কেমন হতে পারে নতুন বউয়ের ঈদের সাজ

ঈদ আসছে। এ সময় যতই ব্যস্ততা থাকুক না কেন, বাড়ির নতুন বউয়ের সাজপোশাকের দিকে সবার একটা আলাদা নজর থাকেই। বিয়ের পরের ঈদে তাই নতুন বউয়ের সাজপোশাকে খানিকটা উৎসবের ভাব থাকা জরুরি। ঈদের এ সময় নববধূর সাজ নিয়ে এই আয়োজন...

১ / ৫
সোনালি গয়না, গাঢ় রঙের শাড়ি, হালকা বেজ, উজ্জ্বল লিপস্টিক ও চোখে কাজলের ছোঁয়ায় নতুন বউয়ের ঈদের সাজ হতে পারে নজরকাড়া
ছবি : কবির হোসেন
২ / ৫
লাল শাড়িতে ফুটে উঠতে পারে নববধূর সৌন্দর্য। ফাউন্ডেশনের ওপর হালকা কনট্যুর করা যেতে পারে। যেহেতু সাজ রাখতে হবে হালকা, তাই লুজ পাউডার দিয়ে সেটা সেট করে নিতে পারেন
ছবি: কবির হোসেন
৩ / ৫
রাতের জন্য মানানসই সাজ পারে এ রকম
ছবি: কবির হোসেন
৪ / ৫
বিয়েপরবর্তী সময়ে বেছে নিতে পারেন এ ধরনের উজ্জ্বল শাড়ি। কাতানের সঙ্গে ঐতিহ্যবাহী গয়নায় আসবে উৎসবের আমেজ
ছবি: প্রথম আলো
৫ / ৫
যাঁরা সোনার গয়না পরতে চান না, তাঁরা রুপা বা ধাতব গয়না বেছে নিতে পারেন। গলায় থাকতে পারে চোকার, হাঁসুলি বা লকেট চেইন
ছবি: প্রথম আলো