চামড়ার পোশাক ও অনুষঙ্গ

সঠিকভাবে সংরক্ষণে একই লেদারের জ্যাকেট ব্যবহার করা যাবে দীর্ঘদিন। মডেল: রাজ ও সালমান, ছবি: নকশা
সঠিকভাবে সংরক্ষণে একই লেদারের জ্যাকেট ব্যবহার করা যাবে দীর্ঘদিন। মডেল: রাজ ও সালমান, ছবি: নকশা

ফ্যাশন সচেতন নারী কিংবা পুরুষের সংগ্রহে চামড়া বা লেদারের কোনো অনুষঙ্গ থাকবে না, তা যেন হওয়ার নয়। লেদার মানেই আভিজাত্য। লেদারের জ্যাকেট হোক বা জুতা, তা দেখতে যেমন সুন্দর, তা তেমনি ফ্যাশনেবলও। এর কদর চিরকালীন। তবে শীতকাল লেদারের অনুষঙ্গ ব্যবহারের আদর্শ সময়। ফ্যাশনেবল হলেও চামড়ার জিনিস স্পর্শকাতরও বটে। সঠিক যত্নের অভাবে লেদারের অনুষঙ্গে ফাঙ্গাস জমে যেতে পারে, এমনকি ফেটেও যেতে পারে।

জ্যাকেট

শীতকালে লেদারের যেকোনো জিনিসে সাদা দাগ হয়। শুকনো নরম সুতির কাপড় দিয়ে মুছে নিয়ে লেদার কন্ডিশনার লাগিয়ে নিন। কড়া রোদে লেদারের রং নষ্ট হয়ে যায়। আবার টানা অনেক দিন প্লাস্টিকের প্যাকেটে মুড়ে রেখে দিলেও লেদারের ক্ষতি হয়। তাই মাঝেমধ্যে সময় করে জ্যাকেটটি বাতাসে মেলে দিন। এতে লেদার ভালো থাকবে। লেদারের জ্যাকেট হঠাৎ ভিজে গেলে হ্যাঙারে ঝুলিয়ে রাখুন। ফ্যানের বাতাসে শুকিয়ে রুম টেম্পারেচারে রাখুন। কখনো হেয়ার ড্রায়ার ব্যবহার করা যাবে না। এতে লেদার শক্ত হয়ে কুঁচকে যেতে পারে।

ব্যাগ

যেকোনো ধরনের পোশাকের সঙ্গে বাড়তি সৌন্দর্য যুক্ত করতে পারে মানানসই একটি লেদারের ব্যাগ। লোশন, পারফিউম ব্যবহারের পর ব্যাগ নেওয়া উচিত। হালকা রঙের ব্যাগে কোনো দাগ লাগলে নরম ইরেজার দিয়ে ঘষে নিন। লেদারের ব্যাগে অতিরিক্ত জিনিস নিলে, ব্যাগের আকার নষ্ট হয়ে যেতে পারে। লেদার ব্যাগেই অনেক সময় ধাতব হ্যান্ডেল থাকে। সেগুলো শুকনো ও পরিষ্কার রাখুন। মাসে অন্তত একবার লেদার কন্ডিশনার দিয়ে ময়েশ্চারাইজার করলে আপনার শখের ব্যাগটি অনেক দিন ভালো থাকবে। চামড়ার ব্যাগ যদি ভিজে যায়, তাহলে শুকনা কাপড় দিয়ে পানি মুছে নিন। তারপর ফ্যানের বাতাসে শুকাতে হবে। এরপর নারকেল বা অলিভ ওয়েল হালকা করে ব্যাগে মাখিয়ে রাখুন।

জুতা

লেদারের জুতো ঘন ঘন পলিশ করা ঠিক নয়। এতে জুতোর টেক্সচারের ক্ষতি হয়। লেদারের জিনিসের অন্যতম শত্রু পানি। তাই বর্ষাকালে লেদারের অনুষঙ্গ ব্যবহার না করাই ভালো। কোনোভাবে যদি জুতো ভিজেই যায়, তবে ভেজা জুতা থেকে পানি সরানোর জন্য নিউজপ্রিন্ট কাগজ, জুতার ভেতর ও বাইরে দিয়ে কিছুক্ষণ মুড়িয়ে রাখুন। নিউজ প্রিন্ট পানি শুষে নেবে। এ ছাড়া শুকনা কাপড় দিয়েও ভালোমতো পানি মুছে নিতে পারেন। লেদারের জুতা তুলে রাখতে চাইলে জুতার বক্সে করে তুলে রাখুন। এতে ধুলাবালি থেকে রক্ষা পাবে।

লেদারের জিনিসের জৌলুশ দীর্ঘদিন ধরে রাখতে লেদারেক্স ফ্যাশনের উপব্যবস্থাপক মো. সাইদুর রহমান কিছু পরামর্শ দেন-

l বাংলাদেশ আর্দ্রতাপূর্ণ দেশ হওয়ায় স্যাঁতসেঁতে জায়গায় লেদার পণ্য রাখলে ফাঙ্গাস পড়তে পারে। লেদার পণ্য সব সময় শুষ্ক স্থানে রাখতে হবে।

l চামড়ার যেকোনো পণ্য এসির ভেতর খুব ভালো থাকে। সবার বাসায় এসি নেই, তাই যতটা সম্ভব ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করুন চামড়ার ব্যাগ, জুতা বা বেল্ট।

l লেদারের জুতার পলিশে শক্ত ব্রাশ ব্যবহার করা ঠিক না। এতে টেক্সচারের ক্ষতি হতে পারে।

l যেকোনো লেদার পণ্য বেশি দিন আবদ্ধ অবস্থায় রাখা যাবে না, ব্যবহার না করলে কিছু সময়ের জন্য হলেও খোলা বাতাসের সংস্পর্শে আনতে হবে।

l লেদারের পোশাক যেমন জ্যাকেট কখনো ডিটারজেন্ট বা ওয়াশিং মেশিনে ধোবেন না।