আগামীর ফ্যাশন ঠিক করে দিচ্ছেন জেন্ডায়া

যুক্তরাজ্যের লন্ডনে সেদিন মেঘলা আকাশ। ১৮ অক্টোবর ‘ডিউন’–এর প্রিমিয়ারে অডেন লাক্স লেস্টার স্কয়ারে জড়ো হওয়া মানুষ ভাবছেন, এই বুঝি ঝিরঝিরিয়ে নামবে বৃষ্টি। বৃষ্টি সেদিন নেমেছিল কি না, সে খবর আর রাখেনি ফ্যাশন সাময়িকী ‘ব্রিটিশ ভোগ’। কেননা সেই সময় নেমে এসেছিলেন জেন্ডায়া। পরনে ৫৮ বছর বয়সী মার্কিন ডিজাইনার রিক ওন্সের ডিজাইন করা গাউন।

ডিউনের লন্ডন প্রিমিয়ারে জেন্ডায়া
ছবি: ইনস্টাগ্রাম

‘ডিউন’ বিশ্বের সেরা কল্পকাহিনিগুলোর একটি। এর আগেও ১৯৬৫ সালের এই উপন্যাস থেকে ১৯৮৪ সালে বানানো হয়েছে চলচ্চিত্র। তবু ফুরায়নি এই কল্পকাহিনির আবেদন। বরং নতুন সময়ে নতুন করে দর্শকদের সামনে বড় পর্দায় এই ছবি আনার দায়িত্ব নেন ডেনি ভিলেনেভ। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় থিয়েটারগুলোতে ‘ডিউন’ উপভোগ করছেন সাই–ফাই সিনেমার দর্শক। সেই চলচ্চিত্রেই মুখ্য চরিত্রে টিমোথি চ্যালামেটকে দেখা দিয়েছেন জেন্ডায়া। আর তাই বিশ্বের যে প্রান্তেই এই ছবির প্রিমিয়ার চলেছে, সেখানেই সব ক্যামেরা অপেক্ষা করেছে জেন্ডায়ার জন্য। আর জেন্ডায়াও হতাশ করেননি। লালগালিচার প্রতিটি দিনে ফ্যাশন আইকন হিসেবে নিজে নিজেকে এগিয়ে নিয়েছেন আরও কয়েক ধাপ উচ্চতায়, নিজেকে ছড়িয়ে দিয়েছেন আরেকটু বেশি পরিধিজুড়ে।      

লালগালিচার প্রতিটি দিনে জেন্ডায়া ফ্যাশন আইকন হিসেবে নিজে নিজেকে এগিয়ে নিয়েছেন আরও কয়েক ধাপ উচ্চতায়, সঙ্গে আরেক মার্কিন অভিনেতা চ্যালামেট
ছবি: ইনস্টাগ্রাম

স্বাভাবিকভাবেই ‘ডিউন’–এর লন্ডন প্রিমিয়ারে জেন্ডায়া আলো ছড়িয়েছেন সবার চেয়ে বেশি। আর সেই ঔজ্জ্বল্যের রেশ এক সপ্তাহ পরেও এখনো কাটেনি। সিকুইনড, স্ট্যাচুয়েস্ক—এই একরঙা গাউনে জেন্ডায়াকে দেখে প্রথমে মনে হবে, নিখুঁত হাতে গড়া কোনো রূপসীর ভাস্কর্য যেন হেঁটে চলেছে। তারপরই যখন চোখ পড়বে চোখে, তখনই ভাঙবে মোহ। কেননা, সেখানে রয়েছে গোলাপি, বেগুনি রঙের স্মোকি আইশ্যাডো।
জেন্ডায়ার এ রূপে উপস্থিতিকে বলা হচ্ছে ‘ফিউচারিস্টিক বিউটি মোমেন্ট’।  অর্থাৎ, ভবিষ্যতের ফ্যাশন, সৌন্দর্য কেমন হবে তা এখনই ঠিক করে দিচ্ছেন মার্কিন এই গায়িকা ও অভিনেত্রী। অবশ্য তাঁর ফ্যাশন স্টেটমেন্ট যে বিশ্ব ফ্যাশনশিল্পে গুরুত্ব রাখে, তা এরই মধ্যে বেশ কয়েকবার প্রমাণিত।

টম হল্যান্ড শেয়ার করেছেন এই ছবিটি
ছবি: ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামে এই তরুণীর অনুসারী ছাড়িয়ে গেছে ১১ কোটি। এদিকে কথিত প্রেমিক এবং ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ সিনেমার সহকর্মী, টম হল্যান্ডও শেয়ার করেছেন এই বেশে জেন্ডায়ার একটি সাদাকালো ছবি। আর তাতে ভক্তদের ‘লাইক’ ছাড়িয়ে গেছে ৯৩ লাখ।

নজর কেড়েছে এই হেয়ারস্টাইল

বিশেষ আলোচনায় এসেছে জেন্ডায়ার চুলের সাজ। অবশ্য এর কৃতিত্ব দিতে হবে অ্যান্টোনেটকে। চুলগুলো বেঁধে কীভাবে কীভাবে যেন আটকে ফেলা হয়েছ, এতে একটা ‘টুইস্ট’ এসেছে। দর্শকের চোখ আটকে পড়ছে চুলবাঁধার ক্যারিশমা খুঁজতে। মেকআপে ছিল ন্যুডমুড। গ্লসি ঠোঁট, ‘নো মেকআপ মেকআপ লুক’—সব মিলিয়ে এটিকে ভাবা হচ্ছে জেন্ডায়ার অন্যতম সেরা লুক।

এই ছবিটি শেয়ার করে জেন্ডায়া লিখেছেন, ‘যখন আপনি লন্ডনে, ভিভিয়েনের পোশাক পরুন।’
ছবি: ইনস্টাগ্রাম

এর আগের দিনের অনুষ্ঠানে জেন্ডায়াকে দেখা গেছে ৮০ বছর বয়সী ব্রিটিশ ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউডের পোশাকে। এই ছবিটি শেয়ার করে জেন্ডায়া লিখেছেন, ‘যখন আপনি লন্ডনে, ভিভিয়েনের পোশাক পরুন। কেননা, লন্ডনে এলে ভিভিয়েন পরতে হয়।’