কেন উঁচু হিল পরা ছেড়ে দিলেন ভিক্টোরিয়া বেকহ্যাম?

ফ্যাশন দুনিয়ায় যাঁরা চোখ রাখেন ভিক্টোরিয়া বেকহ্যামকে না চেনার কথা নয়। এখন থেকে উঁচু হিল নয়, সাধারণ জুতা পরবেন তিনি। সম্প্রতি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিক্টোরিয়া বলেছেন, ‘আমি আর উঁচু হিল পরতে পারছি না, বিশেষ করে কাজের সময়।’
উঁচু হিল ছেড়ে দেওয়ার কারণ সম্পর্কে ভিক্টোরিয়া বলেন, ‘আমাকে প্রচুর ভ্রমণ করতে হয়। পোশাক বেছে নিতে হয় সাধারণ ও আরামদায়ক। আর মানুষ আমার সত্যিকারের রূপটা জানে।’
৪১ বছর বয়সী ভিক্টোরিয়া এখন উঁচু হিল জুতো ছেড়ে দেওয়ার কথা বললেও আট বছর আগে যুক্তরাজ্যের জিএমটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি ফ্ল্যাট জুতোর কথা ভাবতেই পারি না।’ তাঁর ওই সময় ১৮০ জোড়া উঁচু হিল জুতো ছিল।
উঁচু হিল কি নিরাপদ?
হিল পরার শারীরিক প্রভাব সম্পর্কে বিশেষজ্ঞরা বলেন, পুরো শরীরের স্বাভাবিক ভারসাম্যে তখনই তারতম্য ঘটে, যখন কেউ বেশি উঁচু হিলের জুতা ব্যবহার করেন। যাঁরা সব সময় এ ধরনের জুতা পরেন, তাঁদের আর্থরাইটিস হওয়ার আশঙ্কা বেশি থাকে। এ ছাড়া কোনো কারণ ছাড়াই পায়ে প্রচণ্ড ব্যথা হতে পারে। আবার অসাবধানতায় কোনো দুর্ঘটনায় পড়লে গোড়ালি মচকে যাওয়ার আশঙ্কা থাকে। এ ধরনের জুতা পরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে অনেক দিন পরে হলেও অনেক সময় ব্যথা শুরু হতে পারে। ফ্ল্যাট হিল পরাই ভালো। এতে দেহের ওজনে ভারসাম্য থাকে। এ ছাড়া গরমে একটু খোলামেলা ও শীতে পা গরম রাখবে এমন অল্প উঁচু হিলের জুতা ব্যবহার করা যেতে পারে।’