
গরমের দিনগুলোতে সবার আগে খেয়াল রাখতে হয় শিশুর দিকে। খাবার থেকে পোশাক—সবকিছু যেন তার জন্য হয় আরামদায়ক। মোটা কাপড়ের পোশাক হলে ঘামে ভিজে অনেক সময় শিশু অসুস্থ হয়ে পড়তে পারে। বেশি গরমে শিশুর গায়ে ঘামাচিও হতে পারে। এই সময়ে শিশুর জন্য বেছে নিন আরামদায়ক পাতলা পোশাক। যেটা পরলে সে সহজে ঘেমে যাবে না কিংবা শরীরে র্যাশ উঠবে না। সম্ভব হলে দিনে কয়েকবার পোশাক পরিবর্তন করে নিতে পারেন।
ফ্যাশন হাউস নিপুণের ডিজাইনার এলিনা এমদাদ মনে করেন, এ সময় শিশুদের পোশাক হওয়া উচিত একদম পাতলা, হাতা কাটা ও ঢিলেঢালা। যাতে শিশুর শরীরে সহজেই বাতাস প্রবেশ করতে পারে। গরমের দিনে অন্তত চারবার পোশাক পরিবর্তন করা উচিত। খেলাধুলা, ঘুমানো কিংবা বাসায় পরার জন্য আলাদা পোশাক নির্বাচন করা যেতে পারে।

গরমে নবজাতক থেকে শুরু করে ১২ বছর বয়সী শিশুদের জন্য বাজারে আছে সুতি, লিনেন ও গেঞ্জি কাপড়ের বিভিন্ন ডিজাইনের পোশাক। আরামদায়ক উপকরণ হিসেবে ডিজাইনাররা বেছে নিয়েছেন এসব নরম কাপড়। যেমন সুতি, গ্যাবার্ডিন, লিনেন ও নরম জিনস। আর রং হিসেবে বেছে নিয়েছেন সাদা, চাপা সাদা, আকাশি কিংবা গোলাপি, লাল, হলুদ ও নীলের হালকা শেডগুলোকে। ছেলে ও মেয়েশিশুদের পোশাকে খুব একটা পার্থক্য দেখা যায়নি। ছেলেদের জন্য আছে ঢিলেঢালা গেঞ্জি, টি-শার্ট, ফতুয়া, নিমা, হাফ-প্যান্ট ও থ্রি-কোয়ার্টার প্যান্ট, ট্রাউজার, ফুল-প্যান্ট। মেয়েদের জন্য এসব ছাড়াও পাওয়া যাচ্ছে টপ, ফ্রক, স্কার্ট, কুর্তি ইত্যাদি।
কোথায় কেমন পোশাক পরবে শিশু—এ ব্যাপারে পরামর্শ দিলেন ফ্যাশন হাউস রঙ বাংলাদেশের প্রধান নির্বাহী সৌমিক দাস। তিনি জানালেন, গরমে পোশাকটি পরে যেন শিশু স্বাচ্ছন্দ্য বোধ করে, সেদিকে খেয়াল রাখা জরুরি। স্কুল থেকে ফেরার পরে দুপুরে বা বিকেলে ছেলেশিশুরা পাতলা নিমা বা টি-শার্ট ও ট্রাউজার পরতে পারে। বিকেলে খেলাধুলার সময় হাতা কাটা টি-শার্ট ও গ্যাবার্ডিনের হাফ প্যান্ট বা থ্রি-কোয়ার্টার প্যান্ট দিতে পারেন। আর রাতে ঘুমানোর সময় গেঞ্জি কাপড়ের ট্রাউজার ও পাতলা টি-শার্ট পরতে পারে। কোথাও ঘুরতে গেলে টি-শার্ট, হাফ হাতা শার্ট, পাতলা জিনস বা গ্যাবার্ডিনের প্যান্ট বেছে নিতে পারেন শিশুর জন্য। মেয়েদের বেলায় বাসায় পরার জন্য পাতলা কাপড়ের নিমা, ফতুয়া, ট্রাউজার ভালো হবে। বাইরে ঘুরতে গেলে সুতি কাপড়ের ফ্রক বা শার্টের সঙ্গে থ্রি-কোয়ার্টার লেগিংস অথবা নরম জিনস, কুর্তির সঙ্গে ট্রেন্ডি পালাজো পরতে পারে অনায়াসেই।

শুধু শিশুদের পোশাক তৈরি করে থাকে ফ্যাশন হাউস শৈশব। এই গরমে তারা তৈরি করেছে বিভিন্ন ধরনের পোশাক। কথা হলো শৈশবের ডিজাইনার মিচেল লির সঙ্গে। তিনি বলেন, ‘আমরা সব সময়ই বাংলাদেশের আবহাওয়ার কথা মাথায় রেখে কাপড় বেছে নিই। গরমে শিশুদের পোশাকটা যেন আরামদায়ক হয়, তাই আমরা হালকা রঙের সুতি, লিনেন ও নরম গেঞ্জি কাপড়ের পোশাক তৈরি করেছি।’
দরদাম
ধরন ও উপকরণের ওপর ভিত্তি করে এই পোশাকগুলোর দাম পড়বে ৩০০ থেকে ১৫০০ টাকা। একটু কম দামের জন্য বেছে নিতে পারেন রাজধানীর নিউমার্কেট, নুরজাহান মার্কেট, বঙ্গবাজার, মৌচাক মার্কেট, তালতলা মার্কেট। গেঞ্জি, টি-শার্ট, হাফ হাতা শার্ট পাবেন ৮০ থেকে ৩০০ টাকায়, গ্যাবার্ডিন ও জিনসের প্যান্টগুলোর দাম পড়বে ২০০ থেকে ৫০০ টাকা এবং মেয়েদের ফ্রক, স্কার্ট ও টপ পাবেন ২৫০ থেকে ৫০০ টাকায়।
কোথায় পাবেন
শৈশব, আড়ং, নিপুণ, রঙ বাংলাদেশ, অঞ্জন’স, দেশাল, যাত্রা, ক্যাটস আই কিডস, লা রিভ, মেনজ ক্লাব, সীমান্ত স্কয়ার, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কসহ বিভিন্ন শপিং সেন্টারেই পাবেন এই পোশাকগুলো। এ ছাড়া নিউমার্কেট ও বদরুদ্দোজা মার্কেটে আছে শিশুদের জন্য নানা ধরনের পোশাক।