কানের নজরকাড়া দশ পোশাক

বিরতি ভেঙে ছোট ছোট নুড়িতে ঢাকা ফরাসি রিভেইরার বালুকাময় সৈকত যেন হয়ে উঠেছে আনন্দমুখর। সেইখানে পা পড়ছে বিশ্ব চলচ্চিত্রের রথী–মহারথীদের। দক্ষিণ ফ্রান্সের সাগরছোঁয়া কান শহরে জড়ো হয়েছে হাজারো ক্যামেরা। প্রতি ক্লিকে বন্দী হচ্ছে জীবনের স্মরণীয় সব মুহূর্ত। বিশ্বের ফ্যাশন ইনফ্লুয়েন্সাররা সেরা সব পোশাকে জানান দিচ্ছেন, মহামারির অন্ধকারে আলো জ্বেলে হয় ছায়াছবির উদ্‌যাপন।

করোনার মধ্যে এক বছর থেমে এবার ৬ জুলাই থেকে শুরু হয়ে এই উৎসব চলবে ১৭ জুলাই পর্যন্ত। এবারের কান চলচ্চিত্র উৎসব বাংলাদেশের জন্য হাজির হয়েছে আলাদা তাৎপর্য নিয়ে। এর প্রতিযোগিতা বিভাগ ‘আঁ সার্তেঁ রিগা’য় প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশি সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। যাহোক, প্রায় প্রতিদিনই কানের বিভিন্ন ছবির প্রিমিয়ারে অংশ নিচ্ছেন চলচ্চিত্র বিশ্বের সেরাদের সেরারা। এবারও লাল গালিচায় ঘুরেফিরে এসেছে জর্জিও আরমানি, ডলচে অ্যান্ড গ্যাবানা, ডিওর, শ্যানেলের বিশ্বনন্দিত সব ব্র্যান্ডের নাম। বেশ কয়েক দফা করোনা পরীক্ষা আর কোয়ারেন্টিনের পর রেড কার্পেটে আর দেখা যায়নি মাস্কের ‘বালাই’। তবে কার্পেট এরিয়ার বাইরে গাদাগাদি করে দাঁড়ানো আলোকচিত্রীরা মাস্ক পরতে ভোলেননি। দেখে নেওয়া যাক কোন পোশাকগুলো কেড়ে নিয়েছে বেশির ভাগ আলো।  

১ / ৯
বেলা হাদিদ উদ্বোধনীর দিন দেখেছেন ফরাসি নির্মাতা লিও ক্যারাক্সের ‘অ্যানেট’ সিনেমাটি। মার্কিন এই সুপারমডেলের গাউনটি কোনো ফ্যাশন হাউসের নয়। বরং ফরাসি ফ্যাশন ডিজাইনার জাঁ পল গালতিয়ারের ডিজাইন করা। পোশাকের ওপরে ঝলমল করছিল চকচকে পাথর। সাদা বডি আর লম্বা কালো ট্রেইনের গাউনটিকে বলা হচ্ছে এবারের কান চলচ্চিত্র উৎসবের অন্যতম সেরা পোশাক। ছবি: রয়টার্স
২ / ৯
৭৫ বছর বয়সী ব্রিটিশ অভিনেত্রী হেলেন মিরেন আলো ছড়িয়েছেন রেড কার্পেটে। তিনি পরেছিলেন ডলচে অ্যান্ড গাবানার উজ্জ্বল হলুদরঙা একটা ফ্রক। তাঁকে সাজিয়েছেন স্টাইলিস্ট লি হ্যারিস। ছবি: লি হ্যারিসের ইনস্টাগ্রাম হ্যান্ডল
৩ / ৯
দক্ষিণ আফ্রিকার মডেল ৩২ বছর বয়সী ক্যান্ডিস সোয়ানেপলও কম যান না। বিশ্ব ফ্যাশন আলোচনায় জায়গা করে নিয়েছে সিল্কের হাল্টার নেক ইভিনিং গাউনটি। ছবি: রয়টার্স
৪ / ৯
কানের রেড কার্পেটে জুরিবোর্ডের প্রেসিডেন্ট স্পাইক লি। একেক দিন একেক সাজে হাজির হয়ে সব ক্যামেরা নিজের দিকে টেনে নিচ্ছেন মার্কিন এই নির্মাতা। আর তাঁর ফ্যাশন সেন্স নিয়ে বরাবরের মতোই চলছে চুলচেরা বিশ্লেষণ। ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডল
৫ / ৯
ইতালীয় উদ্যোক্তা ও ফ্যাশন ব্লগার চিয়ারা ফেররানি নিয়ন রঙের গাউনে উপস্থিত হয়েছিলেন। গাউনটি ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে। এর গাউনের ডিজাইন করেছেন ইতালীয় ফ্যাশন ডিজাইনার জিয়ামবাতিস্তা ভাল্লি। গাউনের ওপরের অংশে যে চকচকে ফুলগুলো রয়েছে, সেগুলো রিসাইকেল করা অ্যালুমিনিয়ামে তৈরি। তিনি এসেছিলেন ‘স্টিল ওয়াটারে’র প্রদর্শনীতে। ছবি: চিয়ারা ফেররানির ইনস্টাগ্রাম হ্যান্ডল
৬ / ৯
জার্মান অভিনেত্রী ও মডেল ডায়ান ক্রুগার অংশ নেন ‘এভরিথিং ওয়েন্ট ফাইন’ সিনেমার প্রদর্শনীতে। এদিন রেড কার্পেটে তিনি দেখা দেন জর্জিও আরমানির কালো–ঝলমলে গাউনে। ছবি: রয়টার্স
৭ / ৯
অস্কারজয়ী ফরাসি অভিনেত্রী মারিয়ঁ কতিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে পরেছিলেন শ্যানেলের রুপালি মেটালিক গাউনটি। ছবি: রয়টার্স
৮ / ৯
জেসিকা চাস্টেইনও কম যাননি। ডিওরের কালো গাউনে নজর কেড়েছেন তিনি। ছবি: রয়টার্স
৯ / ৯
ব্রিটিশ অভিনেত্রী ও মডেল জোডি টার্নার স্মিথ ‘স্টিল ওয়াটার’–এর প্রদর্শনীতে হাজির হয়েছিলেন গুচির ‘ড্রামাটিক’ গাউনে। ছবি: রয়টার্স