এক ছাদের নিচে ৪০ ব্র্যান্ড

লে মেরিডিয়ানে দ্য রয়েল বেঙ্গল অ্যাটেলিয়ারের উদ্বোধন করেন বিজিএমইএ সভাপতি রুবানা হক
ছবি: লে মেরিডিয়ানে

অতিমারিকালের সংকট উত্তরণে নারী ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর অভিপ্রায়ে লা মেরিডিয়ান আয়োজন করেছে বিশেষ যাপন উৎসব। এক ছাদের নিচে উপস্থিত ৪০টি ব্র্যান্ড। দুই মাসের এই আয়োজনে উন্মোচিত হয়েছে সৃজনশীলতার নতুন দিগন্ত। পাওয়া যাচ্ছে নানা বয়সের ট্রেন্ডি সব পোশাক, যার সবই বাংলাদেশে তৈরি। এই ফ্যাশন উৎসব পরিচয় করিয়ে দিচ্ছে নিভৃতে কাজ করে চলা পোশাক নকশাবিদ ও উদ্যোক্তাদের সৃজনজগৎকে।

ফ্যাশন শো
ছবি: লে মেরিডিয়ানে

করোনা মহামারিতে সৃষ্ট অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিচ্ছে নানা ধরনের উদ্যোগ। পাঁচতারকা হোটেল লা মেরিডিয়ানের এমনই একটি উদ্যোগ ‘দ্য রয়েল বেঙ্গল অ্যাটেলিয়ার’। এ আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি নারী ফ্যাশন ডিজাইনারদের পাশে দাঁড়ানোর অভিপ্রায়ে দ্য রয়েল বেঙ্গল অ্যাটেলিয়ার শিরোনামে আয়োজন করেছে দুই মাসের ফ্যাশন উৎসব।

ফ্যাশন শো
ছবি: লে মেরিডিয়ানে

পাশাপাশি বাংলাদেশে পপআপ স্টোরের ধারণাটিও জনপ্রিয় করে তোলার জন্য বিশ্বের বিভিন্ন দেশে পপআপ স্টোর বা শপ জনপ্রিয় হলেও আমাদের দেশে এ ধারণা কিছুটা নতুন।

লা মেরিডিয়ানের দ্য রয়েল বেঙ্গল অ্যাটেলিয়ার আয়োজনে যুক্ত হয়েছেন ৪০ জন নারী উদ্যোক্তা, ডিজাইনার ও তাঁদের ব্র্যান্ড। এই তালিকায় রয়েছে সেলিনা নুসরত, জুবাইদা ফাইজা ক্লোদিং, সালমিনা রহমান কতুর, রুলমেকার শার্টস, লিল স্টার, জার, ভায়োলা, রাজ বাই নিঝু, সিমলি, চলসহ অন্যরা।

ফ্যাশন শো
ছবি: লে মেরিডিয়ানে

এ আয়োজন লা মেরিডিয়ানের সামাজিক দায়বদ্ধতারই অংশ। এ জন্যই এই আয়োজন নিয়ে লা মেরিডিয়ান ঢাকার মহাব্যবস্থাপক কনস্ট্যান্টিনোস এস গ্যাব্রিয়াল বলেন, ‘আমরা আন্তরিকভাবে অনুভব করেছি, বাংলাদেশের ফ্যাশনশিল্পকে সমর্থন করা উচিত। তাই আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই উদ্যোগে সম্পৃক্ত হয়েছি। লা মেরিডিয়ান ঢাকার পক্ষ থেকে এটি বাংলাদেশের ফ্যাশনশিল্পের জন্য উপহার। এ ছাড়া আন্তর্জাতিক নারী দিবসকেও বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তুলবে এই আয়োজন। কারণ, এখানে অংশ গ্রহণকারীদের বড় একটি অংশ নারী উদ্যোক্তা।’

লা মেরিডিয়ানের হোটেলের গ্রাউন্ড ফ্লোরের এনট্রেসল হলের ১৫ হাজার ৩০০ বর্গফুট জায়গায় চলছে দ্য রয়েল বেঙ্গল অ্যাটেলিয়ারের আয়োজন। এর সূচনা হয় ৪ মার্চ। উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, করোনাকালে অর্থনৈতিক সংকট মোকাবিলায় এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে উদ্যোক্তাদের পাশে থাকা খুবই জরুরি। আর এই জরুরি কাজেই নিজেদের সম্পৃক্ত করেছে লা মেরিডিয়ান ঢাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে ফ্যাশন শো
ছবিধ লে মেরিডিয়ানে

উদ্বোধনী আয়োজনকে উপভোগ্য করতে ছিল বুলবুল টুম্পার কোরিওগ্রাফিতে ফ্যাশন শো। দ্য রয়েল বেঙ্গল অ্যাটেলিয়ার শিরোনামের এই ফ্যাশন উৎসব চলবে চাঁদরাত পর্যন্ত।