শেষ হলো ফ‍্যাশনের উৎসব

টানা চার দিন নানা আয়োজনে আলোকি কনভেনশন সেন্টার মাতিয়ে রেখেছিলেন মডেল, ডিজাইনারসহ ফ্যাশনসচেতন নানা শ্রেণি-পেশার মানুষ।
ছবি: সাবিনা ইয়াসমিন

আর্কা ফ্যাশন উইকের তৃতীয় আসরের শেষ দিন ছিল আজ। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে ১৬ জানুয়ারি শুরু হয়েছিল ফ্যাশনের এ উৎসব। টানা চার দিন নানা আয়োজনে আলোকি কনভেনশন সেন্টার মাতিয়ে রেখেছিলেন মডেল, ডিজাইনারসহ ফ্যাশনসচেতন নানা শ্রেণি-পেশার মানুষ। শেষ দিনের চিত্রও অনেকটা একই। তবে গত তিন দিনের তুলনায় আজ দর্শনার্থীর ভিড় ছিল বেশি।
একেক দিনে একেক থিমে ভাগ করা আর্কা ফ্যাশন উইকের শেষ দিনের থিম ছিল ‘সাসটেইনেবিলিটি’। ফ্যাশনে পরিবেশবান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য উপাদানের ব্যবহার বাড়াতে ফ্যাশনসচেতন তরুণদের আগ্রহী করার লক্ষ্যেই নির্ধারিত হয়েছে এ থিম।

ফ্যাশন শোতে চারটি অংশে নয়টি ব্র্যান্ড নিজেদের ডিজাইন করা পোশাক প্রদর্শন করছে আজ। আর্কা ফ্যাশন উইকের শেষ দিনের ফ্যাশন শোতেও উঠে এসেছে টেকসই ফ্যাশনের বার্তা। ‘ফ্যাশন হোক পরিবেশবান্ধব’, ‘শ্রমিকের সম্মান দেশের সম্মান’, ‘পুনর্ব্যবহার চর্চা করি’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড হাতে রানওয়েতে হেঁটেছেন তারান্নুম নিবিড়ের ব্র্যান্ড ‘উড়ুক্কু বাংলাদেশ’–এর মডেলরা। ফ্যাশন শোর বিভিন্ন ব্র্যান্ডের পোশাকে ফুটিয়ে তোলা হয়েছে ফুল, লতা, পালকসহ পরিবেশের নানা উপকরণ। আজ মূল হলের রানওয়েতে নিজেদের পোশাক তুলে ধরেছে ঢং, তাশা, ফ্রেন্ডশিপ, গ্রীষ্ম ও ব্লিস। এ ছাড়া আজ ফ্যাশন শোতে অংশ নিচ্ছে তান, অরণ্য ও কুহু।
আর্কা ফ্যাশন উইকের এবারের আয়োজনে নতুন সংযোজন হিসেবে ছিল মাস্টারক্লাস। আজ হয়েছে মোট পাঁচটি মাস্টারক্লাস। মডেলিংয়ের ওপর মাস্টারক্লাস নিয়েছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।

একেক দিনে একেক থিমে ভাগ করা আর্কা ফ্যাশন উইকের শেষ দিনের থিম ছিল ‘সাসটেইনেবিলিটি’
ছবি: সাবিনা ইয়াসমিন

আলোকির দোতলার ফুড জোনে জড়ো হয়েছেন ফ্যাশনসচেতন ভোজনরসিকেরা। ডিজাইন ল্যাবে ক্রেতাদের দেখা গেল শার্ট, হ্যাট, টোট ব্যাগ অথবা স্কার্ফ কিনে নিজের পছন্দমতো নকশা করিয়ে নিতে। কার্টুন পিপলের স্টলে অনেকে আঁকিয়ে নিচ্ছিলেন নিজের ক্যারিকেচার, কেউ করাচ্ছিলেন ফেসপেইন্ট। আবার চুলে বাহারি বেণিও করিয়ে নিচ্ছিলেন কেউ কেউ।
সবশেষে আজ মঞ্চ মাতাচ্ছেন ইনডালো ও কন্যা দে দ্য ডেস্ট্রয়ার।
আর্কা ফ্যাশন উইকের সহযোগী হিসেবে আছে প্রথম আলো ডটকম ও স্ট্র্যাটেজিক পার্টনার হালফ্যাশন।