দীপাবলিতে ঐতিহ্যবাহী সাজপোশাকে বলিউড, পর্ব ০১

ধর্মীয় উৎসবে তারকারা সাধারণত ঐতিহ্যবাহী সব পোশাকেই দেখা দেন। অনেকে আবার উৎসবের সাজ–পোশাকে, আমেজে চালিয়ে নেন সিনেমার প্রচারণা। শাড়ি, লেহেঙ্গা আর সালোয়ার-কামিজে থাকে ঐতিহ্যের ছাপ। নববিবাহিতদের অনেকেই কাপল ছবি প্রকাশ করে সেট করে দেন ‘কাপল গোল’। তবে ভিন্নতা আনতে এর সঙ্গে আধুনিকতাকেও মেলান অনেকেই। দুই পর্বে দেখে নেওয়া যাক বলিউড তারকাদের দীপাবলির লুক। এখানে থাকল প্রথম পর্ব।
১ / ১৩
ভারতের ছোট পর্দার বড় তারকা জেনিফার উইঙ্গেট দেখা দিয়েছেন কালোরঙা কাটআউট টপ আর লেহেঙ্গায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৩
ইনস্টাগ্রামে এই টেলিভিশন তারকার ভক্তসংখ্যা ছাড়িয়ে গেছে ১ কোটি ৬৯ লাখ। জেনিফারের মিনিমালিস্টিক এই সাজ–পোশাক পছন্দ করছে ভক্ত আর ফ্যাশনবোদ্ধারা। অনেকে এটাকেই বলছে দীপাবলির সেরা লুক!
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৩
শানায়া কাপুরের লেহেঙ্গাটির নকশা করেছেন বলিউডের নামকরা ফ্যাশন ডিজাইনার তরুণ তাহিলিয়ানি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৩
লেহেঙ্গাটি বাইজেনটাইন মোজাইক ও স্থাপত্য থেকে অনুপ্রাণিত
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৩
আধুনিক ভারতকে উপস্থাপন করতে এই লেহেঙ্গায় ব্যবহার করা হয়েছে ভারী চুমকি, ক্রিস্টাল। এ ছাড়া এর ওপরে ফুটে উঠেছে নিখুঁত নকশার জারদৌসি ও এমব্রয়ডারির কাজ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৩
দীপাবলিতে বলিউডের সবচেয়ে ফিট আর আবেদনময়ী হিসেবে পরিচিতি পাওয়া তারকা দিশা পাটানির পরনে ছিল পাইন গ্রিনরঙা শিফনের শাড়ি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৩
ভূমি পেড়নেকরের পরনে ছিল চুমকি আর এমব্রয়ডারির কাজ করা টিস্যু কাপড়ের ঐতিহ্যবাহী শাড়ি, সেটা তিনি স্টাইল করেছেন একই নকশার স্লিভলেস ব্লাউজের সঙ্গে, কিছুদিন আগে প্রায় একই রকম একটি শাড়িতে দেখা দিয়েছিলেন জাহ্নবী কাপুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৩
দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবরাকোন্ডা দীপাবলির ছবি দিয়েছেন সহশিল্পী ম্রুণাল ঠাকুরের সঙ্গে। বিজয়ের পরনে ছিল আকাশি সাদা পাঞ্জাবি আর ম্রুণাল পরেছিলেন বেবি পিঙ্করঙা মনোক্রোম শাড়ি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৩
সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানিও প্রকাশ করেছেন দীপাবলির ছবি। সিদ্ধার্থের পরনে ছিল কালো জমিনে সাদা আর সোনালি সুতায় এমব্রয়ডারির কাজ। অন্যদিকে কিয়ারার পরনে ছিল সোনালি ভেলভেটের লেহেঙ্গা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৩
এই দীপাবলিতে সারা আলী খান যেন ফিরে গেছেন ষাট–সত্তরের দশকে। সাদা-সোনালি কুঁচি দেওয়া প্যান্ট, টপ আর কোটিতে রেট্রোলুকে দেখা দিয়েছেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৩
মা অমৃতা সিং আর ভাই ইব্রাহিম আলী খানের পোশাকেও ছিল সাদা জমিনে একই রকম জরির কাজ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৩
দাদি শর্মিলা ঠাকুরের সঙ্গে দেখা দিয়েছেন গাঢ় বেগুনিরঙা, বেনারসি-কাতান সালোয়ার-কামিজে। শর্মিলার পরনে ছিল কালো জমিনে লাল প্রিন্টের সফট জর্জেট শাড়ি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৩
দীপাবলিতে ভাই ইব্রাহিমকে নিয়ে বাবা সাইফ আলি খানের বাড়িতে সারা, ছবিতে আরও আছেন সাইফের বোন সোহা ও সাবা আলী খান, শর্মিলা ঠাকুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে