সুহানার পরনের এই শাড়িটির দাম কত জানেন

সুহানা খান কেন এত জনপ্রিয়? আপনি যদি গুগলকে প্রশ্নটা করেন, উত্তর আসবে ‘সোশ্যাল টেস্টমেকার’, ‘ইনফ্লুয়েন্সার’। সুহানা খানকে বলিউড ব্যক্তিত্ব ধরা হলেও এখন পর্যন্ত তাঁকে কোনো সিনেমা তো দূর, বিজ্ঞাপনেও দেখা যায়নি। তবু তিনি যা-ই পরেন, যা-ই করেন, যা-ই বলেন—সবই খবর হয়। অনেকেই বলেন, তিনি কার্ডাশিয়ান, জেনার, হাদিদদের মতো ‘ফেমাস ফর বিয়িং ফেমাস’। তবে এই সবকিছু ঘটার পেছনে একটা বড় কারণ হলো, সুহানা খান বলিউড বাদশাহ শাহরুখ খানের একমাত্র কন্যা।

সুহানার চমৎকার এই পার্টি শাড়িটি তৈরি করেছে ফ্যাশন ব্র্যান্ড ফাল্গুনি শেন পিকক ইন্ডিয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সুহানা খানকে সাধারণত পশ্চিমা পোশাকেই বেশি দেখা যায়। কিন্তু সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন চমৎকার একটি পার্টি শাড়িতে। শাড়িটি তৈরি করেছে ভারতের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ফাল্গুনি শেন পিকক ইন্ডিয়া। সোনালি জমিনের শাড়িটির সারা শরীরে চুমকি আর পাথরের কাজ করা। বর্ডারটি পালকময়। তবে শাড়িটির সৌন্দর্য এত চমৎকারভাবে ফুটে ওঠার অন্যতম কারণ সুহানার ব্লাউজ। ব্রালেট স্টাইলের ব্লাউজটি খুবই জাঁকজমকপূর্ণ। ব্লাউজের সারা শরীরে চুমকি আর পাথরের কাজ। সেই সঙ্গে বসানো হয়েছে টাসেল।

সোনালি জমিনের শাড়িটির সারা শরীরে চুমকি আর পাথরের কাজ
ছবি: ইনস্টাগ্রাম থেকে

শাড়িটির দাম জানার জন্য আমরা প্রথমে ঢুঁ দিই ফাল্গুনি শেন পিকক ইন্ডিয়ার অফিশিয়াল পেজে। সেখানে শাড়িটি খুঁজে পাওয়া গেলেও দাম লেখা নেই। দামের জন্য ই–মেইল অ্যাড্রেস, দাম জানার কারণ ও মুঠোফোন নম্বর দিয়ে অনুরোধ পাঠানো হলো। কিছুক্ষণের ভেতর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেন শায়ানা নামের ওই প্রতিষ্ঠানের একজন কর্মী। তাঁকে সুহানার শাড়ির ছবি আর দাম জানতে চাওয়ার কারণ লিখলে তিনি জানালেন, শাড়িটির দাম ১ লাখ ৯৫ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৪৬ হাজার টাকা।

শাড়িটির দাম ১ লাখ ৯৫ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৪৬ হাজার টাকা
ছবি: ইনস্টাগ্রাম থেকে