চেক, স্ট্রাইপ ও গিংহ্যাম

ছবি: পেকজেলসডটকম

দুই দশক আগেও চেক এবং স্ট্রাইপ বলতে অনেকে শুধু ফরমাল পোশাকই বোঝাত। এখনো এই ধারণা কিছুটা বিদ্যমান হলেও, তা মূলত ক্ল্যাসিক ফ্যাশনের অংশ। কেননা ফরমাল পোশাক চেক এবং স্ট্রাইপের রয়েছে ভিন্ন আবেদন। আর সেটা দেশীয় এবং বিশ্ব ফ্যাশন হাউসগুলোর কালেকশনে চোখ বোলালে দেখা যাবে। ফরমাল পোশাকের ক্যানভাসে চেক বা স্ট্রাইপের নকশা যেমন আছে, তেমনি ক্যাজুয়াল পোশাকের বিভিন্ন অংশেও চেক বা স্ট্রাইপের নকশা রয়েছে এবং তা ছেলে ও মেয়ে উভয়ের পোশাকেই।

ছবি: পেকজেলসডটকম

বিশেষ করে মেয়েদের কুর্তি বা গাউনে এই স্টাইল বেশি দেখা যায়। আবার শার্ট প্যাটার্নের কামিজেও দেখা যায় চেক বা স্ট্রাইপ। যেগুলোর কলারও শার্ট প্যাটার্নের। এগুলোর কোনো কোনোটা আবার আপার লাইন সলিড কালার এবং বটমলাইন একই অথবা ভিন্ন রঙের স্ট্রাইপ। কিছু কুর্তি বা কামিজের কোমর থেকে নিচের দিকে মোটা ধাঁচের সমান্তরাল স্ট্রাইপ।

আবার কিছু কিছু পোশাকে একেবারে নিচের দিকটায় লম্বালম্বি স্ট্রাইপের নকশা ব্যবহার করা হয়েছে। কিছু টপসের বডির দুই পাশে স্ট্রাইপের নকশাও রয়েছে। আবার কিছু ফুল স্লিভ টপের বডি স্ট্রাইপের আর হাতা ভিন্ন রঙের কাপড়ে করা। একইভাবে ফরমাল ও ক্যাজুয়াল ব্লেজার এবং জ্যাকেটেও দেখা যায় নানা ধরনের চেক ও স্ট্রাইপ।

ছবি: পেকজেলসডটকম

তবে স্ট্রাইপ ডিজাইন পরতে হয় শরীরের গঠন অনুযায়ী। যেমন লম্বালম্বি স্ট্রাইপের কাপড় মানুষের শরীরকে লম্বা ও চিকন দেখায়। আবার পাশাপাশি স্ট্রাইপের কাপড় হিউম্যান ফিগারকে একটু মোটা দেখায়। এটাই স্ট্রাইপড ডিজাইনের কাপড়ের একটি বিশেষত্ব। স্ট্রাইপড ডিজাইনগুলোর রয়েছে বিভিন্ন ধরনের নাম। যেমন: পিন স্ট্রাইপ, রোমান স্ট্রাইপ, পেনসিল স্ট্রাইপ, ক্যান্ডি স্ট্রাইপ, বেঙ্গল স্ট্রাইপ ইত্যাদি।

দুই দশক আগেও গিংহ্যাম চেকের বেশ জনপ্রিয়তা ছিল। হালে আবারও এই স্ট্রাইপ ফিরে এসেছে ট্রেন্ডে। তবে আগের তুলনায় এই চেকের রূপ কিছুটা পাল্টেছে। মূলত গিংহ্যাম শব্দটির উৎপত্তি মালয়েশিয়ায়। তবে ব্যুৎপত্তিগত অর্থ থেকে এর ব্যবহারিক ক্ষেত্র অনেকটাই আলাদা।

ছবি: পেকজেলসডটকম

সাধারণ চেক বা স্ট্রাইপ প্রিন্টের পোশাকই এখন এ নামে পরিচিত হলেও রয়েছে কিছুটা পার্থক্য। অনেকেই বলেন, চেক বা স্ট্রাইপ প্রিন্টের সঙ্গে গিংহ্যামের পার্থক্য কোথায়! গিংহ্যামে লম্বালম্বি ও আড়াআড়ি সমান মাপের চেক দেখা যায়। দুই রঙের অধিক সংমিশ্রণ হয় না গিংহ্যামে। সাধারণত সাদা ব্যাকগ্রাউন্ডের ওপর সাজানো হয় রঙের খেলা। কিন্তু ডিজাইনাররা এখন এর বাইরে বের হতে চাইছেন। চেকের ধরন ঠিক রেখে বাকি সব কিছুতেই দেখা যাচ্ছে পরিবর্তন। অনেক ডিজাইনারের মতে, গিংহ্যাম প্রিন্টের মধ্যে কিছুটা হাইস্কুল বা টিনএজার ফিল রয়েছে। তাই যাঁদের বয়সসীমা তারুণ্য পেরিয়েছে, তাঁরা এই প্যাটার্নের ক্যাজুয়াল পোশাক একটু এড়িয়ে চলতেই পারেন। তবে মনের যেহেতু কোনো বয়স হয় না, তাই বয়সী তরুণেরাও এটি পরতে পারেন।