সব্যসাচীর অনুষ্ঠানে মুকেশ আম্বানির মা কোকিলাবেনের চমক

মুকেশ আম্বানির মা কোকিলাবেনের সাজ ছিল সবার থেকে আলাদা (ডানে)
ছবি: ইনস্টাগ্রাম

২৫ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন করলেন বিখ্যাত ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। এ উপলক্ষে ছিল বিশেষ ফ্যাশন শো। রানওয়ে ও দর্শকসারি—সবখানেই ছিল তারকাদের সমাগম। বলিউডের এ লিস্টের ও ফ্যাশন ও ব্যবসাজগতের বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন সব্যসাচীর গালা পার্টিতে। সন্ধ্যায় অনুষ্ঠানের সূচনা হয় মঞ্চে দীপিকা পাড়ুকোনের আগমনের মধ্য দিয়ে। ফ্যাশন শো শেষ করেন নব্বই দশকের সুপারমডেল ক্রিস্টি টারলিংটন। তবে এত তারকার ভিড়ে চমক দিয়েছেন ৯০ বছর বয়সী কোকিলাবেন আম্বানি। ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানির মা তিনি।

বলিউড তারকাদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া ভাট, সোনম কাপুর, বিপাশা বসু, অনন্যা পান্ডেসহ আরও অনেকে। তবে চমক দিয়েছেন আম্বানি পরিবারের ৯০ বছর বয়সী কোকিলাবেন আম্বানি। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে দীপ্তি সালগাওকার। কোকিলাবেন পরেছিলেন হালকা হলুদ রঙের শাড়ি। সঙ্গে ছিল কালো রঙের কোটি। এই সাদামাটা পোশাকেই সবার নজর কেড়েছেন তিনি।

কোকিলাবেনের শাড়ির পাড়ে ছিল রুপালি চুমকি দিয়ে ফুলেল নকশায় অভিজাত সুচিকর্ম। কাঁধের ওপর আঁচলটি আটকানো ছিল পিন দিয়ে। পরেছিলেন শাড়ির রঙেরই ব্লাউজ। শাড়ির ওপর চাপিয়েছিলেন কালো রঙের হাঁটু-দৈর্ঘ্যের কার্ডিগান। সব্যসাচী অনুরোধ করেছিলেন, সবাই যেন অনুষ্ঠানে কালো রঙের পোশাক পরে আসেন। সে অনুরোধকে সম্মান জানাতেই হয়তো কালো রঙের কার্ডিগানটি বেছে নিয়েছেন কোকিলাবেন। তাঁর গলায় ছিল হীরার নেকলেস। কানে ছিল একই নকশার ছোট হীরার দুল। হাতে ছিল রুপালি হ্যান্ডব্যাগ, কপালে লাল টিপ আর চুল ছিল ঝুঁটি করা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া