২০২৪ সালে যে বলিউড তারকাদের ঘরে এসেছে ছোট্ট নতুন অতিথি

২০২৪ সালে বলিউডের বেশ কয়েকজন তারকা দম্পতির ঘরে এসেছে নতুন শিশু। কেউ প্রথমবার মা–বাবা হয়েছেন, কেউ দ্বিতীয়বার। তাদের কল্যাণে অনেক বলিউড তারকাকেই কাটাতে হচ্ছে নির্ঘুম রাত, সামলাতে হচ্ছে পাপারাজ্জি। একনজরে দেখে নেওয়া যাক, কোন তারকাদের ঘরজুড়ে এল খুদে তারকা। উল্লেখ্য, একজন ছাড়া কোনো তারকাই সন্তানের ছবি প্রাকশ্যে আনেননি।

১ / ৮
বিক্রান্ত মাসে ও শীতল ঠাকুরের ঘর আলো করে পুত্র ভার্দান এসেছিল ৭ ফেব্রুয়ারি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৮
আনুশকা শর্মা ও বিরাট কোহলির দ্বিতীয় সন্তান অকায় জন্ম নেয় ১৫ ফেব্রুয়ারি। ছোট্ট অকায় এখন বোন ভামিকার খেলার সঙ্গী
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ৮
অভিনেত্রী ইয়ামি গৌতম ও পরিচালক আদিত্য ধরের পুত্র জন্ম নিয়েছে ১০ মে। অন্তঃসত্ত্বা অবস্থায় বা সন্তান জন্মের পর কোনো ছবিই প্রকাশ করেননি এই জুটি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ৮
বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের ঘর আলো করে কন্যা লারা জন্ম নেন ৩ জুন। সন্তানের কোনো ছবি প্রকাশ করেননি এই দম্পতি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ৮
রিচা চাড্ডা ও আলী ফজলের একমাত্র কন্য ইদা ফজল জন্ম নেয় ১৬ জুলাই
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ৮
সেপ্টেম্বরের ৮ তারিখে পৃথিবীর আলো দেখে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের কন্যা দুয়া পাড়ুকোন সিং
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ৮
ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা ও সত্যদীপ মিশ্রর কন্যার জন্ম হয়েছে ১১ অক্টোবর। এখনো কন্যার নাম জানাননি এই দম্পতি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ৮
ডিসেম্বরেই কন্যাসন্তানের মা হয়েছেন অভিনেত্রী রাধিকা আপ্তে ও ব্রিটিশ নৃত্যশিল্পী বেনেডিক্ট টেইলর। সরাসরি মেয়েকে কোলে নিয়েই সেই ঘোষণা দিয়েছেন রাধিকা
ছবি: ইনস্টাগ্রাম থেকে