তাজ প্যালেসে এক ঝাঁক তারকা

ভারতের নয়াদিল্লির তাজ প্যালেসে ২২ জুলাই শুরু হয়েছে কটুর উইক ২০২২। ২৭ জুলাই শেষ হওয়ার কথা থাকলেও এই ‘ফ্যাশন সপ্তাহ’ চলেছে ৩১ জুলাই পর্যন্ত। এই উৎসবের আয়োজক দ্য ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব ইন্ডিয়া। উৎসবে কটুর উইকের ১৫ বছর উদ্‌যাপনে মডেলদের পাশাপাশি আলো কেড়েছেন একঝাঁক বলিউড তারকা। একনজরে দেখে নেওয়া যাক, ২০২২–২৩ অর্থবছরে ফ্যাশনিস্তাদের চাহিদা অনুসারে কী ধরনের পোশাক বাজারে আনছেন ভারতের প্রথম সারির ডিজাইনাররা।
১ / ১০
একসময় ফ্যাশন উৎসবগুলো ছিল মূলত নারীদের পোশাককেন্দ্রিক। নারী মডেলরাই সব আলো কেড়ে নিতেন নিজেদের দিকে। সময়ের সঙ্গে ধীরে ধীরে পুরুষের পোশাক আর সেই সঙ্গে মডেল হিসেবে পুরুষের অংশগ্রহণও বাড়ছে। উৎসবের শেষ দিনে কুনাল রাওয়ালের শো স্টপার হিসেবে র‍্যাম্পে কালো শেরওয়ানি আর পায়জামা পরে আসেন অর্জুন কাপুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
এদিকে অর্জুন কাপুরের প্রেমিকা, মডেল মালাইকা অরোরা আলো ছড়িয়েছেন রোহিত গান্ধী ও রাহুল খান্না জুটির শো স্টপার হয়ে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
নিজেই নিজের কালেকশনের মডেল হয়েছেন ফ্যাশন ডিজাইনার কুনাল রাওয়াল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
‘নতুন বর’, বলিউড তারকা ও গায়ক ফারহান আখতারও অংশ নেন শো স্টপার হয়ে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
ফাল্গুনি শেন ও পিকক দম্পতি ভারতের ডিজাইনারদের ভেতর অন্যতম পাওয়ার কাপল। এই ডিজাইনার জুটির শো স্টপার হিসেবে র‍্যাম্পে হাঁটেন বলিউড তারকা সারা আলী খান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
এবারের কটুর উৎসবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন সারা আলী খান। অভিনয়ে বিশেষ প্রশংসা কুড়াতে না পারলেও র‍্যাম্প মডেল হিসেবে নিয়মিত আলো ছড়াচ্ছেন তিনি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
শিল্পা শেঠি হয়েছিলেন ডিজাইনার ডলি জের শো স্টপার। উৎসবে প্রশংসা কুড়িয়েছে ডলির কালেকশন ‘মিরাকি’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
ডলি জে স্টুডিওর শো স্টপার শিল্পা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
এই দুই মডেল সুনিত ভার্মার ‘সিতারা’ কালেকশনের শো স্টপার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
ফ্যাশন উৎসবে দেশি পোশাকের অন্যতম ‘পোস্টার গার্ল’ অদিতি রাও হায়দারি। তিনি এসেছিলেন ডিজাইনার আঞ্জু মোদির ‘দ্য রোড লেস ট্রাভেলড’ কালেকশনের শো স্টপার হয়ে
ছবি: ইনস্টাগ্রাম থেকে