ব্যাগ, দুল, বিয়ের আসর, কেক বা ট্যাটু—কোথায় নেই ভ্যান গঘের ‘দ্য স্ট্যারি নাইট’

চিরন্তন এক বিষণ্নতার গল্প। যে গল্পের কোনো শেষ নেই। ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের দুই হাজারের বেশি ড্রয়িং, পেইন্টিং, জলরঙে আঁকা ছবি ও স্কেচ—সবকিছুকে এককথায় বর্ণনা করতে গেলে এটিই বলতে হবে। বেঁচে থাকতে আর্থিক টানাপোড়েন, ব্যক্তিগত দুঃখকষ্ট আর মানসিক বৈকল্য তাঁকে শান্তি দেয়নি ঠিকমতো। মাত্র ৩৭ বছর বয়সে মৃত্যুতেই যেন তাঁর নতুন জন্ম হলো। বেঁচে থাকতে যে শিল্পীর কদর হয়নি, মৃত্যুর পর কেবল তাঁর ‘দ্য স্ট্যারি নাইট’ই বিক্রি হয়েছে ১০০ মিলিয়ন ডলার বা ১ হাজার ৯৭ কোটি টাকায়। তাঁর ‘সানফ্লাওয়ার’ চিত্রকর্মটিরও একই দাম! গাঢ় হলুদ রঙে সূর্যমুখীর মতো প্রস্ফুটিত ঝলমলে ফুলেও যে প্রবল দুঃখবোধ, ক্ষতবিক্ষত হৃদয়ের অন্তর্দহন আঁকা যায়, তা যেন গঘই জানালেন। গঘের এই ছবি পরিচিতি পাওয়ার পরই ট্রেন্ডে চলে আসে সূর্যমুখী। পিছিয়ে নেই ‘আমন্ড ব্লজমস’ও। আজ সেই মহান শিল্পীর ১৭১তম জন্মবার্ষিকী। জন্মদিনে লেখার বিষয় ভ্যান গঘের চিত্রশিল্প বা জীবনী নয়, বরং তাঁর আঁকা ছবি পরবর্তী সময়ে ফ্যাশন আর জীবনযাপনকে কীভাবে প্রভাবিত করেছে, সেটিই তুলে ধরা। ফ্যাশনে ভ্যান গঘ যেকোনো সময়ের চেয়ে এখন বেশি প্রাসঙ্গিক। ফ্যাশনপণ্য আর জীবনযাপনের অনুষঙ্গে ‘দ্য স্ট্যারি নাইট’ যত ব্যাপকভাবে উঠে এসেছে, খুব কম চিত্রকর্মই তার ধারেকাছে পৌঁছাতে পেরেছে। সেগুলোই ছবিতে একনজরে দেখে নেওয়া যাক।

১ / ১৭
ভ্যান গঘের আঁকা বিখ্যাত ছবিগুলোর একটি হলো ‘দ্য স্ট্যারি নাইট’। কতটা বিখ্যাত? শাড়ি, পোশাক, অলংকার, ব্যবহার্য জিনিস, লাইটার, বিছানার চাদর, পর্দা, ঘরের দেয়াল, এমনকি বিয়ের আসরের থিম বা শরীরের ট্যাটু—সবকিছুই হয়েছে এই জগদ্বিখ্যাত শিল্পকর্মের থিমে। ছবিতে ‘দ্য স্ট্যারি নাইট’ থিমে বিয়ের আয়োজন
ছবি: সংগৃহীত
২ / ১৭
ছবিতে ডিনারের আয়োজন হয়েছে ভ্যান গঘের থিমে
ছবি: সংগৃহীত
৩ / ১৭
ভ্যান গঘের শিল্পকর্ম মিনিয়েচার রূপে ফুটিয়ে তোলা হয়েছে সূচিশিল্পে
ছবি: সংগৃহীত
৪ / ১৭
‘দ্য স্ট্যারি নাইট’ থিমে টাইলসজুড়ে বানানো হয়েছে রান্নাঘরের সিঙ্কের দেয়াল
ছবি: সংগৃহীত
৫ / ১৭
‘দ্য স্ট্যারি নাইট’ থিমে বানানো হয়েছে লাখো কেক, তারই একটি। ১৮৮৯ সালে ‘দ্য স্ট্যারি নাইট’ এঁকেছিলেন গঘ। ছবিটি এঁকেছিলেন দক্ষিণ ফ্রান্সের একটি আশ্রয়কেন্দ্রে। ব্যক্তিজীবনে তখন টালমাটাল সময় পার করছিলেন তিনি। নিজেই গিয়ে ভর্তি হয়েছিলেন ওই আশ্রয়কেন্দ্রে। সেখানেই সৃষ্টি হয় ‘দ্য স্ট্যারি নাইট’
ছবি: সংগৃহীত
৬ / ১৭
‘দ্য স্ট্যারি নাইট’ থেকে অনুপ্রাণিত ব্যাগ
ছবি: সংগৃহীত
৭ / ১৭
কুরুশশিল্পে ‘সানফ্লাওয়ার’ থিমের নকশা
ছবি: সংগৃহীত
৮ / ১৭
স্টিকার–ট্যাটুতেও উঠে এসেছে ভ্যান গঘের ‘সানফ্লাওয়ার’ আর ‘দ্য স্ট্যারি নাইট’
ছবি: সংগৃহীত
৯ / ১৭
ভ্যান গঘের আত্মপ্রকৃতি আর ‘আমন্ড ব্লজমস’ও উঠে এসেছে ট্যাটুতে
ছবি: সংগৃহীত
১০ / ১৭
ভ্যান গঘের শিল্পের থিমে ডোনাট। এ রকম শৈল্পিক ডোনাট পেটে চালান করতে কি বুক কাঁপে না?
ছবি: সংগৃহীত
১১ / ১৭
‘সানফ্লাওয়ার’ থিমের বিয়ের পোশাক
ছবি: সংগৃহীত
১২ / ১৭
বাদ যায়নি মুঠোফোনের ব্যাককভারও
ছবি: সংগৃহীত
১৩ / ১৭
শোবারঘরের দেয়ালও রেঙেছে ‘দ্য স্ট্যারি নাইট’–এর অনুকরণে
ছবি: সংগৃহীত
১৪ / ১৭
কানের দুলে স্ট্যারি নাইট
ছবি: সংগৃহীত
১৫ / ১৭
হাতঘড়িতেই বা বাদ থাকবে কেন ‘দ্য স্ট্যারি নাইট’
ছবি: সংগৃহীত
১৬ / ১৭
মগে উঠে এসছে ভ্যান গঘের চিত্রকর্ম
ছবি: সংগৃহীত
১৭ / ১৭
গ্যালারি সাজানো হয়েছে ভ্যান গঘের আঁকা ছবির থিমে
ছবি: সংগৃহীত