শুধু শাড়ি পরিয়েই লাখ টাকা পান ডলি

একসময় যে শাড়িকে মন থেকে অপছন্দ করতেন, ১০-১৫ মিনিটে এখন সেই পোশাক পরিয়েই লাখ লাখ টাকা উপার্জন করছেন ডলি জৈন।

কারও কাছে শাড়ি পরা ১০ মিনিটের বিষয়। কারও কাছে আবার শাড়ি পরা মানেই দিন কাবার। এই শাড়ি পরিয়েই লাখ লাখ টাকা উপার্জন করছেন ভারতের ডলি জৈন। ১০-১৫ মিনিটেও শাড়ি পরাতে পারেন তিনি। এই কয়েক মিনিটের জন্যই নেন ৩৫ হাজার থেকে ২ লাখ টাকা। বলিউডের জমকালো জগতের অনেক নেতৃস্থানীয় তারকার চমৎকার শাড়ি পরানোর তিনি নেপথ্য তারকা। সুন্দরভাবে শাড়ি পরার জন্য দীপিকা পাড়ুকোন থেকে সারা আলি খান সব তারকাই তাঁর কাছে ধরনা দেন।

শাড়ি পরানোর ৩২৫টি কৌশল জানেন ডলি জৈন
ছবি: ডলি জৈনের ইন্সটাগ্রাম থেকে সংগৃহীত

যে পোশাকটি পরিয়ে এত এত টাকা উপার্জন করছেন, সেই শাড়ি একসময় সহ্যই করতে পারতেন না ডলি জৈন। বিয়ের পর তাই খালি কুর্তা পরতে চাইতেন বেঙ্গালুরুর এই মেয়ে। কিন্তু শাশুড়ির কারণে শাড়ি পরে থাকতে হতো সব সময়। ধীরে ধীরে শাড়ির প্রেমে পড়ে যান। প্রতিদিন সকালে তাঁর শাড়ি পরতেই লাগত কমপক্ষে ৪৫ মিনিট। ডলি একটা সময় খেয়াল করেন, মেয়েরা গাউনের প্রতি আগ্রহী হয়ে পড়ছেন। শাড়ি কম পরছেন। ডলি জৈনের মতে, শাড়ি একমাত্র পোশাক, অনেকভাবে যেটা পরা যায়। জিনসের প্যান্ট, স্কার্টের ওপর বা নিচে।

শ্লোকা আম্বানিকেও শাড়ি পরিয়ে দিয়েছেন ডলি
ছবি: ডলি জৈনের ইন্সটাগ্রাম থেকে সংগৃহীত

২০১১ সালে ১৮ দশমিক ৫ সেকেন্ডে শাড়ি পরিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম ওঠানোর পর সে এই শিল্পকে পেশায় পরিণত করার সিদ্ধান্ত নিলেন ডলি জৈন। কিন্তু বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা তাঁর এই সিদ্ধান্তে হাসাহাসি করেন। অস্ট্রেলিয়ার এস বি এস হিন্দিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডলি জৈন জানিয়েছিলেন ‘বাবা আমার পাশে দাঁড়িয়েছিলেন।’

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের পোশাকে ওড়না পরিয়েছেন ডলি জৈন
ছবি: ডলি জৈনের ইন্সটাগ্রাম থেকে সংগৃহীত

নাতাশা পুনাওয়ালার মেট গালা লুক, আলিয়া ভাটের বিয়ের লুক, সোনম কাপুরের মেহেদির লুক, ক্যাটরিনা কাইফের ব্রাইডাল লেহেঙ্গা, নয়নতারার বিয়ের লুক, সারা আলি খানের মেট গালা লুক, আম্বানি পরিবারের মেয়েদের শাড়ি বা লেহেঙ্গার সঙ্গে ওড়না ঠিক করা—সব জায়গাতেই আছেন তিনি। ফার্স্ট পোস্টে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, ফটোশুটে শাড়ি পরানোর কাজটাই বেশি উপভোগ করেন তিনি। ডলি বলেন, ‘কারণ বিয়েতে আপনাকে একটি নির্দিষ্ট ঢঙে শাড়ি পরাতে হয়। সেখানে বেশি পরীক্ষা-নিরীক্ষা করা যায় না। ছয় গজের শাড়ি পরানোর সময় যে স্বাধীনতা দরকার বা মজার ড্রেপিং করার মাধ্যমে যে নাটকীয়তা তৈরি করা যায়, সেটি ফটোশুটের আসরেই সম্ভব। কারণ, কেউ আপনাকে এখানে বলবে না যে আমি এটাই চাই।’

ক্যাটরিনা কাইফের বিয়ের পোশাকের পেছনের তারকা ডলি জৈন
ছবি: ডলি জৈনের ইন্সটাগ্রাম থেকে সংগৃহীত

কে কীভাবে শাড়ি পরতে চান, সেটার ওপর নির্ভর করে দাম নির্ধারণ করেন তিনি। তবে টাকা উপার্জনের চাইতেও বিভিন্ন স্টাইলে সবাইকে শাড়ি পরিয়ে বেশি আনন্দ পান তিনি। শাড়ি পরানোর ৩২৫টি কৌশল জানেন ডলি জৈন।