একের পর এক অসাধারণ ‘পারফরম্যান্স’ দিয়ে সমালোচকের থোতা মুখ ভোঁতা করে দিয়েছেন তিনি। বিশেষ করে গত দুই বছরে আলিয়া মানেই যেন ভিন্ন কিছুর স্বাদ। গত দুই বছর স্বপ্নের মতো কাটছে বলতে গেলে। গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি থেকে শুরু, এরপর আরআরআর, ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান’—প্রতিটি সিনেমা যেমন একটার চেয়ে অন্যটা থেকে সম্পূর্ণ আলাদা, তেমনই প্রতিটা চরিত্রেই ছিল ভিন্নতা। বিয়ে করেছেন ভালোবাসার মানুষ রণবীর কাপুরকে। এমনকি গত নভেম্বরে তাঁদের কোলজুড়ে এসেছে প্রথম সন্তান রাহা। অন্তঃসত্ত্বা অবস্থাতেই ডাক পেয়েছেন নেটফ্লিক্স থেকে, নতুন সিনেমার জন্য।

আলিয়া গত বছরের পরিশ্রমের ফল পেয়েছেন এ বছর। গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য পেয়েছেন বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার। গত বছরের প্রভাবশালী নারীদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন তিনি। আর সর্বশেষ চমক ছিল মেট গালায়। বিশ্বের সেরা তারকাদের মধে৵ বিশেষ কয়েকজনকে ডাকা হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। মিউজিয়াম অব আর্টে বসে ফ্যাশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাতখ্যাত মেট গালা। সেখানে পরীর বেশে এক লাখ মুক্তা দিয়ে তৈরি এক পোশাকে আবির্ভূত হয়েছিলেন তিনি।

আলিয়া ভাটের মুক্তা বসানো সাদা পোশাক
ছবি: এএফপি

সেখানেই প্রথম আলিয়া ভাটের দিকে চোখ পরে আন্তর্জাতিক গণমাধ্যমের। এতদিন পর্যন্ত হলিউডে ভারতীয় বলতে ছিলেন ঐশ্বরিয়া আর প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে আলিয়া ভাটের আগমন মন্ত্রমুগ্ধ করেছে সবাইকে। বড় কোম্পানিগুলো যে তাঁকে শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত করবে, তা ধারণা করেছিলেন অনেকেই। আর শুরুতেই সেই সুযোগ লুফে নিল ইতালীয় ব্র্যান্ড গুচি। বৈশ্বিক শুভেচ্ছাদূতের ভূমিকায় প্রথম ভারতীয় হিসেবে আলিয়া ভাটের নাম ঘোষণা করেছে তারা। আগামী সপ্তাহেই দক্ষিণ কোরিয়ার সিউল শহরে বসতে চলেছে ‘গুচি ক্রুজ ২০২৪’। আর সেখানেই গুচির নতুন মুখ হিসেবে অভিষেক হবে আলিয়ার।

আলিয়ার আগেও বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের বৈশ্বিক শুভেচ্ছাদূত হয়েছেন বলিউডের অন্যতম দুই তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন। তবে গুচির মতো ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে পারেননি তাঁরা। গুচির বৈশ্বিক শুভেচ্ছাদূত হতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়া লিখেছেন, ‘শুধু ভারতে নয়, বৈশ্বিক পর্যায়েও গুচির প্রতিনিধিত্ব করতে পেরে আমি সম্মানিত।’
বড় বড় অনেক তারকাই অভিনন্দন জানিয়েছেন আলিয়াকে।