অষ্টমীর সারা বেলা

অঞ্জলির সাজ: পোশাক: বিশ্বরঙ, স্টাইলিং: বিপ্লব সাহা, মেকওভার: অর্ক, মারভেলাস, মডেল: শবনম ফারিয়া, নাবিলা ও শাহেদ ফারহানছবি: কবির হোসেন

দেখতে দেখতে শারদীয় দুর্গাপূজার দ্বিতীয় দিনও গড়িয়ে যাচ্ছে। ২৪ অক্টোবর তৃতীয় দিন। এদিন মহা অষ্টমী। এদিনটি নিয়ে প্রস্তুতি সবার থাকে। কী পরবেন, কেমন করে সাজবেন, কী খাবেন, কোথায় যাবেন—সেসব পরিকল্পনা করাই থাকে। বৃষ্টির বাগড়া না থাকলে পরিকল্পনামাফিক সবে এগোবে। তবে এদিন সকাল থেকে সন্ধ্যা বাইরে যাওয়া হোক বা না হোক, কী পরবেন তার একটা দিকনির্দেশনা দিয়েছে ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা

সকালের স্নিগ্ধতায়: পোশাক: বিশ্বরঙ, মেকওভার: স্টাইলিং: বিপ্লব সাহা, অর্ক, মারভেলাস, মডেল: শবনম ফারিয়া ও নাবিলা
ছবি: কবির হোসেন

সকালের সাজের জন্য শাড়ি পরতে পারেন। সাদা, লাল, নীল—এই তিন রঙের শাড়িই তিনি বেছেছেন। মোলায়েম সুতির শাড়ি। এটা কটকি শাড়ি। পরলে আলাদা আরামের সঙ্গে উষ্ণতাও দেবে। সকালের স্নিগ্ধতায় এই শাড়ির সঙ্গে হালকা সাজ মানিয়ে যাবে। অন্তত উৎসবের দিনে সবাই শাড়ি পরবে—সেটাই বিপ্লব সাহার প্রত্যাশা।

এরপর সবাই মণ্ডপে যান অঞ্জলি দিতে। সবাই আকর্ষণীয় সাজ আর পোশাকে যেতে চান মণ্ডপে। যাতে সবার দৃষ্টি কাড়ে। তবে সেই সাজে যেমন থাকবে বাঙালিয়ানা, তেমনি পবিত্রতা এবং অবশ্যই আধুনিকতা। এ জন্যই পোশাকের সঙ্গে মিলিয়ে সাজটাও হওয়া চাই। সেভাবেই ডিজাইন করা হয়েছে নারী–পুরুষের পোশাক। এখানেও নারীর জন্য শাড়িকেই তিনি প্রাধান্য দিয়েছেন। আর পুরুষের জন্য ধুতি।

দুপুরে ক্যাজুয়াল মুডে: পোশাক: বিশ্বরঙ, স্টাইলিং: বিপ্লব সাহা, মেকওভার: অর্ক, মারভেলাস, মডেল: শবনম ফারিয়া, নাবিলা ও শাহেদ ফারহান
ছবি: কবির হোসেন

দুপুরে ফিরে একটু বিশ্রাম নিতে চান প্রত্যেকে। তাই পোশাকটাও বদলে ফেলে আরাম করেন। থাকতে চান ক্যাজুয়াল মুডে। তখন শাড়ির বদলে সালোয়ার-কামিজ বা শার্টেই সবাই স্বচ্ছন্দ্য বোধ করেন। এ জন্য এই সময়ের পোশাক হিসেবে বিপ্লব সাহা বেছে নিয়েছেন ছেলেদের নরম কট শার্ট আর সঙ্গে ক্যাজুয়াল প্যান্ট। আর মেয়েদের জন্য সাধারণ কামিজ যেমন আছে, তেমনি আছে ফ্রক কাট কামিজও। এই পোশাকে ইচ্ছে করলে যে কেউ বাইরেও ঘুরে আসতে পারেন কোনো প্রয়োজনে।

রাত মানেই অনুষ্ঠান। দাওয়াত বা পার্টি। তাই পোশাকেও সেই আভিজাত্য আর জৌলুশ থাকা চাই। রাতের পোশাকে বিপ্লব সাহা এ জন্যই বেছে নিয়েছেন মসলিনে সোনালি জরির কাজ করা শাড়ি আর কাতান মোটিফের পাঞ্জাবির সঙ্গে নজর কাড়া হলুদ রঙের ধুতি। মেকআপ আর গয়নাও পোশাকের সঙ্গে মিলিয়ে করা হয়েছে, যা একেবারেই রাতের অনুষ্ঠানের উপযোগী। জমকালো তো বটেই।

রাতে জমকালো সাজে: পোশাক: বিশ্বরঙ, স্টাইলিং: বিপ্লব সাহা, মেকওভার: অর্ক, মারভেলাস, মডেল: শবনম ফারিয়া, নাবিলা ও শাহেদ ফারহান
ছবি: কবির হোসেন

রাতে কেবল অনুষ্ঠান বা পার্টি নয়, মণ্ডপেও যান। সেখানকার পরিবেশ দিনের চেয়ে একেবারেই আলাদা। আলোঝলমলে চারপাশ। ফলে এমন পরিবেশে উজ্জ্বল আর গ্ল্যামারাস সাজপোশাকই মানানসই। এ জন্যই তাঁর এটা এক্সক্লুসিভ কালেকশন। এই শাড়ি টাঙ্গাইলেই বোনা হয়েছে। পাঞ্জাবিতে স্ক্রিন প্রিন্টে ভ্যালু অ্যাড করা হয়েছে।
বিশ্বরঙের এবারের থিম ছিল প্রকৃতি। তাই প্রকৃতির নানা উপাদান এবারের পূজা সংগ্রহকে মাত্রা দিয়েছে।