আমার ফ্যাশন ফিলিস্তিনের জন্য: নওশাবা

আজ শনিবার শেষ হতে চলেছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোর একটি কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর। সেখানে অস্কারজয়ী অস্ট্রেলীয় হলিউড অভিনেত্রী কেট ব্লানচেট কানের লালগালিচায় ফ্যাশন-মুহূর্ত তৈরির মধ্য দিয়ে বিশ্বকে জানান দিয়েছেন, তিনি ফিলিস্তিনের পক্ষে। ফিলিস্তিনের পতাকার রঙের পোশাকে লালগালিচা মাড়িয়েছেন তিনি। সেই আলাপ শেষ হতে না হতেই ফ্রান্সের কান শহর থেকে ৭ হাজার ৬৯৫ কিলোমিটার দূরে বাংলাদেশের ঢাকায় মেরিল–প্রথম আলো পুরস্কার–২০২৩–এর লালগালিচায় ফিলিস্তিনের পক্ষে নিজের অবস্থান জানান দিলেন বাংলাদেশি অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। গতকাল ২৪ মে মেরিল–প্রথম আলো পুরস্কার–২০২৩–এর লালগালিচায় নওশাবা আহমেদ দেখা দিলেন দ্বিতীয়বারের মতো। লালগালিচায় ফ্যাশন-মুহূর্ত তৈরির জন্য আলাদা প্রস্তুতি ছিল তাঁর। ফ্যাশনের মধ্য দিয়ে জানালেন তীব্র প্রতিবাদ। ছড়ালেন শান্তির বার্তা। অবিলম্বে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হোক—এই বার্তাই দিলেন তিনি।

১ / ৬
মেরিল–প্রথম আলো পুরস্কার–২০২৩–এর লালগালিচায় ফিলিস্তিনের পক্ষে নিজের অবস্থান জানান দিলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ
ছবি: সাবিনা ইয়াসমিন
২ / ৬
বাংলাদেশে ফ্যাশনেবল মুহূর্ত তৈরির অন্যতম সেরা উপলক্ষ মেরিল–প্রথম আলো পুরস্কারের লালগালিচা। সেখানে আমন্ত্রিত হয়ে নওশাবা ফ্যাশন স্টেটমেন্ট তৈরির মধ্য দিয়ে সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগালেন। জানালেন, ফিলিস্তিনের পক্ষে তাঁর অবস্থান। সাদা-কালো শাড়িতে মুক্তার চেইন আর পিন দিয়ে আটকানো ছিল শান্তির প্রতীক
ছবি: সাবিনা ইয়াসমিন
৩ / ৬
পেছনের ছড়ানো কেপটি ছিল নওশাবার পোশাকের বিশেষত্ব। কেপের ওপর পেইন্টিং করেছেন নওশাবা ও কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময়। সেখানে দেখা যাচ্ছে, শান্তির প্রতীক পায়রাকে গুলি করা হয়েছে। সেটা রক্তাক্ত। একটি শিশু বোমার ওপর বসে আছে। পাশেই কাঁটাতার
ছবি: নওশাবার সৌজন্যে
৪ / ৬
আলাদা করে নজরে এসেছে নওশাবার হাতের বটুয়াটি। সেটি আসলে বটুয়া নয়, গ্লোব। তার ওপর ব্যান্ডেজ করা। মানে যুদ্ধবিধ্বস্ত ও আহত পৃথিবী। নওশাবা চান, এই পৃথিবী যেন সেরে ওঠে। জয় হয় ভালোবাসার
ছবি: নওশাবার সৌজন্যে
৫ / ৬
সবুজ ও লাল রঙের একটি মুকুটও পরেছেন নওশাবা। মাথার মুকুটটি প্রকৃতিকেই ধারণ করে।
ছবি: সাবিনা ইয়াসমিন
৬ / ৬
পুরো পোশাকটি তৈরি করতে সময় লেগেছে ১০ দিন
ছবি: নওশাবার সৌজন্যে